১/৯: মোদী সরকার মাসিক PM Kisan (পিএম কিষান) প্রকল্পে টাকা বাড়ালো। তাহলে চলুন কত করে অ্যাকাউন্টে টাকা ঢুকবে তা জেনে নেওয়া যাক।
২/৯: ভারতবর্ষ হলো কৃষি নির্ভর দেশ। দেশের অর্থনীতির স্তম্ভ হলো এই কৃষি। তাই সেই কৃষক ভাইদের সহায়তা করতে কেন্দ্র এবং রাজ্য, উভয় সরকারই সর্বদা উদ্যোগী। কেন্দ্র এবং রাজ্য, উভয় সরকারই কৃষকদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে। সেই গরীব পরিশ্রমী মানুষদের আর্থিক দিক থেকে সহায়তা করাই হলো এই প্রকল্পগুলির লক্ষ্য। এরকমই একটি প্রকল্প হলো পিএম কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana)। এই প্রকল্প কেন্দ্রীয় সরকার দেশের কৃষক ভাইদের জন্য চালু করেছে।
৩/৯: এই প্রকল্পের মাধ্যমে সমগ্র দেশের কৃষকদের আর্থিক সহায়তা করা হয়ে থাকে। এবার কেন্দ্রীয় সরকার কৃষকদের কিষাণ নিধি যোজনা (PM Kisan Status) সম্পর্কে দারুন সুখবর দিয়েছে। এই যোজনার মাধ্যমে দেশের অনেক কৃষক উপকৃত হচ্ছেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Govt Scheme: ২০,০০০ টাকা করে নগদ পাবেন প্রত্যেক নাগরিক! আবেদন করলেই সুযোগ!
৪/৯: কেন্দ্রীয় সরকার PM Kisan Samman Nidhi যোজনার সঙ্গে কিষাণ মানধন যোজনাও (Kisan Mandhan Yojana) চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমেও চাষী ভাইদের নিয়মিত আর্থিক সাহায্য করে কেন্দ্র।
৫/৯: এবার থেকে পি এম মানধন যোজনার অধীনে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে মাসিক ৩০০০ টাকা। এই পেনশন স্কিমে আবেদনকারীদের মাসিক ৫৫ থেকে ২০০ টাকা পর্যন্ত জমা করতে হয়। এরপর আবেদনকারীর ৬০ বছর বয়স হওয়ার পর প্রত্যেক মাসে ৩০০০ টাকা পেনশন পেতে থাকবেন। এই যোজনার অন্তর্ভুক্ত হতে আবেদনকারীকে ১৮ থেকে ৪০ বছর বয়সী হতে হবে।
বিষয় তালিকা
PM Kisan Status-
৬/৯: কৃষকদের এই যোজনার আওতায় বার্ষিক ৩৬০০০ টাকা পেনশন দেওয়া হবে। ৪০ বছর পর্যন্ত আপনি এই যোজনায় বিনিয়োগ করতে পারবেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা থেকে পিএম মানধন যোজনায় প্রিমিয়ামের টাকা কেটে নেওয়া হয়। এর জন্য প্রার্থীদের আলাদাভাবে আবেদন করতে হবে।
৭/৯: দেশের কৃষকরা এখন থেকে ২০০০ টাকার পরিবর্তে ৩০০০ টাকা (PM Kisan Status) মাসিক অনুদান পাবেন। অর্থাৎ এবার থেকে তারা অধিক পরিমাণ মাসিক ভাতা পাবেন।
PM Kisan Status এই টাকা কবে পাবেন?
৮/৯: গত ২৪ ফেব্রুয়ারি থেকে দেশের কৃষকদের টাকা দেওয়ার প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আশা করা হচ্ছে যে, চলতি সপ্তাহের মধ্যেই রাজ্যের কৃষকেরা লিস্ট অনুযায়ী তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। কিন্তু যদি কারোর আধার লিঙ্ক না করা থাকে, তাহলে তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। তাই আপনারা অবশ্যই PM Kisan Status থেকে নিজের লিঙ্ক প্রক্রিয়া চেক করে নেবেন।
৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ১৮,৫০০ টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে! ১ এপ্রিল থেকে আর মিলবেনা এই সুবিধা
👉 টাকা জমাবেন? দেখে নিন কত রকমের সেভিংস প্ল্যান হয়? কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ?
👉 ৮ হাজার টাকা পাবেন প্রতিমাসে! কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদন করলেই ধনলাভ!