১/৯: আপনি যদি রেশন কার্ড (Ration Card) ব্যবহার করে থাকেন, তাহলে আজকের এই আপডেটটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ প্রকল্প শুরু করেছে। অর্থাৎ দেশের যেকোনো রেশন দোকান থেকেই আপনি রেশন নিতে পারবেন। কিন্তু কিছুদিন আগেই রেশন কার্ড এবং আধার কার্ড লিংক (Aadhaar Ration card Link) করার বিষয়ে গুরুত্বপূর্ণ একটি খবর আসে।
২/৯: আধার কার্ডের সাথে রেশন কার্ড যুক্ত করার শেষ তারিখ হলো ৩১ মার্চ। তবে লেটেস্ট রিপোর্টে জানা গেছে যে, রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩০ জুন ২০২৩ পর্যন্ত। অর্থাৎ সাধারণ মানুষ এই কাজ সম্পন্ন করার জন্য আরও বেশ কিছুদিন সময় পাবেন।
৩/৯: আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক করলে আপনি আরও বেশি সময়ের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রেশনের সুবিধা নিতে পারবেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhar Card Link: প্যান-আধার লিঙ্কের মধ্যেই সুখবর! জেনে নিন এখনই
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 PAN Aadhaar Link: আপনার প্যান-আধার লিঙ্ক কী আদেও সফল হয়েছে? অনলাইনে এই ভাবে দেখে নিন
৪/৯: আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক করার তারিখ বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ৩০ জুনের মধ্যে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করতে হবে।
৫/৯: এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে, দেশের সমস্ত সাধারণ মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছছে কিনা তা যাতে আরও সহজ ভাবে বোঝা যায়, সেই কারণেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।
৬/৯: এর আগে শেষ তারিখ ঘোষণা করা হয়েছিল ৩১ ডিসেম্বর। পরে সেই সময়সীমা বাড়িয়ে করা হয় ৩১ মার্চ। পুনরায় সেই সময়সীমা জুন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।
৭/৯: আধার কার্ড এবং রেশন কার্ড লিংক করার উদ্যোগ নেওয়া হয়েছে ওয়ান নেশন-ওয়ান রেশন ঘোষণা করার পর। এর ফলে সমগ্র দেশের যেকোনো জায়গায় গেলেই আপনি রেশন তুলতে পারবেন।
আধার কার্ড এবং রেশন কার্ড কিভাবে লিংক করবেন?
৮/৯: আধার কার্ড এবং রেশন কার্ড লিংক করার জন্য প্রথমে আপনাকে রাজ্যের অফিশিয়াল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পোর্টালে যেতে হবে। তারপরে কার্ডের সাথে আধার লিংক অপশনটিকে নির্বাচন করতে হবে। রেশন কার্ডের নম্বর লেখার পর সেখানে আপনাকে আধার কার্ডের নম্বর দিতে হবে। তারপর নিবন্ধিত মোবাইল নম্বর লিখলে একটি OTP আসবে। নির্দিষ্ট স্থানে সেই OTP দিলেই আপনার রেশন কার্ডের সাথে আধারে সংযুক্তি সম্পন্ন হয়ে যাবে।
৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 বেকার বসে না থেকে এই ৩ ব্যবসা শুরু করতে পারেন, মোটা টাকা আয় হবে মাস গেলে!
👉 Salary Hike: দেশে চাকরিজীবীদের এবার কতটা বেতন বাড়বে? কী বলছে সমীক্ষা? জেনে নিন
👉 এই আরও ৪টি প্রকল্প যুক্ত হলো দুয়ারে সরকার প্রকল্পে, কি কি সুবিধা পাবেন? জেনে নিন এখনই
👉 ১লা এপ্রিল থেকে স্কুল বন্ধ থাকবে, নোটিশ দিয়েই বিতর্কের মুখে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর!