১লা এপ্রিল থেকে স্কুল বন্ধ থাকবে, নোটিশ দিয়েই বিতর্কের মুখে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর!

(/১২) রাজ্যে ইতিমধ্যেই স্কুল বন্ধের নির্দেশ জারি করেছে শিক্ষা পর্ষদ। রোজা উপলক্ষে আগামী একমাস যাবত স্কুলে পঠন – পাঠন বন্ধ থাকবে। তবে এই নিয়ে বেরিয়ে এলো আবার এক নোটিশ।

(/১২) রাজ্যে আবার এক সরকারি স্কুল বন্ধের নোটিশ এলো। হুগলি জেলার স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকেরা হুগলির হরিপাল থানার বাহিরখন্ড গ্রামে এক নিম্নবুনিয়াদি প্রাইমারি স্কুল শিক্ষকের অভাবে সেখানে স্কুল বন্ধের নোটিশ দিতে এসেছিলেন। এই নিয়েই শুরু হয় বিতর্ক। সেখানকার স্থানীয় মানুষেরা আধিকারিকদের সঙ্গে বিতর্ক সৃষ্টি করে।

(৩/১২) একের পর এক ছুটির বাহানায় স্কুলগুলি প্রায় বন্ধ থাকছে বলে তারা দাবী জানায়। গত ২০২২ সালের শেষ দিকে থেকে এই ঘটনা বারংবার ঘটছে।এই নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা। সরকারের মতে স্কুলে ছাত্রদের সংখ্যা অনেক কম। সেখানে ছাত্র ছাত্রী যদি না থাকে তাহলে স্কুল চলবে কাদের নিয়ে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

১৫ লাখ টাকা মেয়েদের দেওয়া হবে জন্য বিয়ের জন্য! দারুন এই ঘোষণা করলো SBI

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ৮০০ টাকা করে বেকারদের বৃত্তি দিচ্ছে রাজ্য সরকার! আবেদন করলেই পাবেন টাকা

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Govt New Scheme: নগদ ৫০,০০০ টাকা পাবেন রাজ্যের এই নয়া প্রকল্পে আবেদন করলেই! বিস্তারিত জেনে নিন

(/১২) এই বিষয়টি শহরাঞ্চলে সবচেয়ে বেশি। শিক্ষাবিদ মহলের প্রশ্ন অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের সরকারি প্রতিষ্ঠানে না পাঠিয়ে বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে কেনো পাঠাচ্ছে?

সরকারী স্কুলগুলো কেনো বন্ধ হবে?

(/১২) গ্রামবাসীদের মতে কিলোমিটারের মধ্যে আরও টি স্কুল রয়েছে। তবে কেন এই স্কুলটিই বন্ধ করার নোটিশ এলো। এই স্কুলটির স্থাপিতকাল ১৯৯১ সাল। ক্লাস ফোর অবধি বাচ্চাদের নিয়ে এই স্কুলটি এখনও চলে আসছে।

(/১২) বর্তমানে স্কুলটি একেবারে শিক্ষক শূন্য হয়ে পড়েছে। প্রথমে তিনজন শিক্ষক নিয়ে এই স্কুলটি তৈরি হয় পরে সেখানে দুইজন শিক্ষক বদলি হয়ে যায়। গত ২০১৯ সাল থেকে মাত্র একজন শিক্ষকই পড়াচ্ছেন। ইতিমধ্যে তারও অবসরের সময় চলে এসেছে। এবার তিনি চলে গেলে বিদ্যালয়ে আর কোনো শিক্ষক অবশিষ্ট থাকবেন না।

(/১২) চলতি বছর এপ্রিল থেকে পাকাপাকিভাবে স্কুল বন্ধের নোটিশ নিয়ে হাজির হন সরকারি স্কুল শিক্ষা দফতরের অফিসাররা। অভিযোগ আসে,  তাদের আসার অভিপ্রায় শুনে ক্ষুব্ধ গ্রামবাসীরা এক ঘন্টা যাবত তাদের তালাবন্দি করে রাখেন।

(/১২) এই পরিস্থিতি সামালাতে সেখানে উপস্থিত হন সেখানকার পঞ্চায়েত প্রধান মিতা ঘোষের স্বামী গৌতম ঘোষ। কিন্তু, তাদের প্রতিও দুর্নীতির অভিযোগ তুলে, তাকেও আটকে রাখেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের এরূপ দাবিতে তৃণমূল নেতারা বলেন এখানে কোনো দুর্নীতির প্রশ্ন নেই।

(৯/১২) শিক্ষা পর্ষদ রাজ্যের শিক্ষাব্যাবস্থাকে আরও আকর্ষণীয় ভাবে ছাত্রদের কাছে পৌঁছে দিতে একের পর এক পথ নতুন পরিকল্পনা গ্রহণ করছে। তবুও সমগ্র রাজ্য জুড়ে বর্তমানে শিক্ষক দুর্নীতি রাজ্যের কাছে বড়ো একটি লজ্জার বিষয়।  রাজ্যে হাজার হাজার বেকার যুবক – যুবতীরা ঘুরে বেড়াচ্ছে। অথচ এই স্কুলগুলো শিক্ষক শূন্যতায় ভুগছে।

Schools will be closed from April 1, West Bengal Education Department in the face of controversy with the notice!

(১০/১২) গ্রাম বাসীদের এরূপ বিক্ষোভে একটা সিদ্ধান্তে এসেছে শিক্ষা পর্ষদ। এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে টেট পরীক্ষা করে আগের পাশ করা ক্যান্ডিডেটদের দিয়ে ইন্টারভিউও শুরু করে দিয়েছে।

(১১/১২) পর্ষদ ঘোষণা করেছে, এবার থেকে বছরে দুবার টেট হবে তাহলে শিক্ষকদের কমতি নিয়ে আর কোনো সমস্যা থাকবেনা। স্কুলে যোগ্য শিক্ষকের সংখ্যা বাড়লেও এবং সঠিক ভাবে পঠন পাঠন শুরু হলে ছাত্ররা স্কুলে আসতে চাইবে। পর্ষদ এই ভাবনাকে বাস্তবায়ন করতে চাইছে।

(১২/১২) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 সুবর্ণ সুযোগ! মাত্র ৬০ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার এই স্কিম আনল LIC! জানুন বিস্তারিত

👉 ৫০০০ টাকা করে রাজ্যের প্রত্যেক বেকার যুবক-যুবতীদের দিচ্ছে সরকার এই প্রকল্পের মাধ্যমে! এর লাভ উঠিয়ে নিন বিস্তারিত জেনে

👉সরাসরি লিখিত পরীক্ষা ছাড়াই IRCTC-তে কর্মী নিয়োগ চলছে! জেনে নিন বিস্তারিত, কলকাতাতেও পোস্টিং রয়েছে।

👉 আর্থিক ভাবে লাভবান হতে ৩১ মার্চের আগে এই কাজগুলো করুন, না হলে আফসোস করতে হবে!

Leave a Comment