Latest Raninagar BSF Kendriya Vidyalaya Recruitment 2022 Job:  রানিনগর বিএসএফ কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ২০২২

Raninagar BSF Kendriya Vidyalaya Recruitment 2022, ( রানিনগর বিএসএফ কেন্দ্রীয় বিদ্যালয় নিয়োগ ২০২২), Raninagar Recruitment 2022, Teacher Recruitment, Latest Jobs 2022:

রানিনগর কেন্দ্রীয় বিএসএফ (BSF) কেন্দ্রীয় বিদ্যালয় থেকে (Raninagar BSF Kendriya Vidyalaya Recruitment 2022) শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি। এছাড়াও আমদের এই  sarkarijagat.in ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরি সহ বিভিন্ন সরকারি প্রকল্প সবার আগে জানার জন্য।

Raninagar BSF Kendriya Vidyalaya Recruitment 2022 ( রানিনগর বিএসএফ বিদ্যালয় নিয়োগ ২০২২)

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে Raninagar BSF Kendriya Vidyalaya-এ যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই বিদ্যালয়টি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। তবে যে কোনো জেলার প্রার্থীরাই এই শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা কি? আবেদনের শেষ তারিখ কবে? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত তুলে ধরা হলো।

Raninagar BSF Kendriya Vidyalaya Recruitment 2022: Post Name (পদের নাম)

ট্রেইনড গ্র্যাজুয়েট শিক্ষক (Trained Graduate Teacher- Science)

Raninagar BSF Kendriya Vidyalaya Recruitment 2022: Age Limit (আবেদনকারীর বয়সসীমা)

রানিনগর বিএসএফ কেন্দ্রীয় বিদ্যালয়ে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ বছরে বেশি হতে হবে।

Raninagar BSF Kendriya Vidyalaya Recruitment 2022: Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

রানিনগর বিএসএফ কেন্দ্রীয় বিদ্যালয়ে আবেদন করার জন্য আবেদনকারীকে কমপক্ষে ৫০% নম্বর পেয়ে বোটানি, জুওলজি এবং কেমিস্ট্রি বিষয় সহ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সেইসাথে ৫০% নম্বর সহ স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে B.Ed কোর্স করে থাকতে হবে।

Salary (বেতন)

এই পদের জন্য KVS এর নিয়ম অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।

Recruitment Process (নিয়োগ প্রক্রিয়া)

এই পদে চাকরির জন্য কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউ অর্থাৎ Walk in Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে।

Interview Date (ইন্টারভিউের তারিখ)

ইন্টারভিউের তারিখ হলো- ১৬ এপ্রিল, ২০২২।

Interview Place (ইন্টারভিউের স্থান)

ইন্টারভিউের স্থান হলো-  Kendriya Vidyalaya, B.S.F Raninanagar, P.O-Patkata, Dist- Jalpaiguri, West Bengal, Pin- 735133।

Raninagar BSF Kendriya Vidyalaya Recruitment 2022

Interview Time (ইন্টারভিউয়ের সময়)

ইন্টারভিউয়ের দিন একটি বায়োডাটা সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলিকে নিয়ে যেতে হবে।  সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে ডকুমেন্ট ভ্যারিফিকেশন করা হবে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

🔥 আমদের Talegram গ্রুপ-এ যুক্ত হন 🔥 যুক্ত হন (Join)
অফিসিয়াল ওয়েবসাইট  এখানে দেখুন
অফিসিয়াল নোটিশ Pdf এখানে দেখুন
নতুন চাকরির আপডেট এখানে দেখুন
এগুলিও পড়ে দেখুন– 👇

🔥 Latest WB TET 2022 Update | শীঘ্রই প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে, জানালেন প্রাইমারি শিক্ষা পর্ষদের সভাপতি, WBBPE Recruitment 2022

🔥 Top 5 সরকারি চাকরির খবর ২০২২ | Sorkari Chakrir Khobor 2022, Sarkari Chakrir Khobor 2022

🔥 Latest Job In Kolkata 2022, Govt Jobs In Kolkata 2022, Job Vacancy In Kolkata 2022, Kolkata Job 2022: কলকাতায় সরকারি চাকরির খবর

FAQ

Q: Raninagar BSF Kendriya Vidyalaya Recruitment 2022-এর ইন্টারভিউয়ের শেষ তারিখ কবে?

Ans: রানিনগর কেন্দ্রীয় বিএসএফ বিদ্যালয়ে আবেদন করার শেষ তারিখ- ১৬ এপ্রিল, ২০২২।

Q: Raninagar BSF Kendriya Vidyalaya Recruitment 2022-এর জন্য বয়স কত হতে হবে?

Ans: আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের উর্দ্ধে।

Leave a Comment