Madhyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ! কি কি নির্দেশিকা? জানুন

১/১১: গত ২ বছর ধরে করোনা মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা অনেকটা ব্যাহত হয়। পড়ুয়াদের পড়াশোনাও প্রায় শিকেয় উঠেছিল। অফলাইন ক্লাসের বদলে পড়াশোনা হতো অনলাইন মাধ্যমে। গত ২ বছরে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ার দরুন রাজ্য শিক্ষাদপ্তর স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে চালু করেছে।

২/১১: বিশেষ পরীক্ষা নেওয়া হবে তৃতীয়, পঞ্চম, অষ্টম এবং দশম শ্রেণির পড়ুয়াদের। তাদের পড়াশোনার অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে তা জানার জন্যই এই পদক্ষেপ। এতে পড়ুয়ারা সমস্ত বিষয় ২ বার করে রিভাইস করে নিতে পারবে।

৩/১১: হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হবে নতুন বছর। আর নতুন বছর পড়তেই শুরু হবে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। শিক্ষাজীবনের সবথেকে বড়ো পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রত্যেকটি জেলায় মধ্যশিক্ষা পর্ষদ মনিটরিং কমিটি গঠন করলো।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 প্রতিটি স্কুলের জন্য এই ৭ দফা নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ! কি কি নির্দেশিকা? জেনে নিন।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 PMSS Scholarship 2022

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 দেশ ও রাজ্যের একাধিক ট্রেন বাতিল করল রেল! বিপদে পড়ার আগে দেখুন তালিকা

৪/১১: কিভাবে এই জেলা মনিটরিং কমিটি কাজ করবে তা নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে যে, জেলা আহ্বায়ক, সাব ডিভিশনাল আহ্বায়ক এবং সদস্যদের সাথে সমন্বয় রেখেই কাজ করা হবে।

নির্দেশিকায় কি বলা হয়েছে?‌

৫/১১: প্রত্যেকটি স্কুলে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে ঠিক কি কি ব্যবস্থা রাখতে হবে সেই বিষয়ে একটি নির্দেশিকা জারি করে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে যে, রাখতে হবে সিসিটিভি, শৌচাগার থাকবে পরিষ্কার–পরিচ্ছন্ন, শুদ্ধ পানীয় জল, পর্যাপ্ত আসবাবপত্র, বেঞ্চ, আলোর ব্যবস্থা– এই সমস্ত কিছু রাখতে হবে পরীক্ষাকেন্দ্রে।

৬/১১: এছাড়াও কোনো পরীক্ষার্থী অসুস্থ পড়লে তার জন্য আলাদা ঘর বরাদ্দ করতে হবে। পাশাপাশি তার পরীক্ষা দেওয়ার জন্য যাবতীয় সুষ্ঠু বন্দোবস্ত করতে হবে।

আর কি কি জানা গেছে?‌

৭/১১: কলকাতাসহ বিভিন্ন জেলার সমস্ত স্কুলগুলি ছাত্রছাত্রীদের পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে, মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই খবর পাওয়া গেছে। নিয়ম মাফিক মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা হয়েছে।

৮/১১: কয়েকটি বিদ্যালয় নিজেরা উদ্যোগ নিয়ে রি–টেস্ট করেছে। অর্থাৎ আরও একবার করে পরীক্ষা নিয়ে সমস্ত বিষয়গুলি রিভাইস দেওয়া হয়েছে। তার কারণ, গত ২ বছর ধরে করোনা মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা তথা স্কুলের পঠনপাঠন অনেকটা ব্যাহত হয়। এর ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পড়াশোনায় আরও জোর দেওয়ার জন্য এই রি–টেস্ট অর্থাৎ পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষাতেই নয়, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নেওয়া হয়েছে এই একই ব্যবস্থা।

৯/১১: প্রসঙ্গত, গত ২ বছর ধরে করোনা মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা অনেকটা ব্যাহত হয়। পড়ুয়াদের পড়াশোনাও প্রায় শিকেয় উঠেছিল। অফলাইন ক্লাসের বদলে পড়াশোনা হতো অনলাইন মাধ্যমে। গত ২ বছরে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ার দরুন রাজ্য শিক্ষা দপ্তর স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে চালু করেছে।

Madhyamik Exam 2023

১০/১১: বিশেষ পরীক্ষা নেওয়া হবে তৃতীয়, পঞ্চম, অষ্টম এবং দশম শ্রেণির পড়ুয়াদের। তাদের পড়াশোনার অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে তা জানার জন্যই এই পদক্ষেপ। এতে পড়ুয়ারা সমস্ত বিষয় ২ বার করে রিভাইস করে নিতে পারবে। মনে করা হচ্ছে যে এই রি–টেস্টের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার সময় খুব সহজেই ছাত্রছাত্রীরা সাফল্য পাবে।

১১/১১: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি, প্রকল্প ও লেটেস্ট আপডেট দেখুন 👇👇👇

👉 জানুয়ারি মাসেই বিরাট পরিবর্তন আনছে SBI! বিপদ এড়াতে আগেই জানুন এই নিয়ম

👉 বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে ৬,০০০ চাকরির ঘোষণা পশ্চিমবঙ্গে! প্রশিক্ষণ শেষেই চাকরি (Apply Now!)

👉 Aadhaar Update: আজই আধারে এই তথ্য আপডেট করুন! না হলে কোনও সরকারি সুবিধা পাবেন না

👉 West Bengal Health Recruitment 2022

Leave a Comment