🔥Sabuj Sathi Scheme : এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে ‘সবুজ সাথী’-এর সাইকেল!

Cycle Of Sabuj Sathi Scheme Sold : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)-এর সাধের প্রকল্প সবুজসাথীর (Sabuj Sathi Scheme)সাইকেল এখন বিক্রি হচ্ছে ১০০-১৫০ টাকায়!

sabuj sathi scheme
প্রতীকী ছবি

Sabuj Sathi Scheme : এখন ১০০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল

এই ব্যাপারে এক ফেরিওয়ালাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সাইকেল খুব খারাপ অবস্থায় রয়েছে। সেকরণে বিক্রি করে দিচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)-এর অত্যন্ত সাধের প্রকল্প হলো সবুজ সাথী প্রকল্প (Sabuj Sathi Scheme)। তিনি পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্য তাদের হাতে সাইকেল তুলে দেওয়ার উদ্যোগে এই প্রকল্প শুরু করেছিলেন।

কিন্তু বাস্তবের ছবিটা একটু ভিন্ন ধরনের। নদিয়া জেলার কৃশনগঞ্জ ব্লকে দেখা গিয়েছে সেই সবুজ সাথীর সাইকেল বিক্রি হচ্ছে ১০০-১৫০-২০০ টাকা দরে। এমন পরিস্থিতির কারণ কি? পড়ুয়ারা সবুজ সাথীর সাইকেল এমন করে কেন বিক্রি করে দিচ্ছে ফেরিওয়ালার কাছে? এমও দেখা গিয়েছে এই সাইকেলগুলি বাতিল সামগ্রী হিসেবেই বিক্রি করে দেওয়া হচ্ছে।

এবিষয়ে সাইকেল ক্রেতা এক ফেরিওয়ালা বলেন, সাইকেলগুলির অবস্থা খুবই খারাপ। সাইকেলগুলি বাড়িতেই পড়ে  থাকতো। সেই কারণেই নাকি বিক্রি করে দিচ্ছে। এই সাইকেল সারাতে দরকার হাজার টাকা। সারাতে না পেরেই  সাইকেলগুলি বিক্রি করে দিচ্ছে।

ওপর এক ফেরিওয়ালা বলেন সাইকেলের কোনো কিছুই নেই, ২০০ টাকায় কিনেছি। বিক্র করবো ২২০ টাকায়।

🔥আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হন

🔥আমাদের Face Book পেজের সাথে যুক্ত হন

🔥আমাদের লেটেস্ট আপডেট দেখুন 

 

 

 

 

Leave a Comment