(১/৪) আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য একটি উপায় হল চেক (Cheque)। বর্তমানে এটি সব থেকে বেশি বিশ্বাসযোগ্য এবং নিরাপদ বলে মনে করা হয়। তবে এই চেক যতই নিরাপদ হোক না কেন এটি ব্যাবহার করার সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। এবং এক্ষেত্রে কিছু বিষয় চেক করে নেওয়া অত্যন্ত জরুরি। না হলে সেই চেক বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে।
চেক লেখার সময় যে বিষয়গুলির উপর গুরুত্ব দেবেন
(২/৪) চেক লেখার সময় যাকে টাকা দেবেন তার নামটি থেকে লিখতে হবে কিন্তু সেটি লেখার সময় ও তাদের সাবধানতা অবলম্বন করে লিখতে হবে। এক্ষেত্রে অবশ্য খেয়াল রাখবেন নামটি যেন সঠিক ও সুইস্পষ্টভাবে লেখা হয়। আবার এই সঙ্গে সে ব্যক্তির অ্যাকাউন্ট নম্বরও সেখানে লিপিবদ্ধ করতে হবে।
🔥 আরও পড়ুন:
👉 UPI পেমেন্টের সময় ভুল অ্যাকাউন্টে টাকা চলে গেছে? এই কাজ করলে পুরো রিফান্ড পাবেন
🔥 আরও পড়ুন:
👉 আধার কার্ডে এই বড় পরিবর্তন আনলো কেন্দ্র! বিপদে পড়ার আগে জেনে নিন!
🔥 আরও পড়ুন:
👉 PAN Card চুরি হয়ে গেলে কি করবেন? জেনে নিন এখনই সময় থাকতে
(৩/৪) চেক লেখার সময় যে বিষয় গুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন সেগুলি নিচে দেখানো হল –
- ব্যক্তির নামের পাশে একটি লাইন টেনে দিন।
- যদি ‘বেয়ারার চেক’ কাউকে দেন তাহলে অবশ্যই ‘বেয়ারার’ অপশনে টিক দিয়ে দিন। তা না হলে যে কেউ টাকা তুলে নিতে পারবে।
- চেক লেখার সময় চেকের উপরে লিখে দিন এসি-পেয়ি। তা হলে যাকে চেক দিচ্ছেন, শুধু তার অ্যাকাউন্ট থেকেই ওই চেক ভাঙানো যাবে।
- যখন চেক-এর অ্যামাউন্ট লিখবেন, তখন অবশ্যই ‘/-‘ এই চিহ্ন দেবেন। এর ফলে কোনও ভাবেই অতিরিক্ত কোনও সংখ্যা বসিয়ে কেউ জালিয়াতি করতে পারবেন না। আবার খেয়াল রাখবেন প্রতিটি সংখ্যার মধ্যে যেন কোনও ফাঁকা জায়গা না থাকে।
- আপনি চেকের সেই স্বাক্ষরটি দেবেন যেটি আপনি ব্যাংক একাউন্ট খোলার সময় করেছিলেন। এক্ষেত্রে আপনি যদি কোনও কোম্পানির হয়ে টাকা দেন, তাহলে কোম্পানির সিলের ছাপ দিয়ে দিন।
- চেক লেখার সময় যদি কোন কিছু ভুল হয়ে যায় তবে সেখানে আপনার স্বাক্ষর করে দিন।
- অনেক সময় আবার এমন হয় চেক লেখার ক্ষেত্রে অনেক জায়গায় ভুল ত্রুটি হয়ে যায় এক্ষেত্রে চেকটি বাতিল করতে হলে সেখানে ক্যানসেলড লিখে দিন অন্যথায় এটি ছিড়ে ফেলুন।
(৪/৪) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 DA Hike: ১ লাখ টাকার কাছাকাছি এক লাফে বাড়বে বেতন! বিরাট সুখবর চকুরিজীবীদের জন্য!
👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই
👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন
👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার