Post Office Group D Recruitment 2022: সরাসরি লিখিত পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে গ্রুপ ডি-তে নিয়োগ (Apply Now!) 

Post Office Group D Recruitment 2022, (পোস্ট অফিস গ্রুপ ডি নিয়োগ ২০২২) Post Office Group D Recruitment 2022 Apply Online, Post Office Group D Recruitment 2022 Official Notice Pdf Download, Post Office Recruitment 2022

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি ভারতীয় পোস্ট অফিসের (Post Office Group D Recruitment 2022) পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে  কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

Post Office Group D Recruitment 2022 | পোস্ট অফিস গ্রুপ ডি নিয়োগ ২০২২

🔥 Organization Name (সংস্থার নাম)Indian Post Office
🔥 Post Details (পোস্টের নাম)পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)১৮৮টি
🔥 Salary (বেতন)১৮,০০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত 
🔥 Job Location (চাকরির স্থান)সমগ্র দেশে (ইন্ডিয়া)
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)https://www.indiapost.gov.in

ভারতীয় পোস্ট অফিসে (Post Office Group D Recruitment) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

আরও পড়ুন: 👇👇👇

🔥Latest Post Office Recruitment 2022 Apply Online

🔥 ৯৮,০৮৩টি শূন্য পদে লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় পোস্ট অফিসে চাকরির সুযোগ! (Apply Now!)

🔥 Punjab and Sind Bank Recruitment 2022

🔥 WB SSC নিয়ে Breaking News সামনে এলো! কি সিদ্ধান্ত নিলো SSC?

🔥 WB JOB Recruitment 2022: দুয়ারে সরকার থেকেই বাংলার ঘরে ঘরে হবে চাকরি, বিরাট বড় ঘোষনা!

Post Office Group D Recruitment 2022: Vacancy Detail | পোস্ট অফিস গ্রুপ ডি নিয়োগ ২০২২: পদের নাম  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Postal Assistant/Sorting Assistant ৭১টি 
🔥 Postman/Mail Guard৫৬টি 
🔥 Multi-Tasking Staff (MTS)৬১টি 
🔥 Total ১৮৮টি 

Post Office Group D Recruitment 2022: Cadre Wise Vacancy Detail | পোস্ট অফিস গ্রুপ ডি নিয়োগ ২০২২: ক্যাডারভিত্তিক শূন্যপদের সংখ্যা

🔥 Cadre Name (ক্যাডার নাম)🔥 Vacancy Detail (শূন্যপদের সংখ্যা)
🔥 Ahmedabad City১৭টি 
🔥 Ahmedabad GPO৫টি 
🔥 Gandhinagar ১৪টি 
🔥 Mahesena৫টি 
🔥 Patan১টি 
🔥 Anand১টি 
🔥 Bharuch৫টি 
🔥 Panchmahal২টি 
🔥 Kheda৪টি 
🔥 Surat১১টি 
🔥 Navsari ৩টি 
🔥 Vadodara East১৭টি 
🔥 Vadodara West৮টি 
🔥 Valsad ২টি 
🔥 Amreli৬টি 
🔥 Gondal৫টি 
🔥 Bhavnagar ৭টি 
🔥 Kachchh১টি 
🔥 Jamnagar১টি 
🔥 Junagadh ৬টি 
🔥 Porbandar ৪টি 
🔥 Rajcot১৩টি 
🔥 RMS AM১৩টি 
🔥 RMS W২৩টি 
🔥 RMS RJ৫টি 
🔥 Circle Office৭টি 
🔥 SBCO২টি 
🔥 Total১৮৮টি 

Post Office Group D Recruitment 2022: Age Limit  | পোস্ট অফিস গ্রুপ ডি নিয়োগ ২০২২: বয়স সীমা  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Age Limit (বয়স সীমা)
🔥 Postal Assistant/Sorting Assistant 

১৮ থেকে ২৭ বছরের মধ্যে 
🔥 Postman/Mail Guard
🔥 Multi-Tasking Staff (MTS)১৮ থেকে ২৫ বছরের মধ্যে

Post Office Group D Recruitment 2022: Selection Process | পোস্ট অফিস গ্রুপ ডি নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া  

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে মেরিট লিস্ট বের করা হবে। এরপর প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Post Office Group D Recruitment 2022: Salary | পোস্ট অফিস গ্রুপ ডি নিয়োগ ২০২২: বেতন  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Salary (বেতন)
🔥 Postal Assistant/Sorting Assistant ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত 
🔥 Postman/Mail Guard২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত 
🔥 Multi-Tasking Staff (MTS)১৮, ০০০ থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত 

How To Apply For Post Office Group D Recruitment 2022: | পোস্ট অফিস গ্রুপ ডি নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া  

১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ভারতীয় পোষ্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।

৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।

৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের ভারতীয় পোষ্ট অফিসের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।

৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।

৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।

Post Office Group D Recruitment 2022: Required Documents | পোস্ট অফিস গ্রুপ ডি নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র  

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

Post Office Group D Recruitment 2022: Application Fees | পোস্ট অফিস গ্রুপ ডি নিয়োগ ২০২২: আবেদন মুল্য  

এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।

Post Office Group D Recruitment 2022

Post Office Group D Recruitment 2022: Education Qualification | পোস্ট অফিস গ্রুপ ডি নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Education Qualification (শিক্ষাগত যোগ্যতা)
🔥 Postal Assistant/Sorting Assistant উচ্চমাধ্যমিক পাস, ২ মাসের বেসিক কম্পিউটার কোর্স সার্টিফিকেট এবং স্পোর্টসের সার্টিফিকেট
🔥 Postman/Mail Guardউচ্চমাধ্যমিক পাস, ২ মাসের বেসিক কম্পিউটার কোর্স সার্টিফিকেট, স্পোর্টসের সার্টিফিকেট এবং গুজরাটি ভাষা সম্পর্কে জ্ঞান
🔥 Multi-Tasking Staff (MTS)মাধ্যমিক পাস, স্পোর্টসের সার্টিফিকেট এবং গুজরাটি ভাষা সম্পর্কে জ্ঞান

Post Office Group D Recruitment 2022: Important Dates | পোস্ট অফিস গ্রুপ ডি নিয়োগ ২০২২: গুরুত্বপূর্ন তারিখসমুহ  

  • আবেদনের শুরুর তারিখ: ২৩.১০.২০২২ অর্থাৎ ২৩ অক্টোবর ২০২২ তারিখ 
  • আবেদনের শেষ তারিখ: ২২.১১.২০২২ অর্থাৎ ২২ নভেম্বর ২০২২ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Post Office Group D Recruitment 2022 Official Notice ডাউনলোড করুন
Post Office Group D Recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি, প্রকল্প ও লেটেস্ট আপডেট দেখুন 👇👇👇

🔥লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়েই রাজ্য সরকারের অধীনে চাকরির সুযোগ (Apply Now!)

🔥 Post Office-এ মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করে সারাজীবন আয় করুন! জানুন কিভাবে?

🔥 ICICI Bank Recruitment 2022

FAQ: Post Office Group D Recruitment 2022 (পোস্ট অফিস গ্রুপ ডি নিয়োগ ২০২২)

Q. Post Office Group D Recruitment 2022 (পোস্ট অফিস গ্রুপ ডি নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ২২ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Post Office Group D Recruitment 2022 (পোস্ট অফিস গ্রুপ ডি নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Post Office Group D Recruitment 2022 (পোস্ট অফিস গ্রুপ ডি নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment