বর্তমান সময়ে ইন্টারনেটের যুগে স্মার্ট ফোন (Smart Phone) হল মানুষের নিত্য সঙ্গী। যেটি ছাড়া কারো এক মুহূর্ত চলে না। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অফিসে কাজ করা প্রতিটি ব্যক্তি ও অবসরপ্রাপ্ত সমস্ত বয়স্ক প্রাপ্ত মানুষ সকলের কাছে ফোন যেন একটি নিত্য সঙ্গী।
এছাড়াও বর্তমানে একাধিক কাজ ফোন (Mobile Phone) দিয়ে করা হয়। তবে এই নিত্য সঙ্গী ফোনের যত্নের জন্য কিছু দরকারি কাজ করতে হয়। ফোন সচল রাখতে আমাদের রোজ এটিকে চার্জ করার প্রয়োজন হয়।
তবে ফোন চার্জ করার সময় কিছু বিষয় সকলের মনে রাখা উচিত না হলে ঘটে যেতে পারে দুর্ঘটনা। এমনকি ফোন চার্জ দেওয়ার সময় কিছু ভুল ত্রুটি হলে এর বিস্ফোরণ পর্যন্ত ঘটে যেতে পারে। তাই ফোন চার্জে দেওয়ার সময় যে বিষয়গুলো আপনাকে দেখতে হবে সেগুলি হল –
ফোন চার্জারের জন্য শুধুমাত্র ব্রান্ডেড চার্জার এর ব্যবহার
ফোন চার্জ করার জন্য শুধুমাত্র নিজের ফোনের নির্মাতা সংস্থার তরফে যে চার্জার দেওয়া হয়েছে তা দিয়েই চার্জ করতে হবে। এক্ষেত্রে যদি সে চার্জারটি নষ্ট হয়ে যায় এবং অন্য কোন চার্জার কেনার প্রয়োজন হয় তবে কোনও সুপরিচিত সংস্থার তৈরি চার্জার ব্যবহার করতে হবে। অর্থ সাশ্রয়ের জন্য কখনই খারাপ মানের চার্জার কেনা ঠিক হবে না, এতে ফোনের মারাত্মক ক্ষতি হতে পারে।
🔥 আরও পড়ুন:
চেক লেখার সময় এই কাজটি করলে ফকির হতে পারেন!
🔥 আরও পড়ুন:
👉 UPI পেমেন্টের সময় ভুল অ্যাকাউন্টে টাকা চলে গেছে? এই কাজ করলে পুরো রিফান্ড পাবেন
🔥 আরও পড়ুন:
👉 আধার কার্ডে এই বড় পরিবর্তন আনলো কেন্দ্র! বিপদে পড়ার আগে জেনে নিন!
ফোন ভাঙা কানেক্টরে চার্জিং করবেন না
আপনার ফোনটা কখনো এমন কোন চার্জার দিয়ে চার্জ করবেন না যার পিন বা কানেক্টর ভেঙে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। কারণ, এই নষ্ট চার্জার থেকে বিদ্যুৎ লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে আর এর থেকে আগুন লেগে যেতে পারে।
চার্জিং-এর সময় ফোন ঢেকে রাখবেন না
ফোন চার্জ করার সময় আমরা আরও একটি বিষয়ের লক্ষ্য করে সেটি হল ফোন গরম হয়ে যায় এ অবস্থায় এসে ফোনটিকে যদি আমরা ঢেকে রাখি তাহলে এটি আরো উত্তপ্ত হয়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
আবার অনেকেই ঘুমের সময় ফোন নিজের বালিশের নিচে রেখে দেয়। এটি মারাত্মক রকমের ভুল। যেটি একদমই করা উচিত নয়।
ফোন সারারাত চার্জিং এ রাখবেন না
স্মার্ট ফোনগুলিতে যে ব্যাটারীগুলি থাকে সেগুলি হচ্ছে সাধারণত লিথিয়াম ব্যাটারি। যা সম্পূর্ণ চার্জ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয় আর অতিরিক্ত চার্জ করার ফলে এর ব্যাটারির ক্ষতি হতে পারে ফোন চার্জিং করলেও এক্ষেত্রে বিপদ হতে পারে।
ঘন ঘন চার্জিং করবেন না
ফোন ঘনঘন চার্জিং করা এটা ফোনের জন্য একটি ক্ষতিকর ফোন চার্জে বসালে সেটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওঠাবেন না আবার ব্যাটারি ২০ শতাংশে নেমে গেলে তখন সেটিয়ার ব্যবহার করবেন না। বারবার ফোন চার্জ করলে ব্যাটারি লাইফ নষ্ট হয়ে যায়।
(৪/৪) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 DA Hike: ১ লাখ টাকার কাছাকাছি এক লাফে বাড়বে বেতন! বিরাট সুখবর চকুরিজীবীদের জন্য!
👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই
👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন
👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার