School teacher recruitment 12489 job vacancy
(১/৮) চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর। সরকার ১২৪৮৯টি পদে নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে চলতি বছর ৬ মে থেকে। ইচ্ছুক প্রার্থীরা শীগ্রই আবেদন করতে পারেন।
(২/৮) শিক্ষক পদে শূন্যতা পূরণের জন্য এদিন এমনই একটি বিজ্ঞপ্তি জারি করল ছত্তিশগড় সরকার।এই বিজ্ঞপ্তি অনুযায়ী সকল যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারে। আপনিও যদি আবেদন করতে ইচ্ছুক হন তবে CG VYAPAM-এর অফিসিয়াল সাইট vyapam.cgstate.gov.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
(৩/৮) ছত্তিশগড়ের মন্ত্রী ডঃ প্রেমসাই সিং তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই বিজ্ঞপ্তিটি শেয়ার করেছে। তার টুইট করা এই বিজ্ঞাপন অনুসারে জানা গেছে স্কুল শিক্ষা দফতর মোট ১২ হাজার ৪৮৯ জন শিক্ষক (Teacher Recruitment) নিয়োগ করবে।
🔥 আরও পড়ুন:
বিরাট সুখবর! সরকারি কর্মীদের DA ও বেতন আবারও একসাথে বাড়তে চলেছে
🔥 আরও পড়ুন:
এবার রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই ভাবে আবেদন করতে হবে
🔥 আরও পড়ুন:
👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
(৪/৮) এর মধ্যে ৬,২৮৫ জন সহকারী শিক্ষক, ৫৭৭২ জন শিক্ষক এবং ৪৩২ জন প্রভাষক পদে নিয়োগ করা হবে। আগামী ৬ মে থেকে অনলাইন আবেদন শুরু হবে এবং ব্যাপম নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।
(৫/৮) এই পদে আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ৬ মে সকাল ১০টায়। নিচে অনলাইন আবেদনের সমস্ত প্রক্রিয়াগুলো বলা হল।
- প্রথমে CG VYAPAM-এর অফিসিয়াল সাইট vyapam.cgstate.gov.in-এ যেতে হবে।
- এরপর অনলাইন অ্যাপ্লিকেশনের অধীনে হোম পেজে উপলব্ধ শিক্ষক নিয়োগ লিঙ্কে ক্লিক করে নিজেকে নিবন্ধন করতে হবে।
- নিবন্ধন করা হয়ে গেলে আপনার একাউন্ট টিতে লগইন করতে হবে।
- এরপরে সেখানে থাকা আবেদনপত্রের সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। ফি পরিশোধ করে সব ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন।
(৬/৮) আপনার নিজের প্রয়োজনের জন্য এর একটি হার্ড কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখুন।
(৭/৮) ছত্তিশগড় পেশাগত পরীক্ষা বোর্ড এর দ্বারা এই পরীক্ষাটি পরিচালিত হবে। আপনি এই ব্যাপারে আরও জানতে ইচ্ছুক হোলে এর অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন।
(৮/৮) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই
👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন
👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার