SSC CGL 2022 : SSC CGL Recruitment 2021 Online Form, Notification, Vacancy, Exam Date

SSC CGL 2022, SSC CGL Notification 2022, SSC CGL Vacancy 2022,SSC CGL  Exam Date 2022 Application Form : স্টাফ সিলেকশন কমিশন ( Staff Selection Commission) বা (SSC) গ্রুপ বি এবং গ্রুপ সি-তে শূন্যপদে নিয়োগের জন্য কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (CGL) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় বসতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। SSC CGL 2022 পরীক্ষায় আবেদনের পূর্বে আপনাকে নিম্নলিখিত বিস্তারিত নোটিফিকেশনটি পড়ার আবেদন রইল।

🔥আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হন

🔥আমাদের face book পেজের সাথে যুক্ত হন

ssc cgl 2022

SSC CGL 2022 : Important Dates (গরুত্বপূর্ণ তারিখ)

  • আবেদন শুরু : ২৩/১২/২০২১।
  • আবেদনের শেষ তারিখ : ২৫/০১/২০২২ বিকেল ৫টা  পর্যন্ত।
  • Fee জমা দেওয়ার শেষ তারিখ : ২৫/০১/২০২২।
  • অফলাইনে Fee জমা দেওয়ার শেষ তারিখ : ২৭/০১/২০২২।

SSC CGL Exam Date 2022 : (পরীক্ষার দিন)

SSC CGL 2022 পরীক্ষা হবে নিম্নলিখিত মাসে-

  • Tier-I Examination (CBE) হবে- ২০২২ সালের এপ্রিল মাসে।
  • Date for Tier II Examination (CBE) & Descriptive Paper (Tier III)- এই পরীক্ষার তারিখ পরবর্তীকালে জানানো হবে।

SSC CGL 2022 : Application Fee (আবেদন খরচ)

SSC CGL 2022 পরীক্ষার জন্য আবেদনের খরচ নিমনোরূপ-

  • Gen / OBC : ১০০ টাকা /-
  • SC / ST / PH : ০ টাকা /- অর্থাৎ কোনো মূল্য লাগবে না।
  • সমস্ত মহিলা (All Female) : ০ টাকা /- অর্থাৎ কোনো মূল্য লাগবে না (Exempted)
  • অনলাইন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন।

SSC CGL Vacancy 2022 (বিভিন্ন পদসমূহ)

Code Post Name Age Department Eligibility
F Assistant Audit Officer Max- 30 Yr India Audit & Account Department
  • Bachelor Degree in Any Stream From A Recognized University
S Assistant Account Officer  Max- 30 Yr
A Assistant Section Officer  20-30 Yr Central Secretariat Service
C Assistant Section Officer  Max- 30 Yr Intelligence Bureau IB
D Assistant Section Officer  20-30 Yr Ministry Of External Railway
E Assistant Section Officer  20-30 Yr Ministry Of External Affairs
G Assistant Section Officer  20-30 Yr AFHQ
H Assistant  18-27 Yr Other Ministry / Department
 < Assistant Section Officer  Max- 30 Yr
 > Assistant  20-30 Yr
 & Assistant / Superintendent  Max- 30 Yr
 I
Assistant
 18-27 Yr
 J Inspector Of Income Tax  Max- 30 Yr CBDT
 K Inspector Central Excise  18-27 Yr CBEC
 L Inspector Preventive Officer  18-27 Yr
 M Inspector Examiner  18-27 Yr
 N Assistant Enforcement Officer  Max- 30 Yr Revenue Department
 O Sub Inspector  20-30 Yr CBI
 N Assistant Enforcement Officer  Max- 30 Yr Revenue Department
 O Sub Inspector  20-30 Yr CBI
 P Inspector Post  18-27 Yr India Post
 Q Divisional Accountant  Max- 30 Yr Officer CAG
 S Inspector  18-27 Yr Central Bureau Of Narcotics
 % Sub Inspector  Max- 30 Yr NIA
 R Junior Statistical Officer  Max- 32 Yr Statics & Program Implementation Graduation From Any Stream with 60% Marks in Math Subject in 12th Class OR Graduation in Statics Subject.
 T Auditor  18-27 Yr Officer Under C&AG
  • Bachelor Degree in Any Stream From A Recognized University
 U Auditor  18-27 Yr Officer Under CGDA
 V Auditor   18-27 Yr Other Ministry / Department
 W Accountant / Junior / Accountant   18-27 Yr Officer Under C&AG
 X Accountant / Junior / Accountant   18-27 Yr Other Ministry / Department
 Y Senior Secretariat Assistant / UDC   18-27 Yr Central Govt. Officer / Ministry
 Z Tax Assistant   18-27 Yr CBDT
 @ Tax Assistant  20-27 Yr CBEC
 # Sub Inspector   18-27 Yr Narcotics Bereau

SSC CGL 2022 Syllabus Pdf

SSC CGL 2022 পরীক্ষার সিলেবাসের পিডিফ (SSC CGL 2022 Syllabus Pdf) নিম্নে দেওয়া হলো, সেখান থেকে আপনি ডাউনলোড করুন-

SSC CGL Syllabus 

SSC CGL Tire-1 Syllabus Download
SSC CGL Tire-2 Syllabus Download

SSC CGL 2022 Apply Online : Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)

Online আবেদন করুন  Registration | Login
Notification ডাউনলোড করুন  এখানে click করুন 
অফিসিয়াল ওয়েবসাইট  এখানে click করুন 

SSC CGL 2022 : About (SSC CGL সংক্রান্ত যাবতীয় তথ্য)

স্টাফ সিলেকশন কমিশন (SSC) বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, বিভাগ এবং অফিসে গ্রেড “বি” এবং “সি” বিভাগের পদে নিয়োগের জন্য Combined Graduate Level (CGL) পরীক্ষা পরিচালনা করে থাকে। এই পরীক্ষাটি (SSC CGL Exam) ৪টি (4) ধাপে অনুষ্ঠিত হয়, যাকে বলা হয় Tiers।

প্রথম দুটি অনলাইনে হলেও পরের দুটি অফলাইনে পরীক্ষা হয়ে থাকে। রেজিস্ট্রেশন এবং যোগাযোগের সম্পূর্ণ প্রক্রিয়া SSC CGL-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে হয়। পরীক্ষার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করার আগে, পরবর্তী পরীক্ষায় যাওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই SSC CGL পরীক্ষার প্রতিটি ধাপে যোগ্যতা অর্জন করতে হবে।

SSC CGL ভারতে স্নাতক স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য পরিচালিত সবচেয়ে বড় পরীক্ষাগুলির মধ্যে একটি। ভারত সরকারের বিভিন্ন মন্ত্রনালয় এবং বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য SSC (Staff Selection Commission) প্রতি বছর SSC CGL পরিচালনা করে থাকে। সরকার প্রতি বছর সরকারী বিভাগে হাজার হাজার শূন্যপদ SSC (Staff Selection Commission)দ্বারা পূরণ করে থাকে। যদিও একটি সরকারি চাকরি একটি স্থিতিশীল ক্যারিয়ার গড়তে সাহায্য করে, যদিও এই চাকরি অনেক দ্বায়িত্বপূর্ণ হয়ে থাকে।

SSC CGL Admit Card (অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য)

SSC CGL পরীক্ষার (SSC CGL Exam) জন্য নিবন্ধন করা প্রত্যেক প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে একটি ই-প্রবেশপত্র/হল টিকিট/কল লেটার দেওয়া হবে যা SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। CGL Tier-1 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রথমে প্রকাশ করা হবে, তারপর CGL Tier-2 পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে (শুধুমাত্র সেই প্রার্থীদের জন্য যারা টিয়ার 1 পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন)।

SSC CGL Answer Key (অ্যান্সার-কি সংক্রানন্ত তথ্য)

স্টাফ সিলেকশন কমিশন (SSC) SSC CGL Tier-1 পরীক্ষার অফিসিয়াল answer key (SSC CGL Answer Key) Tire-1 পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার ১০ থেকে ১৫ দিনের মধ্যে প্রকাশ করে থাকে। SSC CGL Tier-1 পরীক্ষার প্রার্থীরা তাদের আনুমানিক নম্বর এবং প্রত্যাশিত র‌্যাঙ্ক গণনা করতে উত্তর SSC CGL Answer Key ব্যবহার করতে পারেন।

SSC CGL Result (SSC CGL রেজাল্ট সংক্রান্ত তথ্য)

SSC বা Staff Selection Commission প্রতিটি স্তরের পরীক্ষা শেষ হওয়ার পরে চারটি ধাপে ফলাফল (SSC CGL Result) প্রকাশ করবে। রাউন্ডে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী স্তরে অগ্রসরের অনুমতি হয়।

SSC CGL Salary Pay Levels (বেতন কাঠামো)

বিভিন্ন পদ অনুযায়ী SSC CGL-এর বেতন ৫ টি লেভেল-এ ভাগ করা হয়ে থাকে, সেগুলি নিম্নরূপ-

SSC CGL Salary Pay Levels (পে-লেভেল)

SSC CGL Pay Scales (in Rs) (পে-স্কেল)
৪ (4) ২৫,৫০০-৮১,১০০ (25,500-81,100)
৫ (5) ২৯,২০০-৯২,৩০০ (29,200-92,300)
৬ (6) ৩৫,৪০০-১,১২,৪০০ (35400-1,12,400)
৭ (7) ৪৪,৯০০-১,৪২,৪০০ (44,900-1,42,400)
৮ (8) ৪৭,৭০০-১,৫১,১০০ (47,600-1,51,100)

FAQ (জিজ্ঞাসা)

Q : Will there be SSC CGL exam in 2021 or 2022? ( SSC CGL পরীক্ষা কি ২০২১ বা ২০২২- এ হবে?)

Ans : SSC CGL 2022-এর পরিশ হবে নিম্নলিখিত সময়ে-
  • Tier-I Examination (CBE) হবে- ২০২২ সালের এপ্রিল মাসে।
  • Date for Tier II Examination (CBE) & Descriptive Paper (Tier III)- এই পরীক্ষার তারিখ পরবর্তীকালে জানানো হবে।
Q : What is SSC CGL salary? (SSC CGL-এর বেতন কত?)

Ans :

SSC CGL Salary Pay Levels (পে-লেভেল)

SSC CGL Pay Scales (in Rs) (পে-স্কেল)
৪ (4) ২৫,৫০০-৮১,১০০ (25,500-81,100)
৫ (5) ২৯,২০০-৯২,৩০০ (29,200-92,300)
৬ (6) ৩৫,৪০০-১,১২,৪০০ (35400-1,12,400)
৭ (7) ৪৪,৯০০-১,৪২,৪০০ (44,900-1,42,400)
৮ (8) ৪৭,৭০০-১,৫১,১০০ (47,600-1,51,100)

Q : When is the last date for submission of application for SSC CGL 2022? (SSC CGL 2022-এর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কবে?)

Ans : 

  • আবেদনের শেষ তারিখ : ২৫/০১/২০২২ বিকেল ৫টা  পর্যন্ত।
  • Fee জমা দেওয়ার শেষ তারিখ : ২৫/০১/২০২২।
  • অফলাইনে Fee জমা দেওয়ার শেষ তারিখ : ২৭/০১/২০২২।

আরও লেটেস্ট আপডেট দেখুন 

🔥 Jobs In Kolkata : কলকাতায় সরকারি চাকরি-এর জন্য আবেদন করুন 

Top 10 Govt Jobs in West Bengal 2022, West Bengal Job Vacancy 2022, West Bengal Job Recruitment 2022, West Bengal Govt Jobs : অনলাইনে চাকরির জন্য আবেদন করুন

🔥South Central Railway Sports Quota Recruitment 2021

🔥Indian Railway Recruitment 2021 : ভারতীয় রেলে ৫০০-র বেশি পদে নিয়োগ

🔥NMMS West Bengal Admit Card 2022 | NMMS Exam Date জারি হয়ে গিয়েছে!

🔥 আমদের Home Page-এ ভিজিট করুন 

Leave a Comment