Central Govt Scholarship 2022, Central Government Scholarship 2022, Latest Scholarships 2022
ভারত সরকার বর্তমানে মেধাবী পড়ুয়াদের জন্য নানা ধরনের স্কলারশিপের ব্যবস্থা করেছে। এরই মধ্যে একটি উল্লখযোগ্য স্কলারশিপ স্কিমে রয়েছে। যেখানে আপনি আবেদন করলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন। কিন্তু এই স্কলারশিপটি বিশেষত শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের দেওয়া হবে। কারিগরী শিক্ষা নিয়ে যে সমস্ত বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে চায় এই নতুন স্কলারশিপের স্কিমটি সেই সমস্ত পড়ুয়াদের জন্যেই সরকার নিয়ে এসেছে।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম কারিগরি ছাত্রছাত্রীদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য এই স্কলারশিপটি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক কর্তৃক প্রদান করা হয়। তবে আগামী ৩১ অক্টোবর ২০২২ তারিখের মধ্যেই ইচ্ছুক প্রার্থীদের এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। প্রত্যেক বছর যোগ্য মেধাবী ছাত্রছাত্রীদের ৫০,০০০ টাকা দেওয়া হবে। এর মধ্যে ৩০,০০০ টাকা টিউশন ফি এবং অন্যান্য পড়াশোনার জিনিস কেনার জন্য দেওয়া হবে এই বৃত্তি। যে সমস্ত দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধী ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য অতিরিক্ত ২০,০০০ টাকা করে দেওয়া হবে।
বিষয় তালিকা
স্কলারশিপ পাওয়ার যোগ্যতা কি?
১) এই স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের ভারতীয় নাগরিক হওয়া আবশ্যক।
২) পড়ুয়াদের AICTE স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের ডিপ্লোমা বা ডিগ্রী কোর্সের প্রথম বা দ্বিতীয় বর্ষে পাঠরত হতে হবে।
৩) পড়ুয়াদের ন্যূনতম ৪০% প্রতিবন্ধীকতার সার্টিফিকেট থাকতে হবে।
৪) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় অবশ্যই ৪ লক্ষ টাকার কম হতে হবে।
৫) এই স্কলারশিপে আবেদনের জন্য সেই প্রার্থীদের পড়াশোনা চলাকালীন অন্য সরকারি কোনো বৃত্তির জন্য সে আবেদন করতে পারবে না।
স্কলারশিপে আবেদন প্রক্রিয়া-
১) আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
২) অফিসিয়াল ওয়েবসাইট scholarships.gov.in-এ যেতে হবে।
৩) এরপর ‘New Registration’-এ ক্লিক করে সেখানে শর্তাবলীতে সম্মতি জানিয়ে আপনাকে ক্লিক করতে হবে।
৪) তারপর আপনার বৈধ মোবাইল নম্বর দিতে হবে। OTP আসার পর আপনাকে ‘Apply’ অপশনে ক্লিক করতে হবে।
৫) এরপর ‘সক্ষম স্কলারশিপ ২০২২’-এ আপনাকে গিয়ে আবেদন করতে হবে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
Official Website | এখানে দেখুন |
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Indian Railway Group C Recruitment 2022
🔥 Indian Navy Recruitment 2022
🔥 IIT Kharagpur Recruitment 2022
🔥 UIDAI Aadhar Recruitment 2022