(১/৬) বর্তমান সময়ে প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে এর জন্য মানুষের শ্রম ও সময় দুটো সাশ্রয় হয়েছে। একাধিক ক্ষেত্রে মানুষ অধিক সুবিধা এবং পরিষেবা পেয়েছে। এখন আর্থিক লেনদেনের জন্য আর খুব একটা ব্যাংকে যেতে হয় না। বা বাজারে কোন জিনিসপত্র কেনাকাটার জন্য পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াতে হয় না।
(২/৬) ফোনে থাকা ইউপিআই পেমেন্টের (UPI Payment) মাধ্যমে সবকিছুই করা হয়। দ্রুত ক্যাস পেমেন্ট (Cash Payment) হোক বা টাকা ট্রান্সফার যে কোন ক্ষেত্রে এই ইউপিআই কোড (UPI Code) বর্তমানে অধিক পরিমাণে ব্যবহৃত হচ্ছে।
(৩/৬) সূত্রের খবর অনুযায়ী, প্রত্যেক বছর UPI লেনদেনের হার নতুন রেকর্ড গড়ছে, যেমন আমাদের দেশ ২০২৩ সালের মার্চ মাসে ১৪ লাখ কোটি টাকা ট্রানজাকশনের রেকর্ড অতিক্রম করেছে। তবে এক্ষেত্রে কিছু সমস্যাও রয়েছে যেগুলি অধিকাংশ ক্ষেত্রে ঘটে থাকে। যেমন অনেক সময় ইউপিআই পেমেন্ট করতে গিয়ে ভুলবশত অন্য একাউন্টের টাকা ট্রান্সফার হয়ে যায় বা কিউ আর কোড স্ক্যান করতে গিয়ে টাকা চলে যায় অন্য একাউন্টে।
🔥 আরও পড়ুন:
👉 আধার কার্ডে এই বড় পরিবর্তন আনলো কেন্দ্র! বিপদে পড়ার আগে জেনে নিন!
🔥 আরও পড়ুন:
👉 PAN Card চুরি হয়ে গেলে কি করবেন? জেনে নিন এখনই সময় থাকতে
🔥 আরও পড়ুন:
👉 PAN Card: আপনার ব্যক্তিগত তথ্য প্যান কার্ডের ১০ নম্বরেই রয়েছে, কোন নম্বরের কি অর্থ জানেন?
(৪/৬) এরকম ভুল প্রায়শই হতে দেখা যায়। তবে আপনার ক্ষেত্রে যদি এমনটা হয়ে থাকে তাহলে দুশ্চিন্তা না করে নিচের পদ্ধতিগুলি ফলো করতে পারেন। তাহলে আপনি আপনার টাকা ফেরত পাবেন।
এই ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)- কিছু নিয়ম জারি করেছে
(৫/৬) এই নিয়ম অনুযায়ী আপনি যদি ইউপিআই পেমেন্ট করার সময় ভুল করে অন্য কোন একাউন্টে টাকা ট্রান্সফার করে থাকেন তবে ৪৮ ঘন্টার মধ্যেই তা ফেরত পেতে পারেন। তবে এর জন্য আপনাকে লেনদেনের ৩ দিনের মধ্যে এবিষয়ে অভিযোগ জানাতে হবে।
ভুল পেমেন্ট হয়ে গেলে এর জন্য আপনাকে যে যে কাজগুলি করতে হবে
১. প্রথমেই ফোনে ১৮০০ ১২০ ১৭৪০ ডায়াল করুন এবং অভিযোগ দায়ের করুন।
২. এক্ষেত্রে ব্যাংক যদি কলের মাধ্যমে আপনার অভিযোগ নথিভুক্ত না করে, তাহলে আপনি http://bankingombudsman.rbi.org.in-এ নিজের সমস্যা রেজিস্টার করতে পারেন।
৩. আপনার ট্রানজাকশনের মেসেজটি সাবধানে রাখুন, ডিলিট করবেননা। কারণ এতে নির্দিষ্ট PPBL নম্বর এবং ট্রানজাকশন আইডি থাকে যা টাকা ফেরত পেতে সাহায্য করবে।
(৬/৬) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 DA Hike: ১ লাখ টাকার কাছাকাছি এক লাফে বাড়বে বেতন! বিরাট সুখবর চকুরিজীবীদের জন্য!
👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই
👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন
👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার