South Eastern Railway Recruitment 2023: লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাসে দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ ২০২৩ @rrcser.co.in (Apply Now!)

South Eastern Railway Recruitment 2023, (দক্ষিণ-পূর্ব রেলে নিয়োগ ২০২৩) South Eastern Railway Recruitment 2023 Apply Online, rrcser.co.in, Official Notice Pdf Download, South Eastern Railway Vacancy 2023, South Eastern Railway Job 2023, Indian Railway Recruitment 2023, Jobs in Kolkata, West Bengal Jobs

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway Recruitment) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা:

South Eastern Railway Recruitment 2023 | দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ ২০২৩

🔥 Organization Name (সংস্থার নাম)South Eastern Railway
🔥 Post Details (পোস্টের নাম)অ্যাপরেন্টাইস 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)১৭৮৫ টি
🔥 Job Location (চাকরির স্থান)সমগ্র দেশে (ইন্ডিয়া)
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)rrcser.co.in

দক্ষিণ পূর্ব রেলওয়েতে (South Eastern Railway Vacancy) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

SSouth Eastern Railway Vacancy 2023 | দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ ২০২৩: পদের নাম 

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Apprentice১৭৮৫ টি 
🔥 Total১৭৮৫ টি 

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Jadavpur University Recruitment 2023

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉  Central Railway Recruitment

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 উচ্চশিক্ষায় এবার বিরাট পরিবর্তন! এখনকার মতো আর অনার্স ডিগ্রী করতে পারবেন না। জানুন এই নয়া নিয়ম

South Eastern Railway Recruitment 2023: Trade Wise Vacancy Detail | দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ ২০২৩: ট্রেড ভিত্তিক শূন্যপদের সংখ্যা 

🔥 Tade Name (ট্রেডের নাম)🔥 Trade Wise Vacancy (ট্রেড ভিত্তিক শূন্যপদের সংখ্যা)
🔥 Fitter৫৫৫ টি 
🔥 Turner৬৫ টি 
🔥 Electrician৩৭১ টি 
🔥 Welder (G&E)২৭৩ টি 
🔥 Mechanic (Diesel)১০৪ টি 
🔥 Machinist৭৭ টি 
🔥 Painter৭৩ টি 
🔥 Refrigerator & AC Mechanic৪৯ টি 
🔥 Electronics & Mechanic   ৩৬ টি 
🔥 Cable Jointer/Crane Operator৩ টি 
🔥 Carpenter৫৬ টি 
🔥 Wireman৪৫ টি 
🔥 Winder৩২ টি 
🔥 Lineman৩০ টি 
🔥 Trimmer১ টি 
🔥 MMTM১০ টি 
🔥 Forger & Heat Treater৫ টি 
🔥 Total১৭৮৫ টি 

Indian Railway Recruitment 2023: Age Limit | দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ ২০২৩: বয়স সীমা  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ০১.০১.২০২৩ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। এছাড়া আপনি যদি SC/ST শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৫ বছর এবং যদি আপনি OBC শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন।

South Eastern Railway Recruitment 2023: Selection Process | দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া 

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

How To Apply For South Eastern Railway Recruitment 2023: | দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া  

১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে দক্ষিণ পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।

৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।

৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের দক্ষিণ পূর্ব রেলের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।

৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।

৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।

South Eastern Railway Recruitment 2023: Required Documents | দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র 

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

South Eastern Railway Recruitment 2023: Application Fees | দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ ২০২৩: আবেদন মুল্য 

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের ১০০ টাকা আবেদন মুল্য দিতে হবে। এছাড়া মহিলা/SC/ST/PWD প্রার্থীদের কোনো আবেদন মুল্য দিতে হবে না

South Eastern Railway Recruitment 2023: Education Qualification | দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ৫০% নম্বরসহ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও ITI সার্টিফিকেট থাকতে হবে। 

South Eastern Railway Recruitment 2023

South Eastern Railway Recruitment 2023: Important Dates | দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ ২০২৩: গুরুত্বপুর্ণ তারিখসমুহ  

  • আবেদনের শুরুর তারিখ: ২৭.১২.২০২২ অর্থাৎ ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ 
  • আবেদনের শেষ তারিখ: ০২.০২.২০২৩ অর্থাৎ ০২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
South Eastern Railway Recruitment 2023 Apply Online আবেদন করুন
South Eastern Railway Recruitment 2023 Official Notice ডাউনলোড করুন
South Eastern Railway Recruitment 2023 Official Website এখানে দেখুন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 এই নয়া নিয়ম WhatsApp, Google-এর জন্য কার্যকর হল! কি সেই নয়া নিয়ম? জানুন

👉 Pradhan Mantri Awas Yojana: এবার এই সময়ের মধ্যে প্রধান মন্ত্রী আবাস যোজনার বাড়ি তুলতে হবে প্রাপকদের! জানুন বিস্তারিত

👉 ২ লাখ টাকার সুবিধা পাবেন এই ব্যাঙ্কে বিশেষ অ্যাকাউন্ট খুললে! জানুন কিভাবে?

👉SBI-এর নিয়মের এই বড়ো বদলের বিষয়ে না জানলে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন! তার আগে জেনে নিন এই নিয়ম

FAQ: South Eastern Railway Recruitment 2023 (দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ ২০২৩)

Q: South Eastern Railway Recruitment 2023 (দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ ২০২৩)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ০২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: South Eastern Railway Recruitment 2023 (দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: ৫০% নম্বরসহ মাধ্যমিক পাস। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: South Eastern Railway Recruitment 2023 (দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment