নতুন করে শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়ার প্রক্রিয়া, আপনি কবে টাকা পাবেন? জেনে নিন | Swami Vivekananda Scholarship Payment Update

১/৭: পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সহায়তা করার জন্য রাজ্যের অন্যতম উল্লেখযোগ্য একটি স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)আজ আমরা আপনাদের এই স্কলারশিপের নতুন আপডেট সম্পর্কে জানাবো।

২/৭: সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হলেও অনুদান প্রদানের প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি। পড়ুয়ারা আদেও এই সুবিধা পাবেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছিল। একদিকে সরকারের বাজেট আর অপরদিকে ছাত্র-ছাত্রীদের এই সমস্ত প্রশ্ন মিলিয়ে রাজ্য সরকারের তরফে কার্যকরী বিভিন্ন প্রকল্প এবং রাজস্ব নিয়ে ওয়াকিবহাল মহলের কর্তা ব্যক্তিরা একাধিক মন্তব্য করেছিলেন।

৩/৭: কিন্তু সেই সকল মন্তব্যকে উড়িয়ে দিয়ে সম্প্রতি শুরু হয়েছে অনুদান দেওয়ার প্রক্রিয়া। ফ্রেশ এবং রিনিউয়াল উভয় প্রকার আবেদনকারীদেরই অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকরী করা হয়েছে (Swami Vivekananda Scholarship Payment Update)। এছাড়াও আশ্বাস দেওয়া হয়েছে যে, সকল যোগ্য পড়ুয়াদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই অনুদানের টাকা ট্রান্সফার করে দেওয়া হবে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Reliance Foundation Scholarship 2023

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 বছরে ১ লক্ষ টাকা পাবেন এতে আবেদন করলেই! এখনই আবেদন করুন (Apply Now!)

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ২০,০০০ টাকার স্কলারশিপ পড়ুয়াদের দিচ্ছে LIC! টাকা পেতে এভাবে করে ফেলুন আবেদন

৪/৭: প্রসঙ্গত, এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া বহুদিন ধরে চলেছিল। ফলত একই সময়ে সকলকে অনুদান দেওয়া প্রায় অসম্ভব। আর তাই এই অনুদান প্রক্রিয়া বেশ কয়েকদিন ধরে চলবে।

৫/৭: অর্থাৎ যে সকল পড়ুয়ারা এখনো অনুদান পায়নি,তাদের কোনো চিন্তা করার কারণ নেই। জানা গেছে যে, যে সমস্ত ছাত্র-ছাত্রীদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস Sanctioned লেখা রয়েছে তারা খুব শীঘ্রই অনুদান পাবেন। আর সমস্ত পড়ুয়াদের অ্যাপ্লিকেশনে Aporoved লেখা দেখাবে, তাদের স্ট্যাটাসে Sanctioned লেখাটি দেখালেই, তারা এই স্কলারশিপের অনুদান পেয়ে যাবেন। 

Swami Vivekananda Scholarship Payment Update 2023

৬/৭: এই স্কলারশিপে আবেদন করা এখনো চলছে। তাই যারা এখনও পর্যন্ত এই আবেদন করেননি, তারা শীঘ্রই সম্ভ আবেদন করে ফেলুন। কারণ এই আবেদন প্রক্রিয়া শীঘ্রই বন্ধ হতে চলেছে। তাই দ্রুত এই স্কলারশিপের জন্য দ্রুত আবেদন করে ফেলুন।

৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 এতে আবেদন করলেই মিলবে ২ বছরের পড়াশোনার খরচ! কিভাবে আবেদন করবেন? দেখুন

👉 Philips Scholarship 2023

👉 Kotak Kanya Scholarship 2023

👉 Laduma Dhamecha Yuva Scholarship 2023

👉 Swami Vivekananda Scholarship-এর অধীনে কোন কোর্সে কতো টাকা পাবেন? জানুন

Leave a Comment