SSC CGL 2022-এর 
আবেদন শুরু হয়ে গিয়েছে 

এই পরীক্ষায় বসতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। SSC CGL 2022 পরীক্ষায় আবেদনের পূর্বে আপনাকে নিম্নলিখিত বিস্তারিত নোটিফিকেশনটি পড়ার আবেদন রইল।

SSC CGL 2022 : Important Dates (গরুত্বপূর্ণ তারিখ)

আবেদন শুরু : ২৩/১২/২০২১, শেষ তারিখ : ২৫/০১/২০২২ বিকেল ৫টা  পর্যন্ত।Fee জমা দেওয়ার শেষ তারিখ : ২৫/০১/২০২২।অফলাইনে জমা দেওয়ার শেষ তারিখ : ২৭/০১/২০২২।

Tier-I Examination (CBE) হবে- ২০২২ সালের এপ্রিল মাসে।Date for Tier II Examination (CBE) & Descriptive Paper (Tier III)- এই পরীক্ষার তারিখ পরবর্তীকালে জানানো হবে।

SSC CGL 2022 : Application Fee (আবেদন খরচ)

Gen / OBC : ১০০ টাকা /-SC / ST / PH : ০ টাকা /- অর্থাৎ কোনো মূল্য লাগবে না। All Female : ০ টাকা।

SSC CGL Admit Card (অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য)

 ই-প্রবেশপত্র/হল টিকিট/কল লেটার দেওয়া হবে যা SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। 

 CGL Tier-1 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রথমে প্রকাশ করা হবে, তারপর CGL Tier-2 পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে (শুধুমাত্র সেই প্রার্থীদের জন্য যারা টিয়ার 1 পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন)।