প্রাথমিক শিক্ষা (WBBPE) পর্ষদ পুনরায় ৯৩ জন প্রার্থীর ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) পরীক্ষার প্রশ্নভুল মামলায় এই নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিজ্ঞপ্তি প্রকাশ করলো। আর তাই প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে যাচাইকরণ এবং সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
ইন্টারভিউ নেওয়া হবে আগামী শুক্রবার অর্থাৎ ১৮.১১.২০২২ তারিখ। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে এই পরীক্ষা। নেওয়া হবে স্ক্রুটিনি/যাচাই প্রক্রিয়া এবং ইন্টারভিউ/ ভাইভা-ভোস এবং অ্যাপটিটিউড টেস্ট। যে ঠিকানায় আপনারা ইন্টারভিউ দিতে যাবেন তা হলো-
আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে, DK-7/1, সল্ট লেক, সেক্টর-২, কলকাতা-৭০০ ০৯১।
আরও পড়ুন: 👇👇👇
🔥 Primary Tet 2022: প্রাইমারি টেট পরীক্ষায় এলো বড় এই পরিবর্তন! (Breaking News!)
🔥 ‘এসএসসিতে ভুয়ো নিয়োগ কত?’ CBI-এর কাছে জানতে চাইল হাইকোর্ট!
যাচাইকরণ এবং প্রমাণীকরণের জন্য যে নথিপত্রের আসল এবং ফটোকপি নিয়ে যেতে হবে সেগুলি হলো-
১) আপনার TET পরীক্ষার অ্যাডমিট কার্ড
২) আপনার মাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র/ সার্টিফিকেট অথবা অন্য যেকোনো বয়সের প্রমাণপত্র
৩) আপনার মাধ্যমিক পরীক্ষা অথবা সমমানের পরীক্ষার আসল মার্কশিট এবং সার্টিফিকেট
৪) আপনার উচ্চমাধ্যমিক (১০+২) অথবা সমমানের পরীক্ষার আসল মার্কশিট এবং সার্টিফিকেট
৫) আপনার D.El.Ed./Spl D.Ed. প্রশিক্ষণের যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট
৬) আপনার স্নাতক ডিগ্রীর মূল মার্কশিট এবং সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
৭) সরকার কর্তৃক প্রাপ্ত আপনার কাস্ট সার্টিফিকেট অর্থাৎ তফসিলি জাতি/ তফসিলি উপজাতি/ ওবিসি-এ শ্রেণী/ ওবিসি-বি শ্রেণীর সার্টিফিকেট
৮) সরকারী নিয়ম অনুযায়ী আপনার আসল শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি থাকে)
৯) অব্যাহতিপ্রাপ্ত বিভাগের জন্য প্রাসঙ্গিক শংসাপত্র (যদি থাকে)
১০) প্রাক্তন-সার্ভিসম্যান বিভাগের জন্য প্রাসঙ্গিক সার্টিফিকেট (যদি থাকে)
১১) প্রাথমিক প্যারা টিচার নিয়োগের জন্য সরকার কর্তৃক প্রাপ্ত মূল সার্টিফিকেট (যদি থাকে)
১২) প্রাথমিক প্যারা টিচারের অভিজ্ঞতার সার্টিফিকেট। এছাড়াও ডিপিও/এসডিও কর্তৃক জারি করা পরিষেবার গণনা এবং বয়স শিথিলকরণ (যেখানে প্রযোজ্য)
১৩) পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধি, ২০১৬ অনুযায়ী সমস্ত প্রাসঙ্গিক প্রশংসাপত্র এবং মূল শংসাপত্র, সহ পাঠক্রমিক কার্যকলাপ সম্পর্কিত (যদি থাকে)
১৪) আপনার আসল ভোটার কার্ড অথবা আধার কার্ড
১৫) আপনার সেলফ অ্যাটেস্টেড করা ২টি পাসপোর্ট সাইজের ছবি
১৬) মাননীয় কলকাতা হাইকোর্টের এই বিষয়ে রায়ের প্রথম পাতায় রিটটিতে পিটিশন নম্বর এবং রিট আবেদনকারীদের নামের তালিকাসহ সমস্ত পেজ
১৭) পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য অন্যান্য নথিপত্র প্রযোজ্য (যদি থাকে)
উক্ত নথিপত্রগুলি যদি কোনো রিট-পিটিশনকারী প্রার্থী জমা না দিতে পারেন তাহলে তিনি স্ক্রুটিনি/যাচাইকরণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। অর্থাৎ তাঁকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। এমনকি তাঁরা ইন্টারভিউ/ভাইভা-ভোস এবং অ্যাপটিটিউড টেস্টেও অংশ নিতে করতে পারবেন না।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি, প্রকল্প ও লেটেস্ট আপডেটs দেখুন 👇👇👇
🔥 Post Office-এ মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করে সারাজীবন আয় করুন! জানুন কিভাবে?
🔥 WB Primary TET 2022-এর পর এবার D.El.Ed. পরীক্ষা নিয়ে বিরাট এই পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের! বিস্তারিত দেখুন
🔥 WB Govt Scheme: ১০ হাজার টাকা করে পাবেন ছাত্র-ছাত্রীরা! কবে? কিভাবে? দেখুন