চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে সরকারি পোষিত স্কুলে। শিক্ষক নিয়োগ করা হবে Basudevpur Kanya Gurukul-এ। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ হবে স্থায়ী পদে।
এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
শূন্যপদের সংখ্যা-
এখানে শিক্ষক নিয়োগ করা হবে ২টি শূন্যপদে। যে বিষয়ের জন্য এখানে শিক্ষক নিয়োগ করা হবে তা হলো-
- ইংরেজি (UR)
- গণিত (UR)
বয়সসীমা-
এই চাকরির আবেদনের জন্য আপনার বয়স হতে হবে ০১.০১.২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Income Tax Department Recruitment 2023
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
আবেদন প্রক্রিয়া-
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে।
আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতাসহ Epic, Aadhaar & PAN এবং ১ সেট স্বপ্রত্যায়িত প্রতিলিপি সহ রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে।
যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-
To the Headmistress, Basudevpur Kanya Gurukul (X-Class Girls High School), P.O. + P.S.: Nandakumar, Dist.: Purba Medinipur, Pin-721632
শিক্ষাগত যোগ্যতা-
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে ৫০% নম্বরসহ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। আপনার B.Ed থাকতে হবে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা নিয়মানুযায়ী নম্বরের ছাড় পাবেন।
গুরুত্বপূর্ণ তারিখ-
এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত ১১ জানুয়ারি, ২০২৩। বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এই চাকরির জন্য কেবলমাত্র মহিলারাই আবেদনযোগ্য।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Bandhan Bank Recruitment 2023
👉 এইবার ট্রেনে চড়তে গেলে মানতে হবে এই নিয়ম! নইলে জরিমানা! তার আগে জেনে নিন নিয়মগুলি
👉 বিপুল সংখ্যক শিক্ষকের পদ ফাঁকা রাজ্যের স্কুলগুলোতে! জেনেনিন ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ
👉 এতে আবেদন করলেই মিলবে ২ বছরের পড়াশোনার খরচ! কিভাবে আবেদন করবেন? দেখুন