২০,০০০ টাকা বেতনে অষ্টম পাশেই ডাক বিভাগে চাকরির সুযোগ! জানুন বিস্তারিত | Post Office Recruitment 2023

(১/৯) চাকরির সুখবর। আপনি যদি কম শিক্ষাগত যোগ্যতার মধ্যে ভালো চাকরির সন্ধানে থাকেন তাহলে এই সুযোগটি আপনার জন্যই। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে অষ্টম পাস শিক্ষাগত যোগ্যতায় আপনি ভালো চাকরি পাবেন। তাহলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। জেনে নিন এর বিস্তারিত।

Post Office Recruitment 2023

(২/৯) কেন্দ্র সরকারের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি তে বলা হয়েছে ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম হল – স্কিলড আর্টিসান (MV মেকানিক)

শিক্ষাগত যোগ্যতা

(৩/৯) এই পদে আবেদন করতে চাইলে যোগ্যতা হিসেবে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে যে পদে আপনি চাকরি করবেন সেই সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন করার জন্য বয়সের সময়সীমা

(৪/৯) এই পদে আবেদনের ক্ষেত্রে আপনার  ন্যুনতম বয়স হতে হবে ১৮ বছর। এবং সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Bandhan Bank Recruitment 2023

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Calcutta University Recruitment 2023

বেতনক্রম

(৫/৯) এই পদে আবেদনকারী প্রার্থী নিয়োগের সঙ্গে সঙ্গে মাসিক বেতন পাবে ২০ হাজারের কাছাকাছি অর্থাৎ সর্বনিম্ন বেতন ১৯,৯০০ টাকা থেকে শুরু। এবং সর্বোচ্চ বেতন প্রায় ৬৩,২০০ টাকা

আবেদন প্রক্রিয়া

(৬/৯) এই পদে চাকরির জন্য আবেদন করতে চাইলে আপনাকে অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদনের পদ্ধতি হলো নিম্নরূপ –

. প্রথমে আবেদনের জন্য আপনাকে  অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্রটি সংগ্রহ করতে হবে।

২. আবেদনপত্র এর লিংকটি নিচে দেওয়া হলো।

৩. আবেদন পত্রে উল্লিখিত সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।

. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য গুলি সঠিক ভাবে উল্লেখ করবেন।

. আপনার সম্প্রতি তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করবেন ফর্মের মধ্যে।

. উপরে উল্লিখিত কাজগুলো সঠিকভাবে সম্পাদিত হলে শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করার স্থানে গিয়ে জমা করে আসতে হবে।

প্রয়োজনীয় নথি

(৭/৯) এই পদে আবেদনের ক্ষেত্রে যে সমস্ত নথিগুলো সঙ্গে রাখবেন সেগুলি নিম্নে উল্লেখ করা হলো।

 .   বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট রাখবেন।

. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে   আধার কার্ড অথবা ভোটার কার্ড।

. আপনার সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।

. আপনার কাছে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তবে সেটাও রাখবেন।

. আপনি কাজ জানেন এটার সম্পর্কে যদি কোনো প্রমাণপত্র থাকে অর্থাৎ কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।

. আপনার বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি

আবেদনের শেষ তারিখ

(৮/৯) এই পদে আবেদনের শেষ তারিখ সেইভাবে বলা হয়নি। জানা গেছে বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার এক মাসের মধ্যে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ১৫ মার্চ। অর্থাৎ এর আবেদনের সময় এখনও রয়েছে।

Post Office Recruitment 2023 20000 salary

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

(৯/৯) আপনার আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করা হলে সেটি অফলাইন মাধ্যমে জমা করতে হবে। জমা করার ঠিকানা হল The Manager, Mail Motor Service, GPO Building, Sector 17D, Chandigarh – 160017

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 National Water Development Agency Recruitment 2023

👉Post Office Group D Recruitment 2023

👉 CRPF Recruitment 2023

👉 Bangla Sahayata Kendra Recruitment 2023

👉 Bandhan Bank Recruitment 2023

Leave a Comment