বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে

(১/১২) আপনি যদি পোস্ট অফিসের (Post Office Scheme) ভালো কোনো স্কিমে টাকা জমানোর কথা ভাবেন তাহলে আপনার জন্য দারুন সুযোগ। ভারতীয় পোস্ট অফিস নিয়ে এলো নতুন একটি স্কিম, যেখানে বিনিয়োগ করলে পূর্বের স্কিম গুলোর চেয়ে ভালো লাভ পাওয়া যায়। এই স্কিমে টাকা বিনিয়োগ করলে ১২০ মাসের পরিবর্তে ১১৫ মাসেই দ্বিগুণ হবে টাকা

সুদের হার

(২/১২) চলুন জেনে নেওয়া যাক এই স্কিমে সুদের হার (interest Rate) কত? জানা গেছে এই স্কিমে সুদের হার ৭.৫ শতাংশ

(৩/১২) সোশ্যাল মিডিয়ার এই যুগে যেখানে অহরহ টাকা নিয়ে হাতসাফাই হচ্ছে সেখানে মানুষ একটি নির্ভরযোগ্য স্কিম খুঁজছে যেখানে তারা নিশ্চিন্তে সঞ্চয় করতে পারে। পোস্ট অফিস বা ব্যাংক থেকে এমন অনেক স্কিম রয়েছে যেগুলো মানুষকে নিরাপদ সাশ্রয়ের সুযোগ দেয়।

🔥 আরও পড়ুন: 👇👇👇

Holiday List: এপ্রিলে প্রচুর ছুটি! সরকারি অফিস সহ স্কুল, কলেজ ছুটির লিস্ট দেখে নিন এক ক্লিকেই

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 LPG Price: আর্থিক বছরের শুরুতেই রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা কমলো, কোন শহরে কত হল জেনে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Income Tax: এপ্রিল মাস থেকে এই ১০ বদল! চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে অর্থবর্ষের শুরু থেকেই

(৪/১২) মানুষ নিশ্চিন্ত এখানে তাদের সঞ্চিত অর্থ রাখতে পারে। এমন ঝুঁকিহীন সঞ্চয় ও সঙ্গে সঙ্গে যদি মোটা অংকের সুদ পাওয়া যায় তাহলে তো কোন কথাই নেই। সম্প্রতি এমনই একটা স্কিমের কথা পোস্ট অফিস ঘোষণা করেছে যেখানে টাকা রাখলে মোটা অঙ্কের সুদও পাওয়া যায়।

কি এই স্কিম?

(৫/১২) ভারতীয় ডাক বিভাগের এই স্কিমটির নাম হলো কিষান বিকাশ পত্র (KVP)। গত শুক্রবার কেন্দ্রীয় সরকার এই স্কিমে সুদের হার বাড়িয়েছে।

(৬/১২) যেহেতু ত্রৈ মাসিক এর হিসেবে এই স্কিমে সুদ দেওয়া হয় তাই এপ্রিল থেকে জুন মাসের জন্য সরকার ৩০ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছে। বর্তমানে কিষান বিকাশপত্রে মিলছে ৭.৫ শতাংশ সুদ। এই মাসের১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে নয়া সুদের হার।

 (৭/১২) এই স্কিমে বিনিয়োগ করলে পূর্বের চেয়ে অনেক লাভ পাওয়া যাবে। ২০২৩ সালের জানুয়ারিতে কিষান বিকাশ পত্রের মেয়াদ ১২৩ থেকে ১২০ মাসের করেছিল সরকার। কিন্তু এখন তা আরো কমে গেল ১২০ মাসের পরিবর্তে ১১৫ মাস হলো। অর্থাৎ এখন আপনার টাকা ডবল হওয়ার জন্য আর ১২০ মাস অপেক্ষা করতে হবে না ১১৫ মাসেই হবে আপনার টাকা ডাবল।

টাকা বিনিয়োগের পরিমাণ

(৮/১২) কিষান বিকাশ পত্র স্কিমে ১০০ টাকার গুনে বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই আপনি যত ইচ্ছা বিনিয়োগ করতে পারেন তবে সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে কিষান বিকাশ পত্র প্রকল্পে বিনিয়োগ শুরু করতে পারেন। আপনি চাইলে যৌথ অ্যাকাউন্ট খুলেও এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে নমিনির সুবিধাও রয়েছে।

(৯/১২) এই স্কিমে বিনিয়োগ কারীর বয়স সর্বনিম্ন ১০ বছর বয়স থেকে আবেদন করতে পারে। এছাড়াও এর কম বয়সীদেরও একাউন্ট খোলা যেতে পারে। কোনো প্রাপ্তবয়স্ক মানুষ তার হয়ে একাউন্টটি খুলতে পারেন, কিন্তু নাবালকের ১০ বছর পূর্ণ হলেই সেই অ্যাকাউন্টটি তার নামে স্থানান্তরিত করা হবে।

The center increased the interest rate! In this post office scheme money will be double

কীভাবে অ্যাকাউন্ট খুলবেন?

(১০/১২) আপনি এইচ স্কিমে টাকা বিনিয়োগ করতে চাইলে আপনাকে প্রথমে এর জন্য অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে একাউন্ট খোলা খুব সহজ। এর জন্য একটি আবেদন পত্র পূরণ করতে হবে। এর জন্য পোষ্ট অফিস থেকে আপনাকে একটি আবেদন পত্র দেবে সেখানে সঠিক তথ্য দ্বারা আবেদনপত্রটি পূরণ করতে হবে।সঙ্গে নগদ বা চেক জমা করতে হবে। এর সঙ্গে লাগবে আপনার পরিচয় পত্রও।

(১১/১২) অর্থ সহ আবেদন পত্রটি জমা করার পর পোস্ট অফিস থেকে আপনাকে একটা সংশাপত্র দেওয়া হবে। পোস্ট অফিসে নিরাপদ বিনিয়োগের কারণে বহু সংখ্যক মানুষ বর্তমানে ব্যাংকের সঙ্গে সঙ্গে পোস্ট অফিসেও তাদের সঞ্চিত অর্থ সঞ্চয় করে রাখে।

(১২ /১২): নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Primary TET Certificate Date: অপেক্ষার অবসান! প্রাইমারী টেট সার্টিফিকেট কবে? জেনে নিন।

👉 Bandhan Bank Vacancy 2023

👉 PAN Aadhaar Link: এই ১০ কাজ হবে না প্যান আধার কার্ড লিঙ্ক না থাকলে! সময় থাকতে জেনে নিন

👉 চাকরি পাচ্ছেন না? এবার টাকা আসবে সরাসরি অ্যাকাউন্টে! জানুন কিভাবে পাবেন

👉 ১২,৫৮৯ জন প্রার্থীকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হোক, কলকাতা হাইকোর্টকে জানাল SSC

Leave a Comment