SAIL Recruitment 2022: ১,৮০,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতনে স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে নিয়োগ, (Apply Now!)

SAIL Recruitment 2022, SAIL Recruitment 2022 Apply Online, Steel Authority of India Limited, Steel Authority of India Recruitment 2022, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি Steel Authority of India Limited-এর (SAIL Recruitment 2022) পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে  কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

SAIL Recruitment 2022 | স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২

🔥 Organization Name (সংস্থার নাম)Steel Authority of India Limited (SAIL)
🔥 Post Details (পোস্টের নাম)ম্যানেজমেন্ট ট্রেইনি (টেকনিক্যাল)
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)২৪৫টি
🔥 Salary (বেতন)৫০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত 
🔥 Job Location (চাকরির স্থান)সমগ্র দেশে (ইন্ডিয়া)
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)sail.co.in

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে (Steel Authority of India Limited Recruitment) প্রচুর কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি। 

SAIL Recruitment 2022: Vacancy Details  | স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২: পদের নাম    

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Mechanical Engineering ৬৫টি 
🔥 Metallurgical Engineering ৫২টি 
🔥 Electrical Engineering ৫৯টি 
🔥 Instrumentation Engineering ১৩টি 
🔥 Mining Engineering ২৬টি 
🔥 Chemical Engineering ১৪টি 
🔥 Civil Engineering ১৬টি 

আরও পড়ুন: 👇👇👇

🔥 Latest Scholarships 2022

🔥 Teacher Recruitment

🔥RRB Recruitment 2022

SAIL Recruitment 2022: Age limit | স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২: বয়স সীমা

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ২৩.১১.২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে। এছাড়াওআপনি যদি SC/ST শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৫ বছর এবং যদি আপনি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৩ বছর বয়সের বয়স ছাড় পাবেন।

SAIL Recruitment 2022: Selection Process | স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২ : নিয়োগ প্রক্রিয়া   

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (GATE) পরীক্ষার নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। এরপর প্রার্থীদের গ্রুপ ডিসকাশন করা হবে। সবশেষে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

SAIL Recruitment 2022: Salary | স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২: বেতন  

এই চাকরির জন্য কর্মীদের ৫০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

SAIL Recruitment 2022 Apply Online: | স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া  

১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।

৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।

৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।

৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।

৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।

SAIL Recruitment 2022: Required Documents  | স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র  

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

SAIL Recruitment 2022: Application Fees | স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২ : আবেদন মুল্য  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ৭০০ টাকা আবেদন মুল্য দিতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ২০০ টাকা আবেদন মুল্য দিতে হবে।

SAIL Recruitment 2022: Education Qualification | স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২: শিক্ষাগতযোগ্যতা  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Education Qualification (শিক্ষাগত যোগ্যতা)
🔥 Mechanical Engineering মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল অটোমেশন ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং
🔥 Metallurgical Engineering ম্যাটেরিয়াল সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি, মেটালারজিকাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল মেটালারজি
🔥 Electrical Engineering ইলেকট্রিক্যাল ইঞ্জনিয়ারিং,ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম ইত্যাদি।
🔥 Instrumentation Engineering ইলেকট্রিক্যাল ইঞ্জনিয়ারিং,ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম এবং হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং
🔥 Mining Engineering মাইনিং ইঞ্জনিয়ারিং/ টেকনোলজি, মাইনিং এবং মেসিনারি ইঞ্জনিয়ারিং, মিনারেল ইঞ্জিনিয়ারিং
🔥 Chemical Engineering কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি, ইলেক্ট্রো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 
🔥 Civil Engineering সিভিল ইঞ্জিনিয়ারিং 
SAIL Recruitment 2022

SAIL Recruitment 2022: Important Dates | স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ  

  • আবেদন শুরু তারিখ: ০৩.১১.২০২২ অর্থাৎ ৩ নভেম্বর ২০২২ তারিখ
  • আবেদনের শেষ তারিখ: ২৩.১১.২০২২ অর্থাৎ ২৩ নভেম্বর ২০২২ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
SAIL Recruitment 2022 Apply Online আবেদন করুন
SAIL Recruitment 2022 Official Notice ডাউনলোড করুন
SAIL Recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇 

🔥 Latest Scholarships 2022

🔥 Teacher Recruitmen

🔥RRB Recruitment 2022

🔥 Darjeeling Sub Divisional Recruitment 2022

🔥 ATM ব্যবহারের নিয়মে বড়সড় বদল আনল RBI! দেখে নিন এই নতুন নিয়ম!

FAQ: SAIL Recruitment 2022 (স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২)

Q: SAIL Recruitment 2022 (স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ২৩ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: SAIL Recruitment 2022 (স্টিল অথরিটি অফ ইন্ডিয়া  নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: SAIL Recruitment 2022 (স্টিল অথরিটি অফ ইন্ডিয়া  নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ২৮ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment