SBI Asha Scholarship 2022 | এসবিআই আশা স্কলারশিপ ২০২২: ১৫,০০০ টাকা করে পেয়ে যাবেন SBI স্কলারশিপে আবেদন করে! (Apply Now!)

SBI Asha Scholarship 2022, SBI Asha Scholarship 2022 Apply Online, SBI Asha Scholarship 2022 Official Website, State Bank of India Asha Scholarship 2022, এসবিআই আশা স্কলারশিপ ২০২২

গোটা দেশে এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা অর্থনৈতিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে পিছিয়ে পড়ে। সেই সমস্ত ছাত্রছাত্রী যাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে তাই তাদের SBI ফাউন্ডেশন কর্তৃক SBI আশা স্কলারশিপ (SBI Asha Scholarship) দেওয়া হয়। যাতে ভবিষ্যতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিবার এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে। এই স্কলারশিপ ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা পাবেন। অন্যান্য স্কলারশিপে আবেদন করলেও আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এটিই হলো এই স্কলারশিপের বিশেষত্ব। আপনি যদি আপনার পরিবারের আর্থিক অবস্থার কারণে উচ্চশিক্ষা গ্রহণে বাঁধার সম্মুখীন হয়ে থাকেন তাহলে SBI আশা স্কলারশিপ এর অনুদানের জন্য আবেদন করে ফেলুন। তাহলে চলুন এই স্কলারশিপ সম্বন্ধে বিষদে জেনে নেওয়া যাক।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

SBI Asha Scholarship 2022: Qualification | এসবিআই আশা স্কলারশিপ ২০২২: যোগ্যতা

১) এই স্কলারশিপের জন্য আবেদনকারী ছাত্রছাত্রীদের ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে।

২) এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারী ছাত্রছাত্রীকদের পূর্ববর্তী পরীক্ষায় ৭৫% নম্বর পেতে হবে।

৩) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় হতে হবে ৩ লক্ষ টাকা অথবা তার কম।

৪) এই স্কলারশিপে আবেদনকারী ছাত্রছাত্রীকে ভারতীয় নাগরিক হতে হবে।

SBI Asha Scholarship 2022: Scholarship Amount | এসবিআই আশা স্কলারশিপ ২০২২: বৃত্তির পরিমাণ

SBI আশা স্কলারশিপের জন্য নির্বাচিত পড়ুয়াদের বছরে ১৫,০০০ টাকা দেওয়া হবে।

SBI Asha Scholarship 2022 Apply Online | এসবিআই আশা স্কলারশিপ ২০২২: আবেদন প্রক্রিয়া

১) আপনি যদি এই SBI আশা স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।

২) অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program?ref=FeaturedRightBlock-এ যেতে হবে। সরাসরি লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।

৩) এরপর আপনার সামনে যে পেজটি খুলবে তার নিচে ‘Apply Now’ অপশনে ক্লিক করতে হবে।

৪) এরপর রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আপনার নাম, ফোন নম্বর, বৈধ ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নির্ভুলভাবে পাসওয়ার্ড লিখে ‘Register’ অপশনে ক্লিক করতে হবে।

৫) এরপর আপনার প্রদত্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে। ওই OTP টি সঠিক স্থানে লিখে ‘Verify OTP’ অপশনে ক্লিক করতে হবে।

৬) এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে আপনার লিঙ্গ, রাজ্য এবং আপনি যে ক্লাসে পাঠরত তা লিখে ‘Update’ অপশনে ক্লিক করতে হবে।

৭) তারপর আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

৮) লগইন করার পর আপনার সামনে যে নতুন পেজটি আসবে সেখানে ‘Start Application’ অপশনে ক্লিক করতে হবে।

৯) এরপর আপনাকে নতুন পেজে আসা সঠিক অপশনগুলি নির্বাচন করে ‘Check Eligibility’ অপশনে ক্লিক করতে হবে।

১০) এরপর আপনার সামনে আবেদনের ফর্মটি আসবে। আবেদনের ফর্মটি ভালো করে ফিল আপ করে ‘Save And Continue’ অপশনে ক্লিক করতে হবে।

১১) এরপর আপনার যাবতীয় তথ্য, ব্যাংকের তথ্য এবং ডকুমেন্ট আপলোড করে ‘Save’ অপশনে ক্লিক করতে হবে।

১২) এরপর আপনার পরিবার সংক্রান্ত এবং অন্যান্য বিষয় সংক্রান্ত প্রশ্নগুলি পূরণ করে ‘Save And Continue’ অপশনে ক্লিক করতে হবে।

১৩) তারপর সমস্ত নথিপত্র আপলোড করার পর ‘Terms and Conditions’ গুলি ‘Accept’ এবং ‘Preview’ অপশনে ক্লিক করতে হবে।

১৪) এরপর আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।

SBI Asha Scholarship 2022: Required Documents | এসবিআই আশা স্কলারশিপ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র

এই স্কলারশিপে আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার পূর্ববতী পরীক্ষার মার্কশিট
  • আপনার পরিচয়ের প্রমাণপত্র (আধার কার্ড/ প্যান কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ ভোটার কার্ড)
  • আপনার নতুন শ্রেণীতে ভর্তির রশিদ
  • আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস
  • আপনার পরিবারের ইনকাম
  • সার্টিফিকেট
  • আপনার পাসপোর্ট সাইজের ছবি
SBI Asha Scholarship 2022

SBI Asha Scholarship 2022: Last Date of Apply | এসবিআই আশা স্কলারশিপ ২০২২: আবেদনের শেষ তারিখ

আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ১৫.১০.২০২২ অর্থাৎ ১৫ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে।

এরকম স্কলারশিপ সংক্রান্ত এবং অন্যান্য চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Apply Link আবেদন করুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 Sitaram Jindal Scholarship 2022

🔥 Swami Vivekananda Scholarship 2022

🔥 Oasis Scholarship 2022-23 

🔥 Tata Scholarship 2022

🔥 Vidyasaarthi Scholarship 2022

🔥 HDFC Scholarship 2022

🔥 Nabanna Scholarship 2022 | Uttarkanya Scholarship

🔥 Scholarship 2022 West Bengal

Leave a Comment