Reliance Foundation Scholarship 2023 Apply Online, (রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩) Official Website
ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশাল সুখবর! নতুন প্রজন্ম অর্থাৎ শিশুরাই হলো আমাদের দেশের ভবিষ্যৎ। তাই শিশুদের ভালো করে পড়াশোনা শিখিয়ে তাদের মানুষের মত মানুষ করে তোলাই আমাদের দায়িত্ব। কিন্তু তা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আমাদের দেশের দরিদ্র মানুষরা ঠিকভাবে দুবেলা নিজেদের পেট চালাতে হিমশিম খায়। সেখানে ভালো করে পড়াশোনার কথা ভাবা তাদের কাছে শুধুই স্বপ্ন। তাই এই সমস্ত পরিবারের ছেলেমেয়েরা একটু বড়ো হওয়ার পরই এদিক ওদিক কাজ করতে শুরু করে দেয়। শৈশবকাল বলতে তাদের আর কিছু থাকে না। তাদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যায়।
সেই সমস্ত পড়ুয়ারাও যাতে ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে তাই প্রত্যেক বছর বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা নানা ধরনের স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। এবার একটি বেসরকারি সংস্থা এই সমস্ত পড়ুয়াদের জন্য একটি স্কলারশিপের (Reliance Foundation Scholarship 2023) ব্যবস্থা করেছে। বিশেষত সমাজের সুবিধাবঞ্চিত এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্যই এই স্কলারশিপ। তাহলে চলুন এই স্কলারশিপ সম্বন্ধে বিষদে জেনে নেওয়া যাক।
Reliance Foundation Scholarship 2023: Scholarship Name | রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩: স্কলারশিপের নাম
রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে পড়ুয়াদের যে স্কলারশিপ দেওয়া হবে তা হলো- Reliance Foundation Scholarship 2023। এই স্কলারশিপটি আনা হয়েছে দেশের স্বনামধন্য কোম্পানি JIO-এর কর্ণধার মুকেশ আম্বানি এবং নিতা মুকেশ আম্বানির তরফে রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা ধিরুভাই আম্বানির উদ্দেশ্যে। এই স্কলারশিপটি “Dhirubhai Ambani Scholarship” নামেও পরিচিত।
Reliance Foundation Scholarship 2023: Scholarship Ammount | রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩: বৃত্তির পরিমাণ
এই স্কলারশিপের অধীনে পড়ুয়াদের বার্ষিক ১২ হাজার ৫০০ থেকে ৪১ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। এছাড়াও স্নাতকোত্তর অথবা কারিগরি শিক্ষার ক্ষেত্রে ২ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হবে।
🔥আরও পড়ুন:
👉 Dhirubhai Ambani Scholarship 2023
🔥আরও পড়ুন:
👉 Vidyasaarathi Scholarship 2023
🔥আরও পড়ুন:
Reliance Foundation Scholarship 2023 Apply Online: | রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩: আবেদন প্রক্রিয়া
১) আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
২) প্রথমে আপনাকে রিলায়েন্স ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.scholarships.reliancefoundation.org-এ গিয়ে Application Portal অপশনে ক্লিক করতে হবে।
৩) তারপর আপনাকে ইমেল এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে।
৪) তারপর আপনার সামনে অনলাইন ফর্ম খুললে আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটিকে পূরণ করে আপনার যাবতীয় তথ্য ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
৫) এরপর আপনাকে ফর্মটিকে ‘Submit’ করতে হবে।
Reliance Foundation Scholarship 2023: Required Documents | রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র
এই স্কলারশিপে আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন তা হলো-
- আপনার উচ্চমাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার পরিবারের ইনকাম সার্টিফিকেট
- আপনার ব্যাংকের পাসবুক
- আপনার পাসপোর্ট সাইজের ছবি
Reliance Foundation Scholarship 2023: Eligibity | রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩: যোগ্যতা
১) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
২) আবেদনকারীদের উচ্চমাধ্যমিক পাশ করার পর ডিগ্রী/ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হবে।
৩) আবেদনকারী পড়ুয়াদের রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে স্কলারশিপের জন্য লেটার অফ এলিজিবিটি পাওয়া আবশ্যক।
৪) আবেদনকারীর বয়স ২০২৩ সাল অনুযায়ী ২০ বছর হতে হবে।
৫) আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় সাড়ে ৪ লক্ষ টাকার কম হতে হবে।
৬) বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য পরিবারের বার্ষিক আয়ের কোনো সীমাবদ্ধতা নেই।
Reliance Foundation Scholarship 2023: Important Date | রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখ
রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে প্রত্যেক বছর CBSE এবং দেশের সমস্ত রাজ্যের শিক্ষা বোর্ডের বার্ষিক ফলাফল প্রকাশের পর সাধারণত মে-জুন মাসে এই স্কলারশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 TSDPL Silver Jubilee Scholarship Apply Online
👉 Atal Bihari Vajpayee Scholarship 2023
FAQ: Reliance Foundation Scholarship 2023 (রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩)
Q: Reliance Foundation Scholarship 2023 (রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩)-এ আবেদন কিভাবে করতে হবে?
Ans: অনলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Reliance Foundation Scholarship 2023 (রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩)-এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: উচ্চমাধ্যমিক পাশ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Reliance Foundation Scholarship 2023 (রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩)-এ আবেদনের জন্য পরিবারের বার্ষিক আয় কত হতে হবে?
Ans: বার্ষিক সাড়ে ৪ লক্ষ টাকার কম। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)