এপ্রিলেই রেশন কার্ড বন্ধ হয়ে যাবে! বিপদে পড়ার আগে শীঘ্রই সেরে নিন এই ছোট্ট কাজ

আমাদের দেশে যেমন আধার কার্ড, (Aadhaar Card) ভোটার কার্ড (Voter Card) এবং প্যান কার্ডের (PAN Card) গুরুত্ব রয়েছে, ঠিক তেমনই রেশন কার্ডও সাধারণ মানুষের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি। এবার এই রেশন কার্ড (Ration Card) নিয়ে বড়ো আপডেট সামনে এলো।

আপনি যদি চলতি এপ্রিল মাসের মধ্যে এই কাজ সম্পন্ন না করেন, তাহলে আপনার ডিজিটাল রেশন কার্ড সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে রেশন কার্ডের মাধ্যমে আপনি যে খাদ্যশস্য পেয়ে থাকেন, তা আর পাবেন নাএখন নিশ্চয় আপনি ভাবছেন যে, কি কাজের কথা বলা হচ্ছে? কেনই বা রেশন কার্ড বন্ধ হবে?

রেশন কার্ডের সাথে আধার নম্বর লিঙ্কের কথা অনেক আগে থেকেই জানানো হয়েছিল। অনেকেই সেই লিংক করে নিয়েছেন। আবার এমন অনেকে রয়েছেন, যারা রেশন কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করেননি কিংবা লিংক করলেও কোনো কারনে তা কার্যকর হয়নি। কিন্তু যদি এপ্রিল মাসের মধ্যে এবার যদি আপনি আধারের সাথে রেশন কার্ড লিংক না করেন, তাহলে আপনার ডিজিটাল রেশন কার্ড বন্ধ হয়ে যাবে।

🔥 আরও পড়ুন:

👉 WB Bandhan Bank Recruitment

🔥 আরও পড়ুন:

👉 Primary TET Certificate: প্রাইমারী টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে এই বড় খবর সামনে এল! জেনে নিন এখনই

🔥 আরও পড়ুন:

👉 WB Primary TET: প্রাথমিক টেটের সব পরীক্ষার্থীকে নম্বর দেওয়ার নির্দেশ হাইকোর্টের! জানুন বিস্তারিত

আপনার রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা তা কিভাবে দেখবেন?

১) প্রথমে আপনাকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/-এ যেতে হবে। সেখানে আপনাকে “Ration Card” অপশনের অধীনে থাকা “Check The Status of Your Ration Card” অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে একটি নতুন পেজ খুললে সেখানে আপনাকে রেশন কার্ড নম্বর এবং রেশন কার্ডের ক্যাটাগরিসহ সঠিকভাবে ক্যাপচা কোড বসিয়ে “Search” অপশনে ক্লিক করতে হবে।

২) এরপরই আপনার কার্ডের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। যদি আপনার কার্ডে Active লেখা থাকে তাহলে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তবে যদি Deactivate লেখা থাকে তাহলে অবিলম্বে পদক্ষেপ নিন

আপনার রেশন কার্ড এবং আধার কার্ড সংযুক্ত না থাকলে কি করবেন?

১) আপনার কার্ডের স্ট্যাটাসে যেখানে Deactivate লেখা থাকবে, তার পাশে Do E-KYC অপশনে আপনাকে ক্লিক করতে হবে।

২) তারপর আপনার সামনে নতুন একটি পেজ খুললে সেখানে আপনাকে Link Aadhaar with Deactivated / Newly approved cards  অপশনে ক্লিক করতে হবে। পুনরায় আপনার সামনে নতুন পেজ খুললে সেখানে আপনাকে রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করে Search অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপরই আপনার সমস্ত তথ্য সেখানে আপনি দেখতে পারবেন। আপনার কার্ড Active করার জন্য আপনার আধার কার্ড এবং আপনার রেশন কার্ড লিঙ্ক থাকতে হবে। তারপর আপনাকে Link aadhar and Mobile Number অপশনে ক্লিক করতে হবে।

৪) তারপর “Send OTP” অপশনে ক্লিক করে আপনাকে OTP সাবমিট করে Preview অপশনে গিয়ে আপনার যাবতীয় তথ্য যাচাই করে সাবমিট করতে হবে।

Ration card will be closed in April if you don't aadhaar ration card link

৫) এরপর আপনাকে Verify and Submit অপশনে ঠিক করতে হবে। সমস্ত কিছু ঠিক থাকলে এই পদ্ধতিতেই আপনার রেশন কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক হয়ে যাবে।

রেশন কার্ডের সাথে আধার নম্বর লিংক হওয়ার পরই আপনার বন্ধ হওয়া রেশন কার্ড পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ পুনরায় রেশন ডিলারের কাছে গিয়ে আপনি খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Karmai Dharma Scheme: ২ লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরবাইক দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে! কি ভাবে পাবেন? জেনে নিন

👉 Summer Vacation: রাজ্যে ছুটি নিয়ে এলো এই সরকারি নির্দেশিকা! জেনে নিন এখনই

👉 Business Idea: ঘরে বসেই আয় করুন এই ব্যবসা থেকে, লাখ লাখ টাকা আসবে সারা বছর

👉 Vidyasaarathi Scholarship 2023

👉 আর বাড়বে না ইলেকট্রিক বিল! মাত্র ৩৮০ টাকায় বোঁ বোঁ করে ঘুরবে পাখা! জেনে নিন এখনই

Leave a Comment