WB Primary TET Exam 2022: প্রাইমারী টেট পরীক্ষায় ‘বাংলা’ ভাষায় বিশেষ গুরুত্ব, কেমন হবে প্রশ্নপত্র?

১/৮: আবেদনকারীদের TET পরীক্ষার জন্য প্রস্তুতিপর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে ঠিক কিভাবে প্রস্তুতি নিলে আপনার পরীক্ষা আরও ভালো হতে পারে সেই সম্পর্কে কিছু পরামর্শ রইল।

Special importance in bengali language in wb primary TET 2022 exam how will the question paper be

২/৮: আগামী ১১ ডিসেম্বর যে টেট পরীক্ষা হবে তা পূর্বেই নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই টেট পরীক্ষার জন্য গত বুধবার নয় দফা নির্দেশিকা প্রকাশ করেছে। এই TET পরীক্ষায় রাজ্যের অনেক যুবক-যুবতী অংশগ্রহণ করবে।

৩/৮:আবেদনকারীদের TET পরীক্ষার জন্য প্রস্তুতিপর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে ঠিক কিভাবে প্রস্তুতি নিলে আপনার পরীক্ষা আরও ভালো হতে পারে সেই সম্পর্কে কিছু পরামর্শ রইল।

৪/৮: রাজ্যের যেকোনো বিদ্যালয়ে আপনি যদি শিক্ষকতা করতে চান তাহলে আপনার বাংলা ভাষায় দক্ষতা থাকা আবশ্যক। সেই কারণেই এবারের টেট পরীক্ষার প্রশ্নপত্রে গুরুত্ব দেওয়া হবে৷ বাংলার উপর। পরীক্ষায় বাংলা থাকবে ‘ল্যাঙ্গুয়েজ ওয়ান’ হিসেবে।

৫/৮: এই পেপারে মোট ৩০ নম্বরের প্রশ্ন থাকবে। তবে শুধু বাংলা নয়, প্রথম ভাষা হিসেবে হিন্দি, ওড়িয়া, তেলেগু, নেপালি, সাঁওতালি অথবা উর্দু ভাষাকেও পরীক্ষার্থীরা বেছে নিতে পারবেন।

আরও পড়ুন: 👇👇👇 

🔥 WB Primary TET 2022: আবার নতুন বিজ্ঞপ্তি পর্ষদের! টেট-এ স্নাতকে ৪৫ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীরাও বসতে পারবেন!

🔥 WB Primary TET: এই বড় সিধান্ত নেওয়া হলো প্রাইমারী টেট পরীক্ষার্থীদের জন্য!

প্রশ্নপত্র কেমন হবে?

৬/৮: বাংলা বিভাগে প্রথম ভাগে ২টি ‘আনসিন’ গদ্য এবং পদ্য থাকবে। গদ্য থেকে দেওয়া হবে ৯টি প্রশ্ন এবং পদ্য থেকে দেওয়া হবে ৬টি প্রশ্ন। শুধু তাই নয়, যাচাই করা হবে প্রার্থীদের ব্যাকরণ জ্ঞানও।

৭/৮: এরপর দ্বিতীয় ভাগে ভাষার দখলের ওপর গুরুত্ব দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই পরীক্ষার জন্য মডেল অথবা নমুনা প্রশ্নপত্রও প্রকাশ করেছে।

৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇 

🔥 WB Primary TET 2022: আবার নতুন বিজ্ঞপ্তি পর্ষদের! টেট-এ স্নাতকে ৪৫ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীরাও বসতে পারবেন!

🔥WB Govt Jobs 2022

🔥Alipurduar Municipality Recruitment 2022

🔥 ৫০% এর কম নম্বর পাওয়া চাকরিপ্রার্থীদের প্রাইমারী টেট-এ বসতে দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ মামলা হাইকোর্টে! 

🔥 WB Primary TET: এই বড় সিধান্ত নেওয়া হলো প্রাইমারী টেট পরীক্ষার্থীদের জন্য!

Leave a Comment