এই কাজ দ্রুত না করলে রেশনে আর ফ্রি-তে চাল-গম পাবেন না!

সরকার ইতিমধ্যেই আধার কার্ডের(Aadhaar Card) সঙ্গে বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির লিংক করতে বলেছেন। এবং এটি দেশের সকল নাগরিকের জন্য করা বাধ্যতামূলক। তবে আপনি যদি এখনও রেশন কার্ডের সঙ্গে আপনার আধার লিঙ্ক (Ration Card Aadhaar Link) না করে থাকেন,  তাহলে এ নিয়ে আপনাকে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে। এমনকি আপনার রেশন কার্ডও বাতিল হয়ে যেতে পারে।

আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্কের (Ration Card Aadhaar Link) শেষ সময়সীমা রয়েছে ৩০ জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা আধার লিংক করবে তাদের রেশন কার্ড চালু থাকবে অন্যথায় সকলের রেশন কার্ড বাতিল করা হবে

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

আপনি যদি একজন দেশের নাগরিক হন এবং রেশন কার্ডের মাধ্যমে দেশের চাল গম সহ অন্যান্য খাদ্যশস্য পেয়ে থাকেন, তবে আজকের বার্তাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী ৩০ জুনের মধ্যে আপনি যদি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক না করে থাকেন তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে আপনি খাদ্যশস্যের এই সুবিধাটি আর পাবেন না।

🔥 আরও পড়ুন:

👉 Cyclone Mocha Landfall Timing: ঘূর্ণিঝড় মোখার ল্যান্ডফল ঠিক কখন হবে? সময় জানাল হাওয়া অফিস

🔥 আরও পড়ুন:

👉 Business Ideas: ১ লাখ টাকা মাসে আয় করুন ৫ ঘন্টা কাজ করেই! জেনে নিন পদ্ধতি

🔥 আরও পড়ুন:

👉 প্রচুর শূন্যপদে নিয়োগ করছে RBI, এই ভাবে আবেদন করে ফেলুন

অফলাইনে কীভাবে লিঙ্ক করবেন? (Ration Card Aadhaar Link: Offline)

আপনি যদি আপনার আধার কার্ডটি রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে চান তাহলে প্রথমে আপনাকে পরিবারের সকল সদস্যের আধার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স করতে হবে

  • যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক না থাকে তবে আপনার ব্যাংক পাস বইয়ের জেরক্স নিয়ে নিন।
  • আপনার পরিবারের যিনি প্রধান তার এক কপি পাসপোর্ট সাইজ ছবি নিন এবং সমস্ত নথিপত্র সঠিকভাবে ঠিক করে রেশন দোকানে বা ফুড ইন্সপেক্টর অফিসে জমা করুন।
  • এক্ষেত্রে আধার ডেটাবেসের তথ্য যাচাই করার জন্য আপনাকে সেন্সরে ফিঙ্গারপ্রিন্ট আইডি দিতে বলা হবে।
  • সংশ্লিষ্ট বিভাগে আপনার সমস্ত নথিপত্র সঠিকভাবে জমা হলে সেখান থেকে আপনাকে একটি মেসেজ বা মেইলের মাধ্যমে জানানো হবে।

আপনার সকল নথিপত্র তাদের কাছে জমা হলে এরপরে তারা তাদের কাজ শুরু করবে এবং আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা হয়ে গেলে আপনাকে জানিয়ে দেবে।

Ration Card Aadhaar Link If you do not do this quickly, you will not get free rice and wheat in the ration

অনলাইন লিঙ্ক কিভাবে করবেন? (Ration Card Aadhaar Link: Online)

আপনার রেশন কার্ডটি অফলাইন এর সঙ্গে সঙ্গে অনলাইন লিঙ্ক করা সম্ভব আপনি যদি চান আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে এর লিঙ্ক করাতে পারেন।

  • এর জন্য আপনাকে প্রথমে https://food.wb.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে Link Aadhaar with active cards-এ ক্লিক করার পর সংশ্লিষ্ট জায়গায় রেশন কার্ডের ক্যাটিগরি ও নম্বর লিখতে হবে।
  • সেখানে আপনি কি পরিষেবা চান সেটি উল্লেখ করতে হবে। এ ও বি অপশন এর মাধ্যমে সেটি দেওয়া থাকবে।
  • অফসান হিসেবে প্রথমে থাকবে-আপডেট করুন আধার ও মোবাইল নম্বর। দ্বিতীয় অফসানে থাকবে-আপডেট অনলি মোবাইল নম্বর
  • অফসান সিলেক্ট হলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে।
  • আপনার সমস্ত নথিপত্র সঠিক হয়েছে কিনা সেটা আপনাকে যাচাই করে নিতে হবে। এবং এরপরে ওটিপি এন্টার করতে হবে।
  • ও টি পি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাজটি সম্পন্ন হবে আপনার আধার ও রেশন কার্ডের লিংক হয়ে যাবে

এছাড়াও আপনি চাইলে খাদ্যাসাথী- আমার রেশন’ মোবাইল অ্যাপের মাধ্যমে এখন আপনি বাড়িতে বসেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই

👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

Leave a Comment