RRB Group D Admit Card 2022, RRB Group D Admit Card Download, RRB Group D Exam Date 2022
এবারে আপনি ডাউনলোড করতে পারবেন আগামী ২৬ আগস্ট তারিখ থেকে যে পরীক্ষা শুরু হবে তার অ্যাডমিট কার্ড। এছাড়াও আরআরসি কলকাতা, আরআরসি জব্বলপুর, আরআরসি এলাহাবাদ, আরআরসি বিলাসপুরের ক্ষেত্রে ই-কল লেটার ও এক্সাম সিটি স্লিপের ব্যবস্থা করা হয়েছে।
বিষয় তালিকা
RRB Group D Admit Card 2022: আরআরবি গ্রুপ ডি অ্যাডমিট কার্ড ২০২২
আরআরবি গ্রুপ-ডি-এর দ্বিতীয় ধাপের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হলো। আগামী ২৬ আগস্ট তারিখ থেকে যে পরীক্ষা শুরু হবে তার অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। আরআরসি কলকাতা, আরআরসি জব্বলপুর, আরআরসি বিলাসপুর, আরআরসি এলাহাবাদের ক্ষেত্রে ই-কল লেটার ও এক্সাম সিটি স্লিপের ব্যবস্থা করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে।
RRB Group D Admit Card Download | আরআরবি গ্রুপ ডি অ্যাডমিট কার্ড ২০২২: ডাউনলোড প্রক্রিয়া
১) আপনি যদি এই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান তাহলে আপনাকে প্রথমে ‘RRB Group D Admit Card Download’ অপশনে ক্লিক করতে হবে। (নিম্নে সরাসরি ডাউনলোডের লিঙ্ক দেওয়া হয়েছে)
২) এরপর সেখানে ‘Candidate Login’ অপশনে ক্লিক করে আপনার জন্মের তারিখ এবং আপনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনাকে লগইন করতে হবে।
৩) এরপর আপনার সামনে আপনার অ্যাডমিট কার্ডটি দেখাবে। সেটিকে ডাউনলোড করে নিতে হবে। যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন এই অ্যাডমিট কার্ডটি সঙ্গে নিয়ে আপনাকে পরীক্ষা দিতে যেতে হবে।
২৬ আগস্ট অর্থাৎ আগামী শুক্রবার আরআরবি গ্রুপ-ডি-এর কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CEN No. RRC-01/2019) হবে এবং এই পরীক্ষা চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই পরীক্ষার জন্য আবেদনকারী প্রার্থীর সংখ্যা প্রায় ১.১৫ লক্ষ। এই আরআরবি গ্রুপ-ডি পরীক্ষার মাধ্যমে প্রায় ১.০৩ লক্ষ শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে রেল কর্তৃপক্ষ।
রেল কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রেলের সর্বমোট পাঁচটি রিক্রুটমেন্ট সেলের অধীনে ভারতের বিভিন্ন শহরে এই পরীক্ষার দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে- দক্ষিণ-পূর্ব-মধ্য রেল (বিলাসপুর), উত্তর-পশ্চিম রেল (জয়পুর), দক্ষিণ-পূর্ব রেল (কলকাতা), পশ্চিম-মধ্য রেল (জব্বলপুর) এবং উত্তর-মধ্য রেল (এলাহাবাদ)। এছাড়াও অবশিষ্ট ধাপের পরীক্ষার সময়সূচি পরবর্তীকালে প্রকাশ করা হবে।
👉 RRB Group D Admit Card 2022 Download (ডাউনলোড করুন)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Reliance JIO Recruitment 2022
🔥 State Bank of India Recruitment 2022
🔥 Kolkata Metro Manager Recruitment 2022
🔥 BSF Head Constable Recruitment 2022
কেন্দ্রীয় সরকারের চাকরি:
কেন্দ্র সরকার আগামী দেড় বছরের মধ্যে প্রায় ১০ লক্ষ কর্মী নিয়োগ করতে চলেছে। কেন্দ্রীয় দপ্তরের অধিকারিকগণ জানিয়েছেন যে বিশেষত গ্রুপ-বি ও গ্রুপ-সি বিভাগের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
সম্প্রতি কেন্দ্রীয় দপ্তরের পক্ষ থেকে একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় ৯৭৯,৩২৭ শূন্যপদ রয়েছে। গ্রুপ-এ বিভাগে মোট শূন্যপদের সংখ্যা ২৩,৪৫৪। গ্রুপ-বি বিভাগে সর্বমোট ১১৮,৮০৭ টি শূন্যপদ রয়েছে এবং গ্রুপ-সি বিভাগে মোট শূন্যপদের সংখ্যা ৮৩৬,৯৩৬ টি। কেন্দ্রীয় সরকারের শূন্যপদ পূরণ এবং নতুন পদ তৈরির দায়িত্বে রয়েছেন কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তর অথবা সংশ্লিষ্ট মন্ত্রক। সমস্ত দপ্তর এবং মন্ত্রককে নির্দিষ্ট সময়ের মধ্যে শূন্যপদ পূরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কেন্দ্রীয় সরকারের নিয়োগ এই চারটি বিভাগেই হয়ে থাকে। এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক আধিকারিক কর্তৃক জন্য গিয়েছে যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি টাস্ক ফোর্সও তৈরি করা হয়েছে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇