৫ হাজারেরও বেশি পদে নিয়োগ! বিজ্ঞপ্তি প্রকাশ SSC-র, আবেদনের শেষ দিন কবে? জেনে নিন

(১/১২) রাজ্যে প্রতি বছরই এসএসসি ‘সিলেকশন পোস্ট পরীক্ষা’-র মাধ্যমে বিভিন্ন সরকারি মন্ত্রক/দফতর/অফিসে নির্দিষ্ট কিছু পদে প্রার্থীদের নিয়োগ করা হয়।

(২/১২) এই নিয়ে ‘সিলেকশন পোস্ট পরীক্ষা’ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (SSC)।

(৩/১২) গত মাসেই ‘সিলেকশন পোস্ট পরীক্ষা’-র নবম পর্যায়ের পরীক্ষার ‘অ্যাডিশনাল রেজাল্ট’ ঘোষণা করেছিল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। তবে এ বার একাদশ পর্যায়ের ‘সিলেকশন পোস্ট পরীক্ষা’ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন।

(৪/১২) এখানে ৫০০০-এরও বেশি শূন্যপদে নিয়োগের জন্য সম্প্রতি কমিশনের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিশনের তরফ থেকে এই নিয়ে পরীক্ষার আবেদন প্রক্রিয়াও একই সঙ্গে শুরু করা হয়েছে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

 👉 SSC: একটি প্রশ্নের উত্তর না দিয়েও চাকরি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল OMR শিট! দেখুন বিস্তারিত

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 আপনার কথায় উঠবে বসবে রেল! আরও সহজ হবে টিকিট বুকিং, এলো নতুন প্রযুক্তি

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 মাধ্যমিক পাশেই রাজ্যে ফের আশা কর্মী নিয়োগ চলছে, কি ভাবে আবেদন করবেন? জেনে নিন

(৫/১২) আগ্রহীদের পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখার জন্য এবং পরীক্ষায় আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য এসএসসি-র ওয়েবসাইটটি ফলো করুন।

(৬/১২) এই ব্যাপারে কমিশন জানিয়েছে, বিভিন্ন সরকারি বিভাগের জন্য এই পর্যায়ে মোট ৫,৩৬৯টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। তবে এক্ষেত্রে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

(৭/১২) এই পদে নিয়োগের পরীক্ষার সম্ভাব্য সময় আগামী জুন-জুলাই মাস। পরীক্ষায় আবেদন পত্র জমা করার শেষ তারিখ আগামী ২৭ মার্চ। আবেদনপত্রে কোনও ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করা যাবে আগামী ৩ থেকে ৫ এপ্রিল রাত ১১টার মধ্যে

(৮/১২) আবেদন করার জন্য পরীক্ষার্থীদের এসএসসি-র ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আবেদন জানানোর লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর আবেদন এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করতে হবে। এইভাবেই আবেদনপত্রটি পূরণ করে সঙ্গে আবেদন মূল্য জমা দিলেই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

(৯/১২) পরীক্ষায় আবেদনমূল্য হিসেবে পরীক্ষার্থীদের ১০০ টাকা জমা করতে হবে। আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন হল ২৮ মার্চ

Recruitment of more than 5 thousand positions! Notification Release of SSC, last date of apply

(১০/১২) পরীক্ষাগুলি হবে কম্পিউটার ভিত্তিক। এক্ষেত্রে পরীক্ষার্থীদের তিনটি ধাপে অব্জেক্টিভধর্মী মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (এমসিকিউ)-এর উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের।

(১১/১২) বিভিন্ন পরীক্ষার জন্য চাকরি প্রার্থীদের দশম, দ্বাদশ বা স্নাতক পাশের ন্যূনতম যোগ্যতা থাকা প্রয়োজন। এছাড়াও কম্পিউটার সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান এবং অন্যান্য দক্ষতা আবশ্যিক।

(১২/১২) প্রতি বছরই এসএসসি ‘সিলেকশন পোস্ট পরীক্ষা’-এর মাধ্যমে বিভিন্ন সরকারি মন্ত্রক/দফতর/অফিসে নির্দিষ্ট কিছু পদে প্রার্থীদের নিয়োগ করে। দেশের বিভিন্ন অঞ্চলে নানা পদে চাকরিপ্রার্থীদের নিয়োগের পরীক্ষাগুলির আয়োজন করে কমিশন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Pan Card ও Aadhaar Card নিয়ে বিরাট ঘোষণা! না মানলে ১০,০০০ হাজার জরিমানা! শীঘ্রই জেনে নিন

👉 পুরোনো ১০০ টাকার নোটে লুকিয়ে রয়েছে গভীর রহস্য! জানেন? জানলে বিস্মিত হবেন!

👉 Reliance Jio-র এই প্ল্যানে 900 GB ডেটা পাবেন! সারা বছর রিচার্জের টেনশন নেই

👉 কেন্দ্রীয় সরকারের বিশাল ঘোষণা! কার্যকর পুরনো পেনশন প্রকল্প, সরাসরি সুবিধা পাবেন!

👉 আপনার প্যান কার্ড আছে? ১০০০ টাকা জরিমানা এড়াতে এই নিয়ম মেনে চলুন! | Pan Aadhaar Link

Leave a Comment