১/৮: বর্তমানে বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হলো WhatsApp। এই WhatsApp ইউজারদের অনেকদিনের দাবি ছিল যে, ভয়েস মেসেজ অথবা ভয়েস নোট স্ট্যাটাসে শেয়ার করা।
২/৮: এবার মিটতে চলেছে হোয়াটসঅ্যাপ ইউজারদের এই দাবি। এই WhatsApp ইউজারদের অনেকদিনের দাবি ছিল যে, ভয়েস মেসেজ অথবা ভয়েস নোট স্ট্যাটাসে শেয়ার করা।
৩/৮: এই বিষয়ে প্রথম একটি আপডেট প্রকাশ্যে আসে গত বছর অর্থাৎ ২০২২ সালে সেপ্টেম্বর মাসে। তখন জানানো হয়েছিল যে, পরীক্ষামূলকভাবে এই ফিচার আপাতত বিটা ইউজাররা পেয়েছেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৬ মাস চিন্তা মুক্ত একবার রিচার্জ করলেই! Jio, Airtel-কে কুপোকাত করা এই প্ল্যান আনলো এই সংস্থা!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৩ মাসের রিচার্জ বিনামূল্যে দিচ্ছে এই সংস্থা Jio-কে টেক্কা দিতে! এভাবে তুলে নিন ফায়দা!
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/৮: কিন্তু এখন জানা যাচ্ছে যে, এই ফিচারটি WhatsApp-এর পরবর্তী আপডেটে নিয়ে আসা হতে পারে। কিন্তু সেটা নিয়ে আসা হবে সীমিত সংখ্যক ইউজারদের জন্য।
৫/৮: এবার WhatsApp-এ ভিডিওর ন্যায় অডিও শেয়ার করা যাবে ৩০ সেকেন্ডের জন্য। সেই স্ট্যাটাস আবার ২৪ ঘণ্টা পর নিজে থেকেই Disappear হয়ে যাবে।
৬/৮: প্রাইভেসি সেটিংস পরিবর্তন করেও ইউজাররা এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে এই ফিচারের বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলা হয়নি।
৭/৮: জানা যাচ্ছে যে, এই ফিচার সীমিত সংখ্যক ইউজারদের জন্য সম্ভবত WhatsApp-এর পরবর্তী আপডেটে দেওয়া হতে পারে।
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 বছরে ১ লক্ষ টাকা পাবেন এতে আবেদন করলেই! এখনই আবেদন করুন (Apply Now!)
👉 পরীক্ষার দিন ঘোষণা হল শিক্ষক-সহ একাধিক পদে নিয়োগের! দেখে নিন এক ক্লিকেই
👉 ফের শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন! দেখে নিন তালিকা
👉 West Bengal Health Recruitment 2023
👉 Pradhan Mantri Awas Yojana: আবাস-সমীক্ষা নিয়ে ক্ষোভ কেন্দ্রের দলের! কেন? জানুন