লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নিয়োগ | Presidency University Recruitment 2022 (Apply Now!)

Presidency University Recruitment 2022, Presidency University Official Website, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নিয়োগ ২০২২

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি কি দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? কিন্তু মিলছে না চাকরির সন্ধান? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি (Presidency University Recruitment 2022) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

Presidency University Recruitment 2022 | প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়োগ ২০২২

🔥 Organization Name (সংস্থার নাম)Presidency University
🔥 Post Details (পোস্টের নাম)জুনিয়র রিসার্চ ফেলো 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)২টি
🔥 Salary (বেতন)৩১,০০০ থেকে ৩৪,০০০ টাকা পর্যন্ত
🔥 Job Location (চাকরির স্থান)কলকাতা
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)ইমেল
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)presiuniv.ac.in

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে (Presidency University Recruitment 2022) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি। 

Presidency University Recruitment 2022: Vacancy Details | প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়োগ 2022: পদের নাম  

🔥 Post Name (পদের নাম)🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Junior Research fellow ২টি 
🔥 Total ২টি 

আরও পড়ুন: 👇👇👇 

 🔥 National Horticulture Board Recruitment 2022

🔥 Punjab and Sind Bank Recruitment 2022

🔥 Post Office Group D Recruitment 2022

🔥 WB JOB Recruitment 2022: দুয়ারে সরকার থেকেই বাংলার ঘরে ঘরে হবে চাকরি, বিরাট বড় ঘোষনা!

Presidency University Recruitment 2022: Selection Process | প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়োগ 2022: নিয়োগ প্রক্রিয়া  

এই চাকরির আবেদনকারী প্রার্থীদের কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Presidency University Recruitment 2022: Salary | প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়োগ ২০২২: বেতন  

এই চাকরির কর্মীদের ৩১,০০০ থেকে ৩৪,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

How To Apply For Presidency University Recruitment 2022 | প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে। আপনার আপডেটেড সিভি সহ আপনার যাবতীয় নথিপত্র আপনাকে নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে।

যে ইমেল আইডিতে আপনি সিভি পাঠাবেন তা হলো- 

[email protected]

Presidency University Recruitment 2022: Required Documents | প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র 

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

Presidency University Recruitment 2022: Application Fees  | প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়োগ ২০২২: আবেদন মুল্য  

এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।

Presidency University Recruitment 2022: Interview Date and Time  | প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়োগ ২০২২: ইন্টারভিউয়ের তারিখ এবং সময়

এই চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে ০৫.১২.২০২২ অর্থাৎ ০৫ ডিসেম্বর ২০২২ তারিখ দুপুর ১২টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ দিতে যেতে হবে।

Presidency University Recruitment 2022: Interview Venue  | প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়োগ ২০২২: ইন্টারভিউয়ের স্থান

যে ঠিকানায় আপনি ইন্টারভিউ দিতে যাবেন তা হলো-

Department of Life Sciences (Biochemistry Section), Presidency University, 86/1, College Street, Kolkata-700 073

Presidency University Recruitment 2022: Education Qualification  | প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার অ্যাকাডেমিক রেকর্ড খুব ভালো হতে হবে। লাইফ সায়েন্সের যেকোনো শাখায় ফার্স্ট ক্লাসসহ মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে। এছাড়াও মলিকিউলার বায়োলজি, প্রোটিন বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি বিষয়ে রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে।

Presidency University Recruitment 2022: Important Dates  | প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়োগ ২০২২: গুরুত্বপুর্ণ তারিখসমুহ 

  • আবেদন শুরুর তারিখ: ১৭.১১.২০২২ অর্থাৎ ১৭ নভেম্বর ২০২২ তারিখ 
  • আবেদনের শেষ তারিখ: ০৩.১১.২০২২ অর্থাৎ ০৩ ডিসেম্বর ২০২২ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Presidency University Recruitment 2022 Official Notice ডাউনলোড করুন
Presidency University Recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি, প্রকল্প ও লেটেস্ট আপডেট দেখুন 👇👇👇

🔥লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়েই রাজ্য সরকারের অধীনে চাকরির সুযোগ (Apply Now!)

🔥 NMDC Recruitment 2022

🔥 BECIL Recruitment 2022

🔥 ICICI Bank Recruitment 2022

FAQ: Presidency University Recruitment 2022 (প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়োগ ২০২২)

Q: Presidency University Recruitment 2022 (প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ০৩  ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Presidency University Recruitment 2022 (প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans:  লাইফ সায়েন্সের যেকোনো শাখায় ফার্স্ট ক্লাসসহ মাস্টার্স ডিগ্রি। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Presidency University Recruitment 2022 (প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়োগ ২০২২)-তে আবেদন কিভাবে করতে হবে?

Ans: ইমেলের মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment