(১/৮) সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) এমন একটি প্রকল্প যেখানে আপনি নিশ্চিত ভাবে আপনার সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে পারেন এখানে নিরাপত্তার গ্যারান্টি সরকারের থেকে পাবেন সরকার এ প্রকল্পের সুদের হার ৭.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করেছেন। অভিভাবকেরা তাদের সঞ্চিত অর্থ এই প্রকল্পের বিনিয়োগ করে তাদের মেয়েদের ভাগ্য নিশ্চিত করতে পারে এই প্রকল্পে বিনিয়োগ করলে মেয়েদের বিবাহ বা উচ্চ শিক্ষার জন্য আর চিন্তা করতে হবে না।
কত টাকা বিনিয়োগ করতে পারেন?
(২/৮) সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো ২১ বছরের একটি স্কিম। কিন্তু এক্ষেত্রে অভিভাবকদের শুধুমাত্র ১৫ বছরের জন্য টাকা জমা দিতে হবে। বাকি ৬ বছর টাকা জমা না দিলেও এই চালু থাকে। আপনার কন্যার বয়স যখন দশ বছর আপনি চাইলে তখনই অ্যাকাউন্টটি খুলতে পারেন তবে এক্ষেত্রে একাউন্টটি আপনার নামেই খুলতে হবে আপনি বার্ষিক আড়াইশো টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন।
অ্যাকাউন্ট কিভাবে খুলবেন?
(৩/৮) সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে পূর্বে 80C-এর অধীনে শুধুমাত্র দুই কন্যার অ্যাকাউন্টে কর ছাড় পাওয়া যেত। কিন্তু কয়েক মাস পূর্বে এর নিয়ম কিছুটা পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে একটি কন্যার পরে যদি আবার দুটি জমজ কন্যা সন্তান হয় তবে তাদের ক্ষেত্রেও একাউন্টে কর ছাড় দেওয়া হবে।
🔥 আরও পড়ুন:
🔥 Atal Pension Yojana: ১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!
🔥 আরও পড়ুন:
👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?
🔥 আরও পড়ুন:
👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন
(৪/৮) আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তবে নিকটস্থ ভারতীয় কোন ডাক বিভাগ বা নিকটবর্তী কোন ব্যাংকে যেতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে অ্যাকাউন্টে বিনিয়োগ নগদ, চেক, ডিমান্ড ড্রাফ্ট বা ব্যাঙ্ক দ্বারা গৃহীত অন্য কোনও উপায়ে জমা করা যেতে পারে।
এই প্রকল্পের মেয়াদ
(৫/৮) সুকন্যা সমৃদ্ধি যোজনার মেয়াদ হল ২১ বছরের। আপনার মেয়ের বয়স ১৮ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই প্রকল্প থেকে মেয়ের উচ্চশিক্ষার জন্য টাকা তুলতে পারেন। তবে সম্পূর্ণ টাকাটি ২১ বছর বয়সে তোলা যাবে।
(৬/৮) প্রসঙ্গ সূত্রের খবর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই প্রকল্পের অধীনে প্রায় তিন কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। সরকার এ প্রকল্পের অবতারণা করেন ২০১৫ সাল থেকে। আপনি সর্বনিম্ন ১০০ টাকা থেকে এ প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এবং সর্বোচ্চ ৬৫ লক্ষ টাকা জমা করতে পারেন।
(৭/৮) আপনার কন্যার জন্মের পর যদি আপনি প্রতি মাসে ১২ হাজার ৫০০ টাকা করে এই প্রকল্পে বিনিয়োগ করেন, তাহলে আপনি বছরে ১ লক্ষ ৫০ হাজার টাকা জমা করবেন। এইভাবে আপনি ১৫ বছরে ২২ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগ করবেন। মেয়াদ শেষ হলে আপনি পাবেন ৪৩ লক্ষ ৪৩ হাজার ৭১ টাকা। এবং সুদ সমেত মিলিয়ে পাবেন ৬৫ লক্ষ ৯৩ হাজার ৭১ টাকা।
(৮/৮) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে
👉 প্রতিমাসে ৫,০০০ অতিরিক্ত টাকা পেতে শীঘ্রই করুন এই কাজটি! ক্লিক করে জেনে নিন কীভাবে করবেন
👉 পরিবারের আয় একটু কম হলেই মাসে মাসে টাকা পাবেন সরকারের এই নতুন প্রকল্পে! আজই আবেদন করুন।
👉 ২৫ হাজার টাকা সরাসরি ব্যাংকে ঢুকবে এই প্রকল্পে আবেদন করলেই! কিভাবে আবেদন করবেন? জেনে নিন পদ্ধতি