১০০ ছাপিয়ে ১৫০ কোটি! শিক্ষক নিয়োগ দুর্নীতির অঙ্ক বেড়েই চলেছে, বিস্তারিত দেখুন!

পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির খোঁজ করতে নেমে আরো দুটি নতুন সংস্থার হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ইডি। আদালতে তারা বলে, “ যখনই আসি ৩০ থেকে ৪০ কোটি টাকা উদ্ধার হয়।”

the amount of wb ssc scam mau cross 150 crore riupees claim ed in kolkata high court

 পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত টাকার অংক লাফিয়ে লাফিয়ে বাড়ছে।  এর আগে এসএসসিতে ১০০ কোটির দুর্নীতি হয়েছে বলে জানিয়েছিল।  এই দিন বুধবার তারা আদালতকে জানালো,  শিক্ষক নিয়োগে দুর্নীতি দমন দেড়শ কোটি টাকাও ছাপিয়ে যেতে পারে। 

 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তারা সম্প্রতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির খোঁজ করতে গিয়ে আরও কয়েকটি নতুন সংসার  হদিশ পেয়েছে।  এর মধ্যে একটি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়। আবার ওই সংস্থারই অছি পরিষদের সদস্য পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। নিয়েছে নিয়েছে, তারা যখনই এই ধরনের সম্পত্তির হদিশ পেয়েছে  অন্তত ৩০ থেকে ৪০কোটি টাকা উদ্ধার করা হয়েছে! 

 সেই অনুপাতে মাথায় রেখেই ওই কথা জানিয়েছে আদালতকে।  তারা বলেছে,  অনায়াসেই এসএসসি দুর্নীতির অংক দেড়শ কোটি টাকা ছাড়িয়ে যাবে। 

এর আগে গত ১৪ সেপ্টেম্বর পার্থ অর্পিতার মামলার শুনানিতে নতুন দুটি সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে বলে এটি জানিয়েছিল।  তখনই জানিয়েছিল, রাজবিহারী কানেক্টরের কসবায় একটি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে গিয়েছে। সেই সময়ই জানিয়েছিল, এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় দুর্নীতির অংক ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তবে বুধবার দু’টি সম্পত্তির ঠিকানা ইডি জানায়নি।  বরং সংস্থাটির নাম এখনই প্রকাশ করা যাবে না তদন্তের স্বার্থে। 

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 NLC Recruitment 2022

 🔥 CISF Recruitment 2022

🔥 Post office Update

🔥 WB Primary TET 2022 Vacancy

🔥 National Scholarship Portal

🔥 Indian Post Office Group D Recruitment 2022 

Leave a Comment