Post Office Recruitment: ফের ১৮,০০০ শূন্য পদে নিয়োগ পোস্ট অফিসে! যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি কি দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? কিন্তু তবুও মিলছে না চাকরির সন্ধান? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। বর্তমানে চাকরির বাজার অত্যন্ত শোচনীয়। এমতাবস্থায় রাজ্যের ভারতীয় পোস্ট অফিস (Post Office Reqruitment) কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তাহলে চলুন এই চাকরির জন্য আবেদন করবেন কিভাবে, এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

পদের নাম এবং শূন্যপদের সংখ্যা (Post Name and Vacancy Detail)-

ভারতীয় পোস্ট অফিসে ক্লার্ক পদের জন্য নিয়োগ করা হবে। এখানে মোট শূন্যপদের সংখ্যা হলো ১৮ হাজারেরও অধিক

বয়স সীমা (Age Limit)-

এই চাকরির আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে

🔥 আরও পড়ুন:

👉 NBU Non Teaching Staff Recruitment 2023

🔥 আরও পড়ুন:

👉 এই ৮ টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI! করা যাবে না লেনদেনও, আপনার অ্যাকাউন্ট নেই তো? দেখে নিন

🔥 আরও পড়ুন:

👉 LPG গ্রাহকদের জন্য এই বড় খবর! দেরি হওয়ার আগে জেনে নিন এখনই

আবেদন প্রক্রিয়া (Apply Online)-

১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ভারতীয় পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।

৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।

৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের ভারতীয় পোস্ট অফিসের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।

৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।

৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)-

এই চাকরির জন্য নিম্নলিখিত নথিপত্রগুলির প্রয়োজন-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার কম্পিউটারের সার্টিফিকেট
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

আবেদন মূল্য (Application Fees)-

এই চাকরির জন্য সাধারণ এবং OBC শ্রেণীর প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। এছাড়াও SC/ST/মহিলা প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না

Post Office Recruitment 18000 job vacancy

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)-

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে নুন্যতম মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও আপনার বেসিক কম্পিউটার কোর্স করা থাকতে হবে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉👉🔥 যুক্ত হন
Official Website এখাানে দেখুন

🔥 আরও পড়ুন:

👉 DA News: কেন্দ্রীয় হারেই DA পেলেন রাজ্য সরকারের এই কর্মচারীরা! বিজ্ঞপ্তি প্রকাশ! চালু হবে কবে থেকে? জেনে নিন

👉 Post Office Saving Schemes: ৩২ লাখ টাকা পান মাত্র ২০০ টাকা বিনিয়োগেই, পোস্ট অফিসের এই স্কিমটি জেনে নিন

👉 PAN Card: সবার প্যান কার্ডে লেখা থাকে ১০ টি নম্বর, ৯৯% মানুষ জানেন না এই নম্বরের অর্থ! জেনে নিন এখনই

👉 Govt Scheme: ৫০০০ টাকা পেয়ে যান এই প্রকল্পে আবেদন করেই! এই ভাবে করে ফেলুন আবেদন

👉 ৫০ হাজার টাকার বেশি প্রতিমাসে পাবেন! SBI-এর এই বাম্পার অফারটি জেনে নিন

Leave a Comment