কমেই চলছে শূন্যপদ! ভরসা দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল, বছরে ২ বার শূন্যপদ চাইবে বোর্ড

১/৭: নতুন টেট অর্থাৎ নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগে লড়াই চলছে হাড্ডাহাড্ডি। প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টের একাধিক নির্দেশের জেরে জেরবার হয়ে পড়েছে। শূন্যপদ ক্রমশ বেড়েই চলেছে নতুন শিক্ষক নিয়োগে। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোর্ট একাধিক নির্দেশ দিয়েছে। সেই নির্দেশে বারংবার মামলাকারীদের শূন্যপদ থেকে চাকরি দিতে হচ্ছে। এবার ২০১৪ সালের টেট পাশ করা প্রার্থীদের জন্য কোর্ট এবার ৩৯২৯টি শূন্যপদ বরাদ্দ করেছে।

২/৭: এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

৩/৭: প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল প্রাথমিকে ১১ হাজার ৭৬৫ শূন্যপদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। কিন্তু বারবার সেই শূন্যপদ নিয়ে কাটাছেঁড়া চলেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোর্ট একাধিক নির্দেশ দিয়েছে। সেই নির্দেশে বারংবার মামলাকারীদের শূন্যপদ থেকে চাকরি দিতে হচ্ছে। এবার ২০১৪ সালের টেট পাশ করা প্রার্থীদের জন্য কোর্ট এবার ৩৯২৯টি শূন্যপদ বরাদ্দ করে দিয়েছে। কমতে কমতে সংখ্যাটা ৭ হাজারে এসে নেমেছে।

৪/৭: ১১ হাজার ৭৬৫ শূন্যপদের জন্য প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখান থেকেই প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টের নির্দেশানুযায়ী আরও ৯৩ জনকে চাকরি দেবে। পর্ষদের কাছে এই মুহূর্তে ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ার জন্য ১১ হাজার ৬৬৭টি শূন্যপদ পড়ে রয়েছে। এর মধ্যে ২০১৪ সালের টেট পাশ প্রার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ৩৯২৯টি শূন্যপদ। অর্থাৎ হাতে পড়ে থাকল ৭ হাজার ৭৩৮টি শূন্যপদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই শূন্যপদের জন্য ১৪ নভেম্বর পর্যন্ত নিয়োগের আবেদনপত্র জমা নিচ্ছে।

আরও পড়ুন: 👇👇👇

🔥Primary TET: ২০১৪ সালের শূন্যপদে চাকরি ওই বছরের টেট উত্তীর্ণদেরই নির্দেশ হাইকোর্টের!

🔥WB Primary TET শংসাপত্র ও সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছতা নিয়ে বড় মন্তব্য পর্ষদ সভাপতি গৌতম পালের

৫/৭: প্রত্যেকটি সালের টেট পাশ করা প্রার্থীরা যদি ৭৭৩৮ শূন্যপদের জন্য আবেদন করেন তাহলে যে এই লড়াই আরও হাড্ডাহাড্ডি হবে তা বোঝাই যাচ্ছে। কিন্তু ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নম্বর প্রকাশিত হওয়ার পরও অনেক চাকরিপ্রার্থীই খুশি নন। তাঁরা প্রকাশিত নম্বরের ভরসা রাখতে পারছেন না। ওএমআর শিট প্রকাশ করতে হবে বলেই দাবি করছেন তাঁরা।

the board will-ask for 2 time vacancies in a year council president gautam pal gave the assurance

৬/৭: এই বিষয়ে গৌতম পালের বলেছেন যে, আগে কী হয়েছে এখন তা ঠিক করা অসম্ভব। কিন্তু এরপর ভবিষ্যতে আর কোনো অভিযোগ থাকবে না। তাঁরা মনে করছেন যে, এই নিয়োগ প্রক্রিয়া যথেষ্ট স্বচ্ছতার সহিত সম্পন্ন হবে। সচ্ছতাই হবে এই নিয়োগের মূল ভিত্তি। শূন্যপদ কমে যাওয়া প্রসঙ্গে পর্ষদের বক্তব্য, পর্ষদ এবার থেকে সরকারের কাছ থেকে বছরে দু’বার শূন্যপদ চাইবে। এর ফলে টেট উত্তীর্ণদের কর্মহীন হয়ে বসে থাকতে হবে না। কিন্তু সেটা তো ভবিষ্যতের কথা। বর্তমান নিয়োগ প্রক্রিয়ার লড়াই যে চরম পর্যায়ে উঠবে, চাকরিপ্রার্থীরা তা ইতিমধ্যেই বুঝে গেছেন। আর এতে ফলে উৎকণ্ঠাও যথেষ্ট বাড়ছে।

৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি, প্রকল্প ও লেটেস্ট আপডেট দেখুন 👇👇👇

🔥 Pradhan Mantri Ujjwala Yojana 2022

🔥 আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে এই কাজটি না করলে!

🔥 আপনার আধার কার্ড থাকলেই ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে মিলবে এই দ্বিগুণ ‘সুবিধা’!

🔥 Primary TET: ২০১৪ সালের শূন্যপদে চাকরি ওই বছরের টেট উত্তীর্ণদেরই নির্দেশ হাইকোর্টের!

🔥 Bank Note Press Recruitment 2022

🔥 Aadhaar Card Rules

Leave a Comment