১/১১: Jio 5G Welcome Offer-এর অধীনে দেশের শীর্ষে থাকা টেলিকম অপারেটরটি তাদের ইউজারদের আনলিমিটেড 5G ডেটা অফার করছে ১ GBPS থেকেও বেশি স্পিডে।
২/১১: গতবছর অর্থাৎ ২০২২ সালের ১ অক্টোবর প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদির উপস্থিতিতে নয়াদিল্লির প্রগতি ময়দানে ষষ্ঠতম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেন্টে (IMC 2022) ভারতে চালু করা হয়েছে 5G পরিষেবা। আর এরপরই Reliance Jio একাধিক শহরে পঞ্চম প্রজন্মের এই নেটওয়ার্ক সার্ভিস পৌঁছে দিয়েছে।
৩/১১: ভারতের ২০০ টিরও বেশি শহরে সংস্থাটি ইতিমধ্যেই এই পরিষেবা উপলব্ধ করেছে। এর মধ্যে রয়েছে কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, দিল্লি। এর ফলে ভারতের নির্বাচিত কিছু শহরের Jio গ্রাহকরা তাদের 4G সিমের মারফতই সম্পূর্ণ বিনামূল্যে হাই-স্পিড জিও ট্রু 5G (Jio True 5G) সার্ভিস ব্যবহার করতে পারছেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Jio FREE Data: 87 GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে! ১২ মার্চ পর্যন্ত Reliance Jio-র দুর্ধর্ষ অফার
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/১১: ইউজারদের জন্য Jio 5G Welcome Offer-এর অধীনে দেশের শীর্ষে থাকা টেলিকম অপারেটরটি ১ GBPS থেকেও বেশি স্পিডে আনলিমিটেড 5G ডেটা অফার করছে। তবে যেসমস্ত শহরে বর্তমানে Jio-এর 5G পরিষেবা উপলব্ধ রয়েছে, সেই সমস্ত জায়গার 5G হ্যান্ডসেটের মালিকরাই শুধুমাত্র এই সুবিধা পাবেন।
৫/১১: 5G প্ল্যান লঞ্চ করার কথা সংস্থাটি এখনও পর্যন্ত ঘোষণা করেনি। তাই ওয়েলকাম অফারের অধীনে 5G হ্যান্ডসেটের মালিকরাই আপাতত এই সুবিধা পাবেন। তাহলে চলুন পঞ্চম প্রজন্মের এই দুরন্ত গতির নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
বিষয় তালিকা
Jio 5G Welcome Offer কিভাবে এক্সেস করা যাবে?
৬/১১: আপনাদের আগেই জানিয়েছি যে, এই পরিষেবা যে সমস্ত জায়গায় উপলব্ধ রয়েছে এবং যে সমস্ত গ্রাহকের কাছে 5G হ্যান্ডসেট রয়েছে কেবলমাত্র তারাই স্বয়ংক্রিয়ভাবে এই ওয়েলকাম অফারের আপগ্রেড পেয়ে যাবে। অর্থাৎ একটি 5G হ্যান্ডসেট থাকলেই কোনরকম নতুন সিম ছাড়াই, ইউজাররা পঞ্চম প্রজন্মের এই দুরন্ত গতির নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এর জন্য তাদেরকে আলাদা করে অন্য কোনো পদ্ধতি অনুসরণ করতে হবে না।
Jio True 5G পরিষেবা কারা ব্যবহার করার সুযোগ পাবেন?
৭/১১: এইক্ষেত্রে আপনাদের বলে রাখি যে, সমস্ত জিও ব্যবহারকারী এই পরিষেবা নেওয়ার সুযোগ পাবে না। বর্তমানে যে সমস্ত শহরে Jio 5G পরিষেবা উপলব্ধ রয়েছে, সেই সমস্ত জায়গায় বসবাসকারী কিছু নির্বাচিত ভাগ্যবান গ্রাহককে ইতিমধ্যেই জিও 5G সার্ভিস ব্যবহার করার জন্য ইনভিটেশন পাঠাতে শুরু করে দিয়েছে।
৮/১১: গ্রাহকরা MyJio অ্যাপে গিয়ে চেক করে দেখে নিতে পারেন, এই ধরনের কোনো নোটিফিকেশন তারা পেয়েছেন কিনা। এই নোটিফিকেশন যাদের কাছে এসেছে, তারা এই অ্যাপে উপলব্ধ জিও ট্রু 5G ট্যাবে গিয়ে ‘Experience Jio True 5G’ লেখা একটি নীল রঙের বাটন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলেই ইউজাররা ওয়েলকাম অফার এনরোল করতে পারবেন। অর্থাৎ এই অ্যাপে যদি এরকম কোনো নোটিফিকেশন দেখতে পান, তাহলেই আপনি এই পরিষেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও এসএমএস এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও Jio ইউজারদের ইনভিটেশন পাঠানো হচ্ছে।
Jio True 5G সার্ভিস কিভাবে কিভাবে ফোনে অ্যাক্টিভেট করবেন?
৯/১১: দেশের ২০০ টিরও বেশি শহরে Jio-এর এই 5G পরিষেবা চালু হয়েছে। এই শহরগুলিতে বসবাসকারী ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে নিজেদের 5G ফোনে এই সার্ভিস পেতে শুরু করেছেন। স্বয়ংক্রিয়ভাবে যারা এই সিগনাল পাচ্ছেন না, তাদেরকে তাদের ফোনের নেটওয়ার্ক সেটিংসে গিয়ে ‘Preffered Network Type’ অপশনে গিয়ে ‘5G Only’ অপশনটি সিলেক্ট করতে হবে।
১০/১১: অনেক ইউজার অভিযোগ জানিয়েছেন যে, এই অপশনটি সিলেক্ট করলে ইন্টারনেট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, স্মার্টফোনের ব্যাটারিও প্রচুর পরিমাণে ক্ষয় হচ্ছে। আপনি যদি পরিস্থিতির হাত থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনাকে 4G অপশনটি সিলেক্ট করতে হবে। তবে 5G কানেক্টিভিটির জন্য আপনাকে ‘5G Only’ অপশনটি সিলেক্ট করতে হবে।
১১/১১: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 DA Update: অবশেষে DA বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রাজ্য সরকারী কর্মীদের! কত টাকা বাড়ছে বেতন? নতুন নিয়ম জেনে নিন।
👉 Atal Bihari Vajpayee Scholarship 2023