১০ দিনেই অ্যাকাউন্টে চলে আসবে PF-এর টাকা! এইভাবে করুন আবেদন

১/৭: জীবনে সচ্চলভাবে চলতে সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস হলো অর্থখাদ্য, বস্ত্র, বাসস্থান, ইন্টারনেট থেকে শুরু করে মোবাইল সমস্ত ক্ষেত্রেই দরকার হয় টাকার। কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রেই আমাদের লোন নেওয়ার প্রয়োজন পড়ে। আজ আমরা আপনাদের এমন একটি উপায় সম্পর্কে জানাবো, যেখানে আপনি যদি কখনও এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই উপায় এর মাধ্যমেই আপনি সমাধান পেতে পারেন।

২/৭: আপনি নিশ্চয়ই এখন ভাবছেন যে কি সেই উপায়? এই উপায়টি কাজে লাগানোর জন্য আপনার PF অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (Provident Fund Account) থাকতে হবে। আপনি যদি সরকারের এই দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্পে যুক্ত থাকেন তাহলে খুব সহজেই আপনি আপনার প্রয়োজন মতো টাকা তুলতে পারবেন।

৩/৭: এইক্ষেত্রে আপনি PF তুলতে পারবেন অনলাইন মাধ্যমে। তাই ২ সপ্তাহের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে চলুন সেই পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 টাকা জমাবেন? দেখে নিন কত রকমের সেভিংস প্ল্যান হয়? কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ?

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ৮ হাজার টাকা পাবেন প্রতিমাসে! কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদন করলেই ধনলাভ!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 DA Update: দোলের আগে সরকারি কর্মীদের জন্য সুখবর! DA নিয়ে হতে চলেছে বড় ঘোষণা! জেনে নিন এখনই

অনলাইনে কিভাবে PF তোলা যায়?

৪/৭:  (১) এই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তোলার জন্যে প্রথমে আপনাকে ইপিএফও (EPFO) পোর্টালে মেম্বার ই-সেবা (e-Seva) অপশনে যেতে হবে।

(২) তারপর আপনাকে আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড, উইএএন (UAN) এবং ক্যাপচা কোড প্রদান করে সাইন ইন করতে হবে।

(৩) এরপর আপনাকে অনলাইন সার্ভিস ট্যাব অপশনে গিয়ে আপনার প্রয়োজনীয় ফর্ম (ফর্ম-১৯, ৩১, ১০সি এবং ১০ডি) বেছে নিতে হবে।

(৪) তারপরে আপনার সামনে একটি নতুন ওয়েব পেজ খুলে যাবে। সেখানে আপনাকে ইউএএনের সাথে লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিতে হবে।

(৫) এরপর আপনাকে ‘Verify’ অপশনে ক্লিক করতে হবে।

(৬) ব্যাংক অ্যাকাউন্ট ভেরফাই হয়ে গেলে ইপিএফও– এর শর্তাবলি কনফার্ম করে আপনাকে ‘Proceed’ অপশনে ক্লিক করতে হবে।

(৭) তারপর একটি ড্রপ ডাউন লিস্ট দেখাবে, সেখানে আপনাকে টাকা তোলার কারণ নির্বাচন নিতে হবে।

(৮) তারপর নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে নিজের ঠিকানা এবং টাকার পরিমাণ এন্টার করুন।

(৯) এরপর পুনরায় আপনাকে ‘Terms and Conditions’ অপশনে ক্লিক করতে হবে।

(১০) সবশেষে আপনাকে ‘Get Aadhaar OTP’ অপশনে ক্লিক করে OTP ভেরিফাই করতে হবে। এরপরই আপনার PF-এর টাকা তোলার আবেদনটি সফল হবে।

PF money will come to the account in 10 days! Apply like this

৪/৬: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অনলাইন মাধ্যমে ইপিএফ তোলার জন্য আপনাকে অবশ্যই উইএএন অথবা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরকে সক্রিয় রাখতে হবে। আপনাকে অবশ্যই কেওয়াইসি (KYC) মানে আধার, প্যান (PAN) এবং ব্যাংক ডিটেলস লিঙ্ক করতে হবে। এই পদ্ধতি অনুসরণ করলেই আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আবেদনকারী তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন।

৫/৬: তবে আবেদনটি যদি কোনো কারণে আপনার আবেদন খারিজ হয়ে যায় সেইক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আবেদন খারিজের কারণ জেনে নিয়ে যেখানে ভুল হয়েছে সেটি সংশোধন করে আপনি পুনরায় আবেদন করতে পারবেন।

৬/৬: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Domestic violence Act: স্ত্রী অত্যাচার করে? স্বামীর সুরক্ষা নিয়ে যা বলল আদালত! জেনে নিন এখনই

👉 DA Update: DA নিয়ে সরকারি কর্মীদের জন্য এলো বিশাল খবর! ডিএ বৃদ্ধির হার বদলেছে

👉 PAN Card আছে আপনার? প্যান কার্ড নিয়ে এই বড় ঘোষণা সরকারের! জেনে নিন এখনই

👉 Awas Yojana Status Check: আবাস যোজনার টাকা কবে পাবেন? ঘরে বসেই এই ভাবে চেক করে নিন!

👉 সবজি বিক্রি করে চালাতেন সংসার, লটারি কেটে রাতারাতি কোটিপতি ভাঙড়ের যুবক!

Leave a Comment