১/৭: কোনো কো-অপারেটিভ ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনারই জন্য। ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) এবার বড়ো পদক্ষেপ নিয়েছে।
২/৭: বিভিন্ন ব্যাংক গত কয়েক বছর ধরেই রিজার্ভ ব্যাংকের কড়া পদক্ষেপের সম্মুখীন হচ্ছে। এমনকি রিজার্ভ ব্যাংক অনেক ব্যাংকের লাইসেন্সও বাতিল করেছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় ব্যাংক কয়েকটি বড়ো ব্যাংককে মোটা টাকার জরিমানাও করেছে। রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপে জেরে কো-অপারেটিভ ব্যাংকগুলির সবথেকে বেশি ক্ষতি হয়েছে।
রিজার্ভ ব্যাংক পেনাল্টি আরোপ করেছে ১১৪ বার-
৩/৭: RBI গত ৩১ মার্চ শেষ হওয়া ২০২২-২৩ অর্থবর্ষে মোট ৮ টি কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে। এই ব্যাংকগুলির ওপর ১১৪ বার সঠিকভাবে নিয়ম না মেনে চলার জন্য পেনাল্টিও আরোপ করেছে। গ্রামীণ এলাকায় এই কো-অপারেটিভ ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা দ্রুত প্রসারিত হচ্ছে। তবে এই সমস্ত ব্যাংকগুলির অনিয়ম প্রকাশ্যে আসার জন্য কড়া পদক্ষেপ নিতে হচ্ছে রিজার্ভ ব্যাংককে।
🔥 আরও পড়ুন:
👉 Pan Aadhaar link: এই বিরাট পরিবর্তন আনা হলো প্যান-আধার কার্ড লিংক -এর নিয়মে! বিপদে পড়বার আগে জানুন
🔥 আরও পড়ুন:
👉 16 Best Business Ideas For Women
🔥 আরও পড়ুন:
👉 NBU Non Teaching Staff Recruitment 2023
নিয়মে গাফিলতির অভিযোগ-
৪/৭: নিয়ন্ত্রণ এবং দুর্বল ফাইনান্স ছাড়াও স্থানীয় নেতাদের হস্তক্ষেপের সম্মুখীন হতে হচ্ছে বেশিরভাগ কো-অপারেটিভ ব্যাংককে। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সঠিকভাবে নিয়ম না মেনে চলার সমবায় ব্যাংকগুলির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে শুরু করেছে। গত ১ বছরের মধ্যে মোট ৮ টি ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে। এবার চলুন সেই তালিকায় কোন কোন ব্যাংকের নাম রয়েছে তা জেনে নেওয়া যাক।
যে সমস্ত ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে তা হলো-
৫/৭:
- মুধল কো-অপারেটিভ ব্যাঙ্ক
- মিলথ কো-অপারেটিভ ব্যাঙ্ক
- শ্রী আনন্দ কো-অপারেটিভ ব্যাঙ্ক
- রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক
- ডেকান আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক
- লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক
- সেবা বিকাশ কো-অপারেটিভ ব্যাঙ্ক
- বাবাজি দাতে মহিলা আরবান ব্যাঙ্ক
৬/৭: প্রসঙ্গত উল্লেখ্য, অপর্যাপ্ত পুঁজি এবং ব্যাংকিং নিয়ন্ত্রণ আইনের নিয়মগুলি মেনে না চলার জন্য উক্ত ব্যাংকগুলির লাইসেন্স বাতিল করেছিল রিজার্ভ ব্যাংক। এছাড়াও ভবিষ্যতে এই ব্যাংকগুলি থেকে আয়ের কোনো সম্ভাবনা ছিল না বলা যায়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে, RBI গত কয়েক বছর ধরে কো-অপারেটিভ ব্যাংকিং সেক্টরগুলি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ২০২১-২২ সালে ১২ টি কো-অপারেটিভ ব্যাংক, ২০২০-২১ সালে ৩ টি কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং ২০১৯-২০ সালে ২ টি কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স রিজার্ভ ব্যাংক বাতিল করেছে।
৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 PAN Card: সবার প্যান কার্ডে লেখা থাকে ১০ টি নম্বর, ৯৯% মানুষ জানেন না এই নম্বরের অর্থ! জেনে নিন এখনই
👉 Govt Scheme: ৫০০০ টাকা পেয়ে যান এই প্রকল্পে আবেদন করেই! এই ভাবে করে ফেলুন আবেদন
👉 ৫০ হাজার টাকার বেশি প্রতিমাসে পাবেন! SBI-এর এই বাম্পার অফারটি জেনে নিন