১/৪: রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষক নিয়োগ করা হবে প্রায় ১১ হাজারেরও বেশি শূন্যপদে। শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়াও। এই পরীক্ষায় আবেদন করতে পারবেন ২০১৪ এবং ২০১৭ সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরাও।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
২/৪: প্রাথমিক শিক্ষকের শূন্যপদের সংখ্যা হলো ১১,৭৬৫টি। ২০১৪ এবং ২০১৭ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যেককেই নিয়োগ করতে হবে, এই দাবিতেই প্রায় ২৯ হাজার প্রার্থী আন্দোলনে নেমেছিলেন। তাদের এই লড়াই অত্যন্ত কঠিন হলেও নিজেদের দাবিতে তারা অবিচল।
৩/৪: এই নিয়োগের জন্য কর্মরত শিক্ষক অর্থাৎ ইন সার্ভিসরাও আবেদন করতে পারবেন। ২০১২ এবং ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা (২০২১ সালে সম্পন্ন হওয়া নিয়োগ প্রক্রিয়ায়) যখন পরবর্তী ধাপে চাকরি পেয়েছিলেন, তখন তাদের নিয়োগস্থান ছিল অনেক দূরবর্তী অঞ্চলে। তাই তাদের কর্মস্থলকে নিকটবর্তী করতে তারাও এই পরীক্ষায় বসছেন। কিন্তু খবর পাওয়া গেছে, তাঁদের পরীক্ষায় বসা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত পর্ষদ নেয়নি। আগামী বুধবার পর্ষদ খোলার পর এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
৪/৪: প্রসঙ্গত উল্লেখ্য, টেটে শূন্যপদের সংখ্যা ১১,৭০০ হলেও বাংলা মিডিয়ামে নতুন প্রার্থীদের জন্য ৫,৬০০টি শূন্যপদ আছে। অন্যান্য শূন্যপদগুলি পার্শ্বশিক্ষক, প্রাক্তন সেনাকর্মী এবং অন্যান্য এগজেস্পটেড শ্রেণীর প্রার্থীদের জন্য সংরক্ষিত। ২০১২, ২০১৪ এবং ২০১৭ টেট উত্তীর্ণদের চাকরি প্রার্থীদের এর থেকেই চাকরি দিতে হবে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇