SIM Card আপনাকে জেলের ভাত খাওয়াতে পারে! এসব ভুল ভুলেও করবেন না!

(১/৯) সিম কার্ড (SIM Card) ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে। প্রত্যেক সিমকার্ড ব্যাবহার কারী ব্যাক্তির এই নিয়মকানুন গুলি জেনে নেওয়া দরকার। নতুবা আপনার অজান্তে কোনো ভুল হয়ে গেলে এর দ্বারা আপনার আপনার অনেক বড় ক্ষতি হতে পারে।

(২/৯) আবার অনেকের ক্ষেত্রে এমন ঘটে পুরনো সিমকার্ডের ক্ষেত্রে কোন সমস্যা হলে এই সমস্যা এড়ানোর জন্য তারা আবার নতুন সিম ইউজ করে।

(৩/৯) তারা মনে করে নতুন সিম কার্ড (SIM Card) ব্যবহার করলে সকল সমস্যা দূরীভূত হবে। বা হয়তো কারো নম্বরটি স্কামারদের কাছে পৌঁছে গিয়েছে বা তার নম্বরটি অনেকের কাছে ছড়িয়ে গিয়েছে যার জন্য বিভিন্ন নম্বর থেকে প্রতিনিয়ত কল আসতে থাকে এই সমস্যা এড়ানোর জন্য সে নতুন সিম কার্ড কেনার কথা ভাবছে।

🔥 আরও পড়ুন:

PAN Aadhaar Link করতে এখনও কি আগের মতো টাকা দিতে হচ্ছে? জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 PAN Aadhaar Card: সব সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ করতে হবে, না হলে ফ্রিজ হবে আপনার অ্যাকাউন্ট

🔥 আরও পড়ুন:

👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে

(৪/৯) এমতাবস্তায় এ নতুন সিম কার্ড ব্যবহার একজন ব্যক্তির ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে বা তার পুরনো সিম কার্ডটি সঠিকভাবে ব্যবহার করতে না পারলে এক্ষেত্রে সে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে।

পুরনো সিম কার্ড অব্যবহারযোগ্য হয়ে গেলে সেটি কি করবেন:

(৫/৯) আপনার কোন সিম যদি অপব্যবহারযোগ্য হয়ে পড়ে তাহলে সেটি ফেলে না দিয়ে প্রথমে সেটিকে বন্ধ করতে হবে। কেননা আপনি এই সিম কার্ডটি যদি বন্ধ না করে ফেলে দেন তাহলে অন্য কোন ব্যক্তি এটি ব্যবহার করতে পারে। এবং যে কোন অসৎ উপায়েও কাজে লাগাতে পারে এবং সমস্ত দায়ভার আপনাকে বহন করতে হবে। এর জন্য জবাব আপনাকে দিতে হবে এর থেকে আপনার জেলও হতে পারে

আপনার সিম কার্ড অন্য কাউকে দেবেন না

(৬/৯) আপনি নতুন সিম কার্ড কেনার পর যদি আপনার সেই নতুন নম্বরে অন্য কেউ কল করে আপনার পুরনো সিম কার্ডটি চায়, তাহলে এ থেকে সতর্ক হোন কারণ কোন কোম্পানি গ্রাহককে কল করে তাদের পুরনো সিম কার্ড চাই না।

SIM Card can feed you jail rice! Do not forget these mistakes

(৭/৯) এমনও হয় অনেক ক্ষেত্রে তারা এ পুরনো সিম কার্ডটা ইউজ করে অনেকের কাছে টাকা চায় তাই সাবধান হন আপনার সিম কার্ড কখনো অন্য কাউকে দেবেন না।

আপনার সিম কার্ড সোয়াপিং হলে আপনার ক্ষতি হবে

(৮/৯) ভারতে সিম কার্ড নিয়ে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে ফলে আপনার সিম কার্ডটির খুব ভালোভাবে দেখাশোনা আপনাকেই করতে হবে আপনার সিম কার্ডটি যদি সোয়াপিং করা হয় এ ক্ষেত্রেও আপনার ক্ষতি হতে পারে।

(৯/৯) বর্তমানে বিভিন্ন প্রতারকের দল শপিং-এর মাধ্যমে নিজেদের লক্ষ্য চরিতার্থ করে। এই ধরনের প্রতারকরা একই নম্বরের একটি সিম কার্ড তোলে , এরপর ওটিপির মাধ্যমে আপনার ব্যাংকের সমস্ত টাকা লুঠ করে নেয়।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ৫ লক্ষ টাকা পেয়ে যাবেন এই স্কলারশিপে আবেদন করে! (Apply Now) | SBI Asha Scholarship 2023

👉 পরিবারের আয় একটু কম হলেই মাসে মাসে টাকা পাবেন সরকারের এই নতুন প্রকল্পে! আজই আবেদন করুন।

👉 ২৫ হাজার টাকা সরাসরি ব্যাংকে ঢুকবে এই প্রকল্পে আবেদন করলেই! কিভাবে আবেদন করবেন? জেনে নিন পদ্ধতি

👉 Post Office Scheme: মাত্র ৫ বছরেই টাকা হয়ে যাবে ডবল! পোস্ট অফিসের এই সব থেকে আকর্ষণীয় স্কিম জেনে নিন

👉 এই আরও ৪টি প্রকল্প যুক্ত হলো দুয়ারে সরকার প্রকল্পে, কি কি সুবিধা পাবেন? জেনে নিন এখনই

👉 ১৫ লাখ টাকা মেয়েদের দেওয়া হবে জন্য বিয়ের জন্য! দারুন এই ঘোষণা করলো SBI

Leave a Comment