Aadhaar link: এইসব প্রকল্পে আধার লিঙ্ক না করা থাকলে আর চলবে না! সতর্ক করে দিল নবান্ন

(১/৭) কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকার সাধারণ মানুষদের জন্য বিভিন্ন সময়ে অনেক রকম প্রকল্পের অবতারণা করে থাকেন। এই প্রকল্পগুলির পরিষেবা নেওয়ার সময় অনেক ধরনের চুরির ঘটনা ঘটে যেমন প্রকল্পের উপভোক্তা এর সুবিধা না পেয়ে অন্যজন এর ফায়দা উঠিয়ে নেয়

(/) তাই কেন্দ্রীয় সরকার এ বিষয়টি মাথায় রেখে এবার আধার লিঙ্ক (Aadhaar Link) করার নির্দেশ দিয়েছেন। এমনকি সকলের ক্ষেত্রে এই আধার লিংক বাধ্যতামূলক করা হয়েছে। 

(৩/৭) পূর্বেই কেন্দ্রীয় সরকার সকল রকমের সরকারি প্রকল্পের সুবিধা সঠিক ভাবে পাওয়ার জন্য দেশের সমস্ত নাগরিককে আধার কার্ড সংযুক্ত করতে বলেছিলেন এবার কেন্দ্রীয় সরকারের মতোই রাজ্য সরকারও একই রকমের উদ্যোগ নিলেন

🔥 আরও পড়ুন:

👉 PAN Aadhaar Link করতে এখনও কি আগের মতো টাকা দিতে হচ্ছে? জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 PAN Aadhaar Card: সব সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ করতে হবে, না হলে ফ্রিজ হবে আপনার অ্যাকাউন্ট

🔥 আরও পড়ুন:

👉 Adhar card: এবারে এই কাজটি করতে হবে আধার কার্ড ব্যবহারকারীদের, তা না হলে বিরাট সমস্যা পড়বেন আপনিও

(/) সম্প্রতি নবান্ন (Nabanna) থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে আধার লিঙ্ক না করলে কোনো নাগরিককে সরকারি প্রকল্পের পরিষেবা দেওয়া হবে না।

(/) সমস্ত রাজ্যজুড়ে বর্তমানে দুয়ারে সরকার প্রকল্পের কাজ চলছে এরই মাঝে মুখ্যমন্ত্রী সমস্ত জেলা শাসককে কড়া নির্দেশ দেন সকলের আধার সংযুক্তিকরণের জন্য।  এর সঙ্গে জানানো হয় ১০০ দিনের কাজ, বার্ধক্য ভাতা, জাতীয় গ্রামীণ জীবন-জীবিকা মিশন এবং আবাস যোজনার মত সরকারি প্রকল্পগুলির পরিষেবা নেওয়ার জন্য যত দ্রুত সম্ভব আধার সংযুক্তিকরণের কাজ শেষ করতে হবে।

(৬/৭) এরই মধ্যে খবর পাওয়া গেছে কিন্তু সরকারের তরফ থেকে যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেগুলির পরিষেবা নিতে হলে ১০০ শতাংশ আধার সংযুক্তিকরণ লাগবে অন্যথায় কেউ এ প্রকল্পের সুবিধা পাবে না। কেন্দ্রের এই নির্দেশনা থেকে রাজ্য সরকার আরও আধার  সংযুক্তিকরণের জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করেন। 

Several govt scheme will not work if Aadhaar is not linked! Nabanna warned

(৭/৭) প্রসঙ্গ সূত্রে খবর ১০০ দিনের কাজের ক্ষেত্রে ৯৭.৬ শতাংশ আধার সংযুক্তিকরণ হয়েছে। কোচবিহার,দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, এবং পূর্ব মেদিনীপুরে আধার সংযুক্তিকরণের কাজ ১০০%। অন্যদিকে, মুর্শিদাবাদ, নদীয়া পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, হুগলি, বীরভূম,  এবং দক্ষিণ ২৪ পরগণায় আধার সংযুক্তি করণের কাজ ৯৯ শতাংশ শেষ হয়েছে

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন:

👉 SBI Asha Scholarship 2023

👉 SBI Recruitment 2023

👉 Business Ideas: শীঘ্রই হবেন কোটিপতি! শুরু করুন এই ব্যবসা মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করে

👉 Post office group C Recruitment 2023

👉 কোটিপতি হয়ে যান ২০ টাকার নোট বিক্রি করে! জানুন কিভাবে আপনার ভাগ্য বদলাতে পারে

Leave a Comment