১/৭: আগামী সপ্তাহে যদি আপনি ব্যাংকে কোনোরকম কাজ করার কথা ভেবে থাকেন তাহলে এখনই সতর্ক হোন। RBI-এর (Reserve Bank of India) ছুটির তালিকানুযায়ী, পাঁচটি ব্যাংক হলিডে (Holiday) রয়েছে আগামী সপ্তাহে।
২/৭: তাই আগামী সপ্তাহে ব্যাংকে যাওয়ার পূর্বে ব্যাংকে কোন দিন কোন জায়গায় ব্যাংক ছুটি আছে তা জেনে নিন। তার কারণ সমগ্র দেশে একই দিনে দেশের সমস্ত ব্যাংক কখনো ছুটি থাকে না। RBI-এর ছুটির তালিকা অনুযায়ী নির্দিষ্ট রাজ্যের নির্দিষ্ট উৎসবের দিনে বন্ধ রাখা হয় ওই জায়গার ব্যাংক।
৩/৭: দেশের সমস্ত অর্থনৈতিক সংস্থাগুলির কার্যক্রম পরিচালনা করে RBI। কবে কোথায় ব্যাংক বন্ধ থাকবে ছুটির তালিকা প্রকাশ করে তা বছরের শুরুতেই জানিয়ে দেয় এই ব্যাংক। RBI বছরের শুরুতেই এই ছুটির তালিকা প্রকাশ করায় ব্যাংক কর্মী এবং সাধারণ মানুষেরও অনেক সুবিধা হয়।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 SIP Investment: ৩ কোটি টাকার মালিক হতে পারবেন এটি করলে! জানুন কি ভাবে করতে হবে?
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Card News: এবার আধার কার্ডের নিয়মে এল এই বড়সড় পরিবর্তন! দুর্ভোগ এড়াতে এখনই করুন এই কাজ
৪/৭: কোনো রাজ্যের নির্দিষ্ট কোনো উৎসবের জন্য যদি সেই জায়গার ব্যাংক বন্ধ থাকে তাহলে সমগ্র দেশে তার কোনো প্রভাব পড়ে না। এমন কিছু ছুটি থাকে যেগুলো সমগ্র দেশে একসাথেই পালন করা হয়। অর্থাৎ সেদিন সারা দেশের ব্যাংকই বন্ধ থাকে।
বিষয় তালিকা
আগামী সপ্তাহে ব্যাংক কবে কবে বন্ধ থাকেন তা জেনে নেওয়া যাক
৫/৭: ২৩ জানুয়ারি ২০২৩ (সোমবার)- অসমে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
২৫ জানুয়ারি ২০২৩ (বুধবার)- এই দিন হিমাচল প্রদেশে রাজ্য দিবস উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক।
২৬ জানুয়ারি ২০২৩ (বৃহস্পতিবার)- প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই দিন সমগ্র দেশে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
২৮ জানুয়ারি ২০২৩ (শনিবার)- RBI-এর নিয়মানুযায়ী, সমগ্র দেশে চতুর্থ শনিবার বন্ধ থেকে ব্যাংক।
২৯ জানুয়ারি ২০২৩ (রবিবার)- এই দিন সাপ্তাহিক ছুটি হিসেবে সমগ্র দেশে ব্যাংক বন্ধ থাকে।
৬/৭: উপরিউক্ত ছুটির তালিকা অনুযায়ী, আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকবে ৩ দিন। কিন্তু সমস্ত অনলাইন এবং ATM পরিষেবা চালু থাকবে। অর্থাৎ ভার্চুয়াল ব্যাঙ্কিং-এর ক্ষেত্রে গ্রাহকদের কোনো সমস্যায় পড়তে হবে না।
৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৬ মাস চিন্তা মুক্ত একবার রিচার্জ করলেই! Jio, Airtel-কে কুপোকাত করা এই প্ল্যান আনলো এই সংস্থা!
👉 বছরে ১ লক্ষ টাকা পাবেন এতে আবেদন করলেই! এখনই আবেদন করুন (Apply Now!)
👉 পরীক্ষার দিন ঘোষণা হল শিক্ষক-সহ একাধিক পদে নিয়োগের! দেখে নিন এক ক্লিকেই
👉 ফের শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন! দেখে নিন তালিকা
👉 West Bengal Health Recruitment 2023