এইভাবে এবার ফ্রীতে জিতে নিন ইন্টারনেট ডেটা! Reliance Jio আনল এই আকর্ষণীয় অফার

রিলায়েন্স কোম্পানি (Reliance Jio) মাঝে মধ্যেই গ্রাহকদের মনোরঞ্জনের জন্য দারুন কিছু অফার নিয়ে আসে। সেখানে গ্রাহকদের জন্য বিভিন্ন সময়ে নানা রকম অফার দেওয়া থাকে। কখনো অধিক নেটের বা কখনো আনলিমিটেড কলের। অধিকাংশ ক্ষেত্রেই নেটের অফার দেওয়া হয়।

সম্প্রতি রিলায়েন্স (Reliance) কোম্পানি এমনই এক অফার নিয়ে হাজির হয়েছে। এ অফারে প্রত্যেক জিও (Jio) সিম ব্যবহারকারী গ্রাহক ১ জিবি মোবাইল ডেটা বিনামূল্যে পেতে চলেছে। কয়েকটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে গ্রাহকরা  গ্রাহকরা এই ডেটা পেয়ে যাবে। রেলাইন্স কোম্পানি ঘোষণা করেছে অ্যান্ড্রয়েড-এর পাশাপাশি আইফোন ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন।

আপনিও যদি একজন জিও সিমের (Jio Sim) গ্রাহক হয়ে থাকেন তবে আপনিও পেতে পারেন রিলায়েন্স কোম্পানি প্রদত্ত এই সুন্দর অফারটি। এর জন্য আপনাকে মাই জিও অ্যাপে জিও এনগেজ সেকশন  এ যুক্ত হতে হবে। এবং এখান থেকেই আপনি ১ জিবি মোবাইল ডেটা পেয়ে যাবেন।

🔥 আরও পড়ুন:

এই কাজ দ্রুত না করলে রেশনে আর ফ্রি-তে চাল-গম পাবেন না!

🔥 আরও পড়ুন:

👉 Cyclone Mocha Landfall Timing: ঘূর্ণিঝড় মোখার ল্যান্ডফল ঠিক কখন হবে? সময় জানাল হাওয়া অফিস

🔥 আরও পড়ুন:

👉 Business Ideas: ১ লাখ টাকা মাসে আয় করুন ৫ ঘন্টা কাজ করেই! জেনে নিন পদ্ধতি

এই মাই জিও অ্যাপটি একটি ওয়ান স্টপ সলিউশন। এখন থেকে একাধিক সুবিধা ও পরিষেবা পাওয়া যায়।  রিচার্জ করা থেকে শুরু করে মিউজিক, গেমস, মোবাইল ব্যাংকিং, নিউজ আপডেট, স্বাস্থ্য পরিষেবা সহ আরো অনেক কিছুর পরিষেবা মেলে।

বিনামূল্যে কিভাবে এই ১ জিবি ডেটা পাবেন?

  • প্রথমে আপনার ফোনে মাই জিও অ্যাপটি ইন্সটল করে নিন অথবা যদি ইন্সটল করা থাকে তাহলে আপডেট করে নিন।
  • এরপর মাই জিও অ্যাপ খুলে জিও এনগেজ অফসানে যান।
  • সেখানে থাকা জিও এনগেজ বিভাগের অধীনে ‘গেমস ক্রিকেট’ ব্যানার দেখা যাবে।
  • সেখানে নির্দেশ মত আপনার কিছু তথ্য আপনাকে লিপিবদ্ধ করতে হবে।
  • এরপর সেখানে আপনাকে একটি বস্তুর চিত্র অনুমান করতে বলা হবে। সঙ্গে ক্রিকেট সম্পর্কিত কয়েকটি সহজ প্রশ্ন করা হবে
reliance jio free internet data offer

আপনি যদি এই সমস্ত প্রক্রিয়াগুলি সঠিকভাবে সম্পন্ন করতে পারেন তবে রিলায়েন্স কোম্পানির পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন এক জিবি ডাটা সম্পূর্ণ বিনামূল্যে।

এর সঙ্গে সঙ্গে রিলায়েন্স কোম্পানি ১ জিবি ডেটা জেতার সুযোগ ছাড়াও গ্রাহকদের আরেকটি বিশেষ আকর্ষণীয় উপহার দিতে চলেছে। যদি এই গেমটি কোন গ্রাহক জিততে পারে তাহলে সে সপরিবারে সিঙ্গাপুর ভ্রমণ করতে যাওয়ার সুযোগ হবে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই

👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

Leave a Comment