১/৯: অনেকেই স্কুল শিক্ষার ধারাবাহিকতার ক্ষতি নিয়ে অনেক কথাই বলছেন। তীব্র তাপপ্রবাহের কারণে ক্ষতি হচ্ছে পড়াশোনার। রাজ্য সরকার কতদিন ছুটি দেবে?
২/৯: বৈশাখ মাস পড়তে না পড়তেই দাবদাহে পুড়ছে মানুষ। এমনকি পয়লা বৈশাখও কাটাতে হয়েছে ৪২° সেলসিয়াসের উষ্ণতায়। বলা যায় কলকাতা এখন আগুনের গোলা হয়ে উঠেছে। জলীয় বাষ্পের প্রচন্ডতার জোরেই আবহাওয়ার এই অবস্থা। কলকাতার পাশাপাশি জেলাতেও মানুষ গরমে হাঁসফাঁস করছে। বিস্তারিত জানার আগে নিচে দেওয়া আমদের WhatsApp গ্রুপে যুক্ত হন নিয়মিত উরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য-
৩/৯: এই তাপপ্রবাহের জেরে গরমের ছুটি ৩ সপ্তাহ এগিয়ে ২ মে থেকে হওয়ায় ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। কতদিন ধরে ছুটি চলবে, সেই নিয়েও বাকবিতন্ডা চলছে। অনেকে আবার স্কুল শিক্ষার ধারাবাহিকতার ক্ষতি নিয়েও প্রশ্ন তুলছেন। এই দাবদাহের চাপে ক্ষতি হচ্ছে পড়াশোনা। কতদিন ছুটি দেবে রাজ্য সরকার?
🔥 আরও পড়ুন:
👉 WB School Holiday List: এতগুলো দিনের ছুটি ঘোষণা হলো স্কুলে! রইল তালিকা, এখনই দেখে নিন
🔥 আরও পড়ুন:
👉 অকেজো হতে চলেছে ডিজিটাল রেশন কার্ড! আজই এই কাজ করুন রেশন সামগ্রী পাওয়া সচল রাখতে।
🔥 আরও পড়ুন:
👉 Pan Aadhaar link: এই বিরাট পরিবর্তন আনা হলো প্যান-আধার কার্ড লিংক -এর নিয়মে! বিপদে পড়বার আগে জানুন
বিরোধিতা চলছে গরমের ছুটির-
৪/৯: করোনা মহামারীর সময় পড়াশোনার এমনিতেই অনেক ক্ষতি হয়ে গেছে। সেই কথা চিন্তা করে অনেকেই এই গরমের ছুটির বিরোধিতা করছেন। তাদের বক্তব্য অনুযায়ী, পড়ুয়াদের সকালে স্কুল করেও পড়ানো যেত। অনেকে আবার বলছেন যে, এই গরমে বাড়ির বাইরে এসে যদি পড়ুয়াদের কিছু হয়, তাহলেই তার চাপ পড়বে শিক্ষকদের ওপর।
৫/৯: দুপুরের স্কুল যদি সকালবেলা হয়, তাহলে যে সমস্ত শিক্ষকরা দূরে থাকেন, তারা সময়মতো স্কুলে উপস্থিত হতে পারবেন না। তাই শিক্ষা দপ্তর ২ মে থেকে ছুটির যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক।
কতদিন চলবে এই ছুটি?
৬/৯: শিক্ষাবর্ষের শুরুতে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল তা অনুযায়ী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি পড়ার কথা ছিল। কিন্তু এই তাপপ্রবাহের জেরে এই ছুটি ২ মে থেকে শুরু হওয়ায় সেসব করা মনে করছেন যে গরমের ছুটি অতিরিক্ত ২২ দিন বাড়বে। অর্থাৎ স্কুল ২ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১ মাস খুলবে না। তবে রাজ্য সরকার এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা করেনি।
৭/৯: প্রসঙ্গত উল্লেখ্য, বছরের শেষে নানা ধরনের উৎসবের জন্য স্কুলগুলিতে এখন দফায় দফায় ছুটি চলছে। এর মধ্যেই চলছে মর্নিং স্কুল। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, একাদশ এবং অন্যান্য স্কুলের পঠনপাঠনও প্রায় ২ মাস ধরে ব্যাহত হয়ে চলেছে।
৮/৯: শিক্ষা দপ্তর জানিয়েছে যে, এই আগাম ছুটির জন্য শিক্ষকরা স্কুল খোলার পর অতিরিক্ত ক্লাসেরও বন্দোবস্ত করবেন। একজন অভিভাবকের কথা অনুযায়ী, এই দীর্ঘ ছুটিতে পড়ুয়ারের যে পরিমাণ ক্ষতি হবে তা কখনোই পূরণ করা সম্ভব নয়।
৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 NBU Non Teaching Staff Recruitment 2023
👉 PAN Card: সবার প্যান কার্ডে লেখা থাকে ১০ টি নম্বর, ৯৯% মানুষ জানেন না এই নম্বরের অর্থ! জেনে নিন এখনই