Summer Vacations: গরমের ছুটি নিয়ে জল্পনা! এই দিন থেকেই খুলতে স্কুল খোলার সিদ্ধান্ত! বিস্তারিত জেনে নিন

(১/৮) ইতিমধ্যেই রাজ্য সরকার গরমের ছুটির ঘোষণা করেছে এবং এই ছুটি প্রায় শেষের দিকে।তবে শেষ হয়নি এখনও গরমের প্রচণ্ডতাকলকাতার মানুষ সহ আশেপাশের সমস্ত জেলার মানুষের গরমে হাসফাস অবস্থা

(২/৮) এই অবস্থায় ছাত্র ছাত্রীরা কিভাবে স্কুলে ক্লাস করতে পারবে।সরকার মে থেকে যে ছুটির ঘোষণা করেছিল তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। আবার অতিরিক্ত গরমের কারণে স্কুল যদি অধিক পরিমাণে ছুটি থাকে তবে সেক্ষেত্রে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হতে পারে সে বিষয়েও একাধিক প্রশ্ন তুলছে অনেকেই।

(৩/৮) ছুটির বিরোধিতা করে অনেকেই নিজেদের মতো মন্তব্য করে চলেছে অনেকের মতে অতিরিক্ত গরমের ছুটির কারণে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হতে পারে তাই স্কুলটাকে পুরোপুরি ছুটি না দিয়ে যদি মর্নিং টাইমে করা যেত তাহলে সে ক্ষেত্রে অনেক সুবিধা হতো ।

🔥 আরও পড়ুন:

👉 PAN Card চুরি হয়ে গেলে কি করবেন? জেনে নিন এখনই সময় থাকতে

🔥 আরও পড়ুন:

👉 এবার আধার কার্ডের মাধ্যমে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করুন এই ভাবে!

🔥 আরও পড়ুন:

👉 ১০০০ টাকা করে প্রতিমাসে সকলেই পাবেন এই প্রকল্পে আবেদন করলেই! এই ভাবে আবেদন করে ফেলুন  

(৪/৮) আবার অনেকের মতে মর্নিং টাইমে স্কুলের সময় হলে সে ক্ষেত্রে অনেক দূর থেকে যাতায়াত করায় স্কুলের শিক্ষকরা সময়মতো পৌঁছতে পারেনা যদি স্কুল দুটো টাইমে থাকে তবে অনেক সমস্যা এক্ষেত্রে বেশিরভাগ অভিভাবক জানাচ্ছে যে এতে যদি তাদের বাচ্চারা অসুস্থ পড়ে হয়ে যায় তাহলে তার চাপ আসবে শিক্ষকদের উপরে তাই ২ মে থেকে সরকার যে গরমের ছুটির সিদ্ধান্ত নিয়েছে সেটি যথাযথ রয়েছে।

কত দিন পর্যন্ত ছুটি চলবে?

(৫/৮) এ বছরের শিক্ষাবর্ষ শুরুতে ছুটির তালিকায় প্রকাশিত নিয়ম অনুযায়ী গরমের ছুটি পড়ার কথা ছিল ২৪ মে থেকে ৪জুন পর্যন্ত। কিন্তু তার আগেই অতিরিক্ত গরম পড়ার কারণে সরকার ২ মে থেকে ছুটির ঘোষণা দেন। এতে ২২ দিন ছুটি বৃদ্ধি পেয়েছে। স্কুল বন্ধ থাকবে ২ মে থেকে ৪ জুন পর্যন্ত প্রায় এক মাস। তবে রাজ্য সরকার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

Speculation about summer vacation! The decision to open the school from this day!

(৬/৮) এ বিষয়ে বিশেষ উল্লেখ্য এমনিতেও গরমের ছুটি যদি না থাকতো তাহলে এ সময়ে বিভিন্ন উপলক্ষে স্কুলগুলি বন্ধ থাকত।অনেক অভিভাবক মনে করেছেন এতদিন ছুটি থাকার কারণে  ছাত্র-ছাত্রীদের যে ক্ষতি হবে তা কখনো পূরণ হবার নয়।

(৭/৮) তবে সরকার জানিয়েছে স্কুল খোলার পর ছাত্র-ছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হবে, যাতে তাদের এই ছুটির দিনগুলির পড়াশোনার ক্ষতিটা পূরণ হয়ে যায়।

(৫/৫) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 WB HS Result 2023: উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো! জেনে নিন এখনই

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই

👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

Leave a Comment