১/৮: সম্প্রতি কেন্দ্রীয় রেল মন্ত্রক সকল বেকার ভারতীয় নাগরিকদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে। ভারতীয় রেল বিভাগের (Indian Railway) অধীনে বর্তমানে মোট ‘গ্ৰুপ সি’ পদের সংখ্যা হলো প্রায় ১৪ লক্ষেরও অধিক। এতে এখনও প্রায় ৩ লক্ষ শূন্যপদ আছে ট্র্যাকপার্সন, পয়েন্টসম্যান, বিদ্যুৎকর্মী, সিগনাল এবং টেলিফোন অপারেটিং, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান্স, করণিক, গার্ড বা ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, টিকিট কালেক্টর পদের জন্য।
২/৮: কম কর্মচারী থাকার ফলে কাজের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। রেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে। তাই এই বিপুল শূন্যপদে পূরণ করার লক্ষ্যে ভারতীয় রেল বিভাগ কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য তোড়জোড় চালাচ্ছে। ফলত এটা বলা যেতে পারে যে, যদি একসাথে ৩ লক্ষ্য শূন্যপদে নিয়োগ হয় তবে দেশের বেকারত্ব এক ধাক্কায় অনেকটাই কমবে।
৩/৮: গত ২ বছর ধরে করোনা মহামারির কারনে অন্যান্য সরকারি সংস্থার মতোই ভারতীয় রেলে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ন বন্ধ ছিল। তাই এই ৩ লক্ষ শূন্যপদের সৃষ্টি হয়েছে। তবে সময়ের সাথে সাথে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবুও কেন্দ্রীয় সরকার শূন্যপদগুলি পূরণ করার জন্য কোনো তাগিদ দেখায়নি। বরং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন করে “বন্দে ভারত” সহ আরও কয়েকটি বুলেট ট্রেন চালু করা হয়েছে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৩০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার, কোন পদে কী যোগ্যতা প্রয়োজন? জেনে নিন নিন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 WB Volunteers Recruitment 2023
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Card: আধার কার্ডের এই কাজ এক্ষুনি করুন! না হলে সমস্যায় পড়তে পারেন
৪/৮: একদিকে ট্রেনের সংখ্যা বাড়ছে অন্যদিকে কমছে কর্মীর সংখ্যা। কর্মী সংখ্যা কম থাকার ফলে চাপ পড়ছে কর্মরত কর্মীদের। রীতিমত ডবল শিফট করেও কাজ চালানো মুসকিল হয়ে যাচ্ছে।
৫/৮: এই প্রসঙ্গে এক উচ্চপদস্থ কর্মচারী কর্মী জানিয়েছেন যে, এই সমস্যার বিষয়টি ভারতীয় রেলমন্ত্রী অস্বিনী বৈষ্ণবসহ অন্যান্য উর্ধ্বতন কর্তৃপক্ষ জানলেও কোনো সমাধান হয়নি। অপরদিকে, তাদের চিন্তাধারা হলো রেলকে বেসরকারি করার। তার সাথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “বন্দে ভারত” সহ একাধিক বুলেট ট্রেন চালু করে ভারতীয় রেলকে আরও বেশি বিলাসবহুল করার চেষ্টা চালাচ্ছে।
৬/৮: এই সমস্ত কারনে বিরোধী দলনেতাদের বক্তব্য হল এই যে, মোদি সরকারের এই কাজকর্ম হল ভোট কেনার পদ্ধতিমাত্র। তবে রেলমন্ত্রী অস্বিনী বৈষ্ণবের মতামত অনুযায়ী, অবিলম্বে এই শূন্যপদের জন্য নিয়োগ করা উচিত।
৭/৮: রাজ্যসভায় অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেছেন যে, অতি দ্রুত যেন ভারতীয় রেল বিভাগের অধীনে নিরাপত্তা এবং টেকনিক্যাল শাখায় তৈরি হওয়া শূন্যপদগুলি পূরণ করা হয়। কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রকাশ করে কবে এই বিপুল নিয়োগ করা হবে, সেই সম্পর্কে কোনো খবর পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে যে খুব শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 WB Health Recruitment 2023 Apply Online, Official Notice Pdf Download
👉 সরাসরি SBI-তে প্রচুর বেতনে নিয়োগ চলছে! দেরি না করে এখনই আবেদন করে ফেলুন!
👉 Post Office Recruitment 2023 Apply Online
👉 IDBI Bank Recruitment 2023 Apply Online