১/৮: কেন্দ্রীয় সরকার (Government of India) দেশের সমস্ত গরীব পরিবারের পড়ুয়াদের জন্য দারুন খবর নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তরফে দেশের গরীব পড়ুয়াদের আর্থিক সহায়তা প্রদান করতে এই স্কলারশিপের (Scholarship) সূচনা করা হয়েছে। এর মাধ্যমে সরকার পড়ুয়াদের ৩৬,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করবে। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রদের ৩০,০০০ টাকা করে এবং ছাত্রীদের ৩৬,০০০ টাকা করে আর্থিক সহায়তা করা হবে। নিম্নে স্কলারশিপের নাম, স্কলারশিপ পাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
২/৮: ভারতে এমন অনেক কৃতি পড়ুয়া রয়েছে, যাদের আর্থিক স্থিতি সচ্ছল না থাকার দরুন ঠিকঠাকভাবে পড়াশোনা চালাতে পারে না। এর ফলে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের পরে ইচ্ছা থাকলেও অনেকে পড়াশুনা ছাড়তে বাধ্য হয়। তাই আর উচ্চশিক্ষা লাভ করে পরিবারের পাশে তাদের দাঁড়ানো হয়ে ওঠে না। এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে সেই সমস্ত পড়ুয়াদের বিভিন্নপ্রকার স্কলারশিপ প্রদান করে কেন্দ্র। যাতে তারা এই ন্যাশানাল স্কলারশিপ অর্থাৎ জাতীয় বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষা লাভ করে নিজেদের ভবিষ্যৎ জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে।
৩/৮: কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের তরফেও এই ধরনের স্কলারশিপে পেয়ে থাকে পড়ুয়ারা। পশ্চিমবঙ্গে দরিদ্র পরিবারের কৃতি পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মাইনোরিটি স্কলারশিপ, উত্তরকন্না স্কলারশিপ সহ আরও অনেক স্কলারশিপ দেওয়া হয়। এই সমস্ত স্কলারশিপের মাধ্যমে রাজ্যের বহু পড়ুয়ারা উপকৃত হয়।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 TSDPL Silver Jubilee Scholarship Apply Online
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Swami Vivekananda Scholarship Payment Update
৪/৮: নরেন্দ্র মোদী পরিচালিত যে যোজনা সম্পর্কে আজ আমরা আপনাদের জানাবো তা হলো “প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা”। প্রধানমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেছেন ২০২৩ সালে। নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় গোটা দেশের সকল দরিদ্র ছাত্রছাত্রীদের ৩৬,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হচ্ছে। সমস্ত মেধাবী পড়ুয়াদের নিজের ইচ্ছামত উচ্চশিক্ষা লাভ করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করাই হলো এই প্রকল্পের উদ্দেশ্য।
বিষয় তালিকা
এই “প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা”-এর জন্য কারা আবেদন জানাতে পারবেন?
৫/৮: সমস্ত পড়ুয়া এই স্কলারশিপের সুবিধা পাবেন না। এখানে আবেদনের জন্য যে যোগ্যতাগুলির প্রয়োজন সেগুলি হলো-
১) কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, কেন্দ্রীয় সৈনিক বোর্ড সচিবালয়, প্রাক্তন কোস্ট গার্ড, প্রাক্তন সৈনিক কল্যান বিভাগের অন্তর্গত দপ্তর থেকে অবসরপ্রাপ্ত পরিবারের সন্তানরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
২) আসাম রাইফেলস, নকসাল সন্ত্রাসী হামলায় মৃত সৈনিকদের পরিবারের পড়ুয়ারা এখানে আবেদন করতে পারবেন।
৩) এই স্কলারশিপের জন্য মাওবাদী আক্রমণে সম্পূর্ন কিংবা আংশিকভাবে অক্ষম হয়ে যাওয়া সৈনিক পরিবারের সন্তানরা আবেদন করতে পারবেন।
৪) টেকনিক্যাল অথবা প্রফেশনাল কোর্সের আওতায় থাকা ছাত্রছাত্রীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৫) বীরত্বের জন্য পুরস্কার প্রাপ্ত সৈনিক পরিবারের পড়ুয়ারা এতে আবেদনযোগ্য।
আবেদন প্রক্রিয়া-
৬/৮: এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। নিম্নলিখিত পদ্ধতি অনুসরন করে এখানে আবেদন করতে হবে-
১) প্রথমে আপনাকে কেন্দ্রীয় সৈনিক বোর্ডের ওয়েবসাইট https://kab.gov.in-এ যেতে হবে।
২) তারপর আপনাকে Home Page-এর নীচের দিকে থাকা Application Form অপশনে ক্লিক করতে হবে।
৩) তারপর আপনাকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।
৪) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনাকে একটি User Id এবং Password প্রদান করা হবে, যা দিয়ে আপনাকে Login করতে হবে।
৫) লগইন করার পর আপনার সামনে যে অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে আপনার নাম, বাবার নাম বা স্বামীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, বয়স, শিক্ষাগত যোগ্যতা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি প্রদান করে Save and Next button অপশনে ক্লিক করতে হবে।
৬) এরপর আপনার যাবতীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র-
৭/৮: যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস অনলাইনে স্ক্যান করে পাঠাতে হবে তা জানতে কেন্দ্রীয় সৈনিক বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ-
৮/৮: “প্রধানমন্ত্রীর স্কলারশিপ যোজনায়” অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদন জমা দেওয়ার কোনো সময়সীমা এখনও পর্যন্ত নির্ধারণ করা হয়নি। যোগ্য ছাত্রছাত্রীরা তাই নিজেদের ইচ্ছা অনুযায়ী এখানে আবেদন করতে পারবে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Atal Bihari Vajpayee Scholarship 2023
👉 Reliance Foundation Scholarship 2023
👉 বছরে ১ লক্ষ টাকা পাবেন এতে আবেদন করলেই! এখনই আবেদন করুন (Apply Now!)
👉 ২০,০০০ টাকার স্কলারশিপ পড়ুয়াদের দিচ্ছে LIC! টাকা পেতে এভাবে করে ফেলুন আবেদন
👉 এতে আবেদন করলেই মিলবে ২ বছরের পড়াশোনার খরচ! কিভাবে আবেদন করবেন? দেখুন