১/৮: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangapadhyay) আজ অর্থাৎ সোমবার কলকাতা হাইকোর্টে বসবেন। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নিয়োগ সংক্রান্ত একটি মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ পরিবর্তনের নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের এই নির্দেশ দেওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ অর্থাৎ সোমবার প্রথমবার কোর্টে আসছেন। এবার তিনি কোন মামলা শুনবেন সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।
২/৮: সুপ্রিম কোর্ট একটি বেসরকারি টিভি চ্যানেলে বিচারাধীন বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে। কিন্তু ধোঁয়াশা এখনো কাটেনি। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন কোন মামলা শুনবেন সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে।
৩/৮: আইনজীবী মহল মনে করছে যে, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে যতক্ষণ পর্যন্ত না কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করছেন, এই জটিলতা ততক্ষণ পর্যন্ত কাটবে না। তবে বিচারপতি পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ অর্থাৎ সোমবার জারি হতে পারে বলেই সূত্রের খবর।
🔥আরও পড়ুন:
👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
🔥আরও পড়ুন:
👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন
🔥আরও পড়ুন:
👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই
৪/৮: সুপ্রিম কোর্টের নির্দেশের কপি অনুযায়ী, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক নিয়োগ সংক্রান্ত ২ টি মামলা আর শুনতে পারবেন না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সৌমেন নন্দী এবং রমেশ মালিকের মামলা ২ টি শুনতে পারবেন না।
৫/৮: এই ২ টি মামলা ছাড়াও বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে একাধিক গুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন রয়েছে। ২০১৪ সালের প্রাথমিক টেট সংক্রান্ত মামলা হলো এর মধ্যে অন্যতম। সেই মামলায় প্রিয়াঙ্কা নস্কর সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া (৪৪ হাজার শিক্ষক) নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছেন। এছাড়াও রাহুল চক্রবর্তী এবং শান্তনু শীট প্রাথমিকের OMR শিট নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছেন। সিবিআই ইতিমধ্যেই ওই মামলায় তদন্ত করছে। সুপ্রিম কোর্টেও এই বিষয়টি বর্তমানে বিচারাধীন।
৬/৮: প্রাথমিক ছাড়াও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি, গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায়ও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তাঁর এজলাসে এই ২ টি মামলাও বিচারাধীন রয়েছে।
৭/৮: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই গ্রুপ সি-এর সেই মামলায় ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন। এছাড়াও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রুপ ডি-এর ক্ষেত্রে লক্ষ্মী টুঙ্গার দায়ের করা মামলায় ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েও সেই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছেছে। পাশাপাশি আব্দুল গনি আনসারি যে নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলা দায়ের করেছিলেন সেই মামলাও বর্তমানে বিচারাধীন রয়েছে। এই সমস্ত মামলাগুলি এবার কোন এজলাসে যাবে, রাজ্যবাসী সেই দিকেই তাকিয়ে রয়েছেন।
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 মানিব্যাগে এই নোট থাকলে এখনই হয়ে যাবেন লাখপতি! জানুন কি ভাবে?
👉 ১ মে থেকে এই নতুন নিয়ম! Call-SMS-এ আমূল পরিবর্তন! বিপদে পড়ার আগে TRAI-এর এই সিদ্ধান্ত জানুন
👉 আর কতদিন টাকা পাবেন? লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর এই বিরাট ঘোষণা!
👉 Madhyamik 2023 Result: মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এই বড় আপডেট দিলো পর্ষদ! জেনে নিন এখনই
👉 Reliance Foundation Scholarship 2023