(১/১০) আজ থেকে শুরু হয়ে গেলো পবিত্র মাহে রমজান মাস। এটি চলবে আগামী এক মাস পর্যন্ত। মুসলিম সম্প্রদায় ঈশ্বরকে খুশি করার উদ্দেশ্যে এক মাস যাবত উপবাস করে রোজা পালন করে। তাই এই রমজান মাস উপলক্ষে আগামী এক মাস স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটির ঘোষণা দিয়েছে সরকার।
(২/১০) এই ব্যাপারে বাংলাদেশ শিক্ষা দপ্তর জানিয়েছে, অন্যান্য বছর গুলির ন্যায় এই বছরও পবিত্র রমজান মাস উপলক্ষে টানা একমাস স্কুল এবং কলেজ সব ছুটি থাকবে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
৮০০ টাকা করে বেকারদের বৃত্তি দিচ্ছে রাজ্য সরকার! আবেদন করলেই পাবেন টাকা
🔥 আরও পড়ুন: 👇👇👇
WB Primary TET Interview: টেট-এর নবম ইন্টারভিউ নিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করলো পর্ষদ!
🔥 আরও পড়ুন: 👇👇👇
বাংলাদেশের শিক্ষা দপ্তর থেকে ঘোষণা রমজান উপলক্ষে টানা একমাস শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে
(৩/১০)তবে প্রাইমারি স্কুল গুলির ক্ষেত্রে এর কিছুটা ব্যাতিক্রমী নিয়ম পালন করা হবে। কারণ প্রথম সাময়িক পরীক্ষার জন্য বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলিতে ছুটির নিয়ম কার্যকরী হবে ৭ এপ্রিল থেকে। তাই এক্ষেত্রে তারা একমাসের ছুটি পাবে না। তাদের ক্ষেত্রে ১৫ দিনের ছুটির ঘোষণা করা হয়েছে।
(৪/১০) শিক্ষাব্যবস্থায় সরকারের দ্বিরূপ এই ঘোষণায় দেশের ৪ লাখ প্রাথমিক শিক্ষক অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মত যে, সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলি অর্থাৎ যে সমস্ত স্কুলগুলিতে প্রাথমিক এবং হাইস্কুল একই সেখানে এই ছুটির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে।
(৫/১০) তারা জানাচ্ছেন, সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলি আগামীকাল থেকে ছুটি পেলেও প্রাথমিক বিদ্যালয়গুলি ১৫ দিন কম ছুটি পাচ্ছে। যেটা সঠিক ও যথার্থ বলে মনে করছেন না শিক্ষকরা।
(৬/১০) রমজান মাস যেদিন থেকে শুরু হবে সেদিন থেকেই বন্ধ থাকবে সমস্ত স্কুল গুলি অর্থাৎ বুধবার রমজানের চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে স্কুল কলেজ বন্ধ থাকবে। যদি রোজা না হয় এবং শুক্রবার থেকে রোজা হয় তবে সেক্ষেত্রে ছুটি শুক্রবার থেকে হবে।
(৭/১০) দেশের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হয়ে গিয়েছে এবং এটি চলবে পরবর্তী মাসের ২৭ তারিখ অর্থাৎ এপ্রিল মাসের ২৭ তারিখ পর্যন্ত।
(৮/১০) রমজানের এই দীর্ঘ ছুটির মধ্যেই আরো অনেক ছুটি রয়েছে যেমন বাংলা নববর্ষ, বাংলাদেশের স্বাধীনতা দিবস, ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তি সহ আরো বেশ কিছু ছুটি রয়েছে এক্ষেত্রে সেগুলোর জন্য আলাদাভাবে ছুটির ঘোষণা করা হলো না রমজান উপলক্ষে সেটা একসঙ্গেই হলো।
(৯/১০)বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে ছুটির তালিকা বছরের শুরুতেই দেওয়া হয়ে থাকে এবং সেই তালিকায় উল্লেখ রয়েছে রমজানের এক মাসের ছুটির কথা সঙ্গে প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ১৫ দিনের ছুটির কথাও। এই নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের ৭ তারিখ থেকে প্রাইমারি স্কুলগুলির ছুটি শুরু হবে।
(৯/১০): নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 সুবর্ণ সুযোগ! মাত্র ৬০ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার এই স্কিম আনল LIC! জানুন বিস্তারিত
👉 ৮০ টাকারও কমে আনলিমিটেড কল ও ডেটা, চলবে ১১ মাস! Jio, Airtel ফেল এই প্ল্যানের সামনে
👉 দিন রাত নেট চালান ও আনলিমিটেড কল করুন, Jio-র সেরা এই ডেটা প্ল্যানগুলি এখনই জেনে নিন
👉 DA Hike News: আজই বাড়ছে ডিএ! কত টাকা বেশি বেতন পাবেন? জেনে নিন