কন্যাসন্তান থাকলেই ১.৫ লক্ষ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার! কীভাবে পাবেন?

বিগত কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়াতে চিত্তাকর্ষক ভাবে ভাইরাল হচ্ছে একটি ম্যাসেজ। সেখানে এক অদ্ভুত ধরনের দাবী করা হচ্ছে। সেই বার্তা যা ইতিমধ্যেই ভাইরাল তাতে বলা হচ্ছে, দেশের সমস্ত মহিলাগণকে আর্থিক ভাবে শক্তিশালী করতে একবারে ১.৫ লক্ষ টাকার অনুদান দেবে কেন্দ্র। সেই আকর্ষণীয় খবর শুনে অনেকেই যে উৎসাহিত তা বলাই বাহুল্য।

কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় নয় ,ইউটিউবও এই দাবির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।  ফলস্বরুপ এই বিষয়ে দ্বিগুণ উৎসাহিত হচ্ছেন দেশের সাধারণ মানুষ। যদি আপনি ও এরূপ কোনো ম্যাসেজ পান তবে বলে রাখা ভালো যে আপনি সঠিক প্রতিবেদনটি পড়ছেন। তবে চটপট দেখে নেওয়া যাক এই ম্যাসেজ এর সত্যতা কতখানি?

The central government is giving one and a half lakh rupees if there is a girl child

এই রকম সমস্ত খবরাখবরের সত্যতা যাচাইয়ের জন্য ভারত সরকার একটি সংস্থা বানিয়েছে যার নাম PIB বা Press Information Bureau তাহলে চলুন দেখা যাক কি বলছে PIB।

PIB তাদের নিজস্ব ট্যুইটার হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রী কন্যা আশীর্বাদ যোজনার সত্যতা সম্পর্কে ট্যুইট করে জানিয়েছে যে এটি সম্পূর্ণ ভুয়ো। এই ধরণের কোনো যোজনা কেন্দ্রীয় সরকার চালাচ্ছে না। এটি একটি সম্পূর্ণ মিথ্যা খবর।

দেশের জনসাধরণকে সাবধান করতে PIB জানিয়েছে, যদি কেউ এইরকম কোনোরকম চক্রান্তের মুখোমুখি হন তবে কোনোভাবেই যেন নিজেদের ব্যাক্তিগত তথ্য কারোর সাথে শেয়ার না করেন।

আপনিও যদি এইরকম কোনো ম্যাসেজ পান তাহলে সেই মেসেজের সত্যতা না বিচার করে অপরকে পাঠাবেন না। এইরকম কোনো মেসেজ পেলে আপনাকেও অতি অবশ্যই সত্বর সাবধান হতে হবে এবং সেই ম্যাসেজ এর সত্যতা যাচাই করতে PIB-এর সাহায্য আপনারা নিতে পারেন। আপনারা সেই ভিডিও অথবা ম্যাসেজ মেসেজ PIB-এর অফিসিয়াল ওয়েবসাইট https://factcheck.pib.gov.in/-এ গিয়ে জমা দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে পাঠিয়ে আপনারা উপকৃত হতে পারেন। 

হোয়াটসঅ্যাপ নম্বর-

+918799711259

PIB এর ইমেল আইডি- [email protected]

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
PIB Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 Darjeeling Group D Recruitment 2022

🔥 Group D Recruitment 2022

🔥 পুজোর মধ্যেই Jio গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এলো! 5G পরিষেবার সাথে মিলবে আনলিমিটেড ডেটা! (বিস্তারিত দেখুন!) 

🔥 CPCB Recruitment 2022

🔥 Spice Board Recruitment 2022

Leave a Comment