এবার আধার কার্ডের মাধ্যমে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করুন এই ভাবে!

আধার (Aadhaar Card) হল একটি বারো-সংখ্যার অনন্য পরিচয় নম্বর যা বর্তমানে আমরা ভারতীয়রা গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করে থাকি। বর্তমানে প্রায় সব জায়গাতেই আধার কার্ডের (Aadhar Card) প্রয়োজন হয়।  সময় বদলানোর সাথে সাথে অনেক পরিবর্তন ঘটেছে। সেরকমই এক নতুন প্রযুক্তির উল্লেখ করা হয়েছে। এখন শুধুমাত্র আধার কার্ডের সাহায্যেই জানা যাবে যে কোনো ব্যাঙ্কের অন্তর্ভুক্ত অ্যাকাউন্টে র পর্যাপ্ত ব্যালান্স। কিভাবে জানা যাবে সেই সম্পর্কে বিস্তারিত জানানো হলো :

পর্যাপ্ত ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার জন্য এই বিষয়গুলি অনুসরণ করতে হবে :

. ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে।

২. ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর থেকে *99# ডায়াল করলে  ‘Welcome to *99#’ মেসেজ ফ্ল্যাশ হবে।

৩. OK ক্লিক করার পরে ফ্ল্যাশ মেসেজে মেনু খুলবে এবং তৃতীয় নম্বরে ব্যালেন্স চেক অপশন থাকবে।

৪. ব্যালেন্স চেক করার জন্য 3 টাইপ করে রিপ্লাই দিতে হবে।

৫. কিচুক্ষণের মধ্যে ফোনে আর একটি ফ্ল্যাশ মেসেজ আসবে যেখানে নিজস্ব UPI পিন রিপ্লাই দিতে হবে।

. পরবর্তী ফ্ল্যাশ মেসেজে ব্যাঙ্ক ব্যালেন্স জানা যাবে।

[ বিশেষ দ্রষ্টব্য : দুই বা তার বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে অফিসিয়াল UPI অ্যাপ BHIM-এ যেটা প্রাইমারি ব্যাঙ্ক হবে সেই ব্যাঙ্কের ব্যালেন্স *99# পরিষেবা দেখাবে।]

🔥 আরও পড়ুন:

১০০০ টাকা করে প্রতিমাসে সকলেই পাবেন এই প্রকল্পে আবেদন করলেই! এই ভাবে আবেদন করে ফেলুন  

🔥 আরও পড়ুন:

এই কাজ দ্রুত না করলে রেশনে আর ফ্রি-তে চাল-গম পাবেন না!

🔥 আরও পড়ুন:

👉 Cyclone Mocha Landfall Timing: ঘূর্ণিঝড় মোখার ল্যান্ডফল ঠিক কখন হবে? সময় জানাল হাওয়া অফিস

*99# -এর মাধ্যমে আরও যে সব সুবিধা পাওয়া যাবে:

*99# ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা ছাড়াও অন্যান্য পরিষেবা প্রদান করে। যা হলো:

1. সেন্ড মানি

2. রিকোয়েস্ট মানি

3. চেক ব্যালেন্স

4. মাই প্রোফাইল

5. পেন্ডিং রিকোয়েস্ট

6. ট্রানজেকশন

7. UPI পিন

step by step process to Check your bank balance through Aadhaar card

ব্যাঙ্কের সাথে আধার লিঙ্কের পদ্ধতি :

অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই ব্যাঙ্কের সাথে আধার কার্ডের লিঙ্ক করা যায়। অফলাইন অর্থাৎ ব্যাঙ্কে গিয়ে ম্যানুয়ালি আধার লিঙ্ক এবং অনলাইন অর্থাৎ ইন্টারনেট ব্যাঙ্কিং বা ATM এর সাহায্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা যায়।

অফলাইন : আধার কার্ডের ফটোকপি সহ একটি আবেদনপত্র দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা যায়।

অনলাইন : ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে থাকলে লগইন করে অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা যায়।

ATM : ATM এ কার্ড স্ক্যান করার পরে, স্ক্রিনে আধার লিঙ্কের অপশন দেখা যাবে, এখান থেকে অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা যায়।

(৫/৫) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 WB HS Result 2023: উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো! জেনে নিন এখনই

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই

👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

Leave a Comment